শুধুমাত্র 5499 টাকায় লঞ্চ হল এই সস্তা এন্ড্রয়েড ‘গো’ স্মার্টফোন,Xiaomi – Realme কে দেবে টক্কর

টেক ব্রান্ড আইটেল আজ ভারতীয় বাজারের লো বাজেট সেগ্মেন্টে নিজের নতুন দাবিদার পেশ করল। কোম্পানির আর‌ও নতুন মোবাইল ফোন ইন্ডিয়া তে লঞ্চ করা হয়েছে যার মধ্যে itel A47 নামের সাথে মার্কেটে প্রবেশ করেছে। আইটেল A47 কে কোম্পানির তরফ থেকে শুধু 5499 টাকা দামে লঞ্চ করা হয়েছে যেটি আগামী 5 ফেব্রুয়ারি থেকে শপিং সাইটে সেলের জন্য উপলব্ধ হবে। আইটেল A47 এই বাজেটে ভালো ফিচার্স ও লুক যুক্ত ফোন।

লুক এবং ডিজাইন

itel A47 ব্রান্ড এর এন্ট্রি লেবেল ডিভাইস যা রেগুলার ডিজাইনে লঞ্চ হয়েছে। ফোনের ফ্রন্ট প‍্যানেলে বেজলস যুক্ত ডিসপ্লে দেওয়া হয়েছে যার উপরের দিকে সেল্ফি ক‍্যামেরা আর সফ্ট ফ্ল‍্যাশ এর সাথে স্পীকার অবস্থিত আছে। এই ভাবেই ফোনের ব‍্যাক প‍্যানেলে ডুয়াল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে যা উপরের দিকে ভার্টিকাল শেপে আছে। ব‍্যাক প‍্যানেলের মধ্যে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং নিচের দিকে স্পিকার দেওয়া হয়েছে। ফোনের ডান দিকের প্যানেলে ভলিউম ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং নিচে মাইক্রো ইউএসবি মজুদ আছেষষ।

ফিচার আর স্পেশিফিকেশান্স

itel A47 এর ফিচার্স আর স্পেশিফিকেশান্স এর ব‍্যাপারে কথা বললে এই ফোনটি 1440×720 পিক্সেল রেজূলেশান যুক্ত 5.5 ইঞ্চি এর এচডি + ডিসপ্লে সাপোর্ট করে যা কিনা আইপিএস প‍্যানেলে তৈরী। স্ক্রিন এর সুরক্ষার জন্য 2.5 ডি গ্লাস প্রটেক্টর দেওয়া আছে। আইটেল এ47 এ এন্ড্রয়েড 9 পাই ককে ‘গো’ এডিশনে লঞ্চ করা হয়েছে যা 11.4 গীগাহার্টজ ক্লক স্পীড যুক্ত কোয়াড-কোর প্রসেসর এ রান করবে।

আইটেল এ47 ইন্ডিয়ান মার্কেটে 2 জিবি র‍্যামের সাথে প্রবেশ করেছে যার ইন্টারনাল স্টোরেজ 32 জিবি সাপোর্ট করে। এন্ড্রয়েড গো এডিশন হ‌ওয়ায় র‍্যাম ও স্টোরেজ কম হ‌ওয়া সত্ত্বেও ফোন স্মূথ ও ল‍্যাগ ফ্রি পার্ফম করে। এই ফোনে গুগল গো সার্ভিস এক্সেস করা যাবে যা ইন্টারনেটের খরচ কমানোর সাথে ব‍্যাটারির ও অনেক কম ব‍্যবহার করে।

ফোটোগ্রাফি সেগমেন্টের কথা বললে আইটেল A47 ডুয়াল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে 5 মেগাপিক্সেল এর প্রাইমারি সেন্সর দেওয়া আছে যার সাথে এআই লেন্স মজুদ আছে। এই ভাবেই সেল্ফি আর ভিডিও কলিং এর জন্য ফোনে সফ্ট ফ্ল‍্যাশের সাথে 5 মেগাপিক্সেল এর ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া আছে।

itel A47 ডুয়াল সিম ফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচার্স এর সাথে সিকিউরিটি এর জন্য যেখানে ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে সেখানে ফোনে ফেস আনলক ও ফিচার্স ও সাপোর্ট করে। এই ভাবে পাওয়ার ব‍্যাক আপের জন্য ফোনে 3020 এম‌এএচ এর ব‍্যাটারি দেওয়া আছে। আইটেল এ47 কে 5499 টাকা দামে লঞ্চ করা হবে যাতে cosmic purple আর ice Lake Blue কালার ভেরিয়েন্টে কেনা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here