কনফার্ম হল সবচেয়ে সস্তা 256GB স্টোরেজ সহ ফোন itel A70 এর লঞ্চ, আমাজনে লাইভ হল টিজার

আইটেল তাদের সবচেয়ে সস্তা 256GB স্টোরেজ সহ ফোনের লঞ্চ কনফার্ম করে দিয়েছে। খুব তাড়াতাড়ি ভারতের বাজারে এই ফোনটি itel A70 নামে পেশ করা হবে। এবার আমাজনে এই ফোনের টিজার সামনে এসেছে। চলুন দেখে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।

itel A70 এর টিজার এবং ডিজাইন

  • নিচের ছবিতে দেহা যাচ্ছে itel A70 ফোনটি 256GB এবং 128GB স্টোরেজ সহ পেশ করা হবে।
  • এই টিজারে লঞ্চ ডেট লেখা না থাকলেও “কামিং সুন” লেখা রয়েছে, ফোনটি আগামী বছর অর্থাৎ 2024 সালের জানুয়ারি মাসে পেশ করা হবে বলে মনে করা হচ্ছে।
  • ফোনটি ফ্ল্যাট ফ্রেম এবং গ্লাস ফিনিশ ডিজাইনের সঙ্গে দেখা গেছে।
  • ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল AI ম্যাট্রিক্স ক্যামেরাও স্পষ্ট দেখা গেছে।
  • এই ফোনে আইফোনের মতো ডায়নামিক আইল্যান্ড ফিচার এই ফোনে থাকবে বলে টিজার থেকে জানা গেছে।
  • ফোনটি ব্ল্যাক, লাইট ব্লু, ইয়েলো এবং গ্রীন কালারে দেখা গেছে।
  • লিক থেকে জানা গেছে এই ফোনটির দাম 8,000 টাকার চেয়ে কম হবে।
  • এই লিক যদি সত্যি হয় তবে এই ফোনটি এই প্রাইস রেঞ্জের প্রথম 12GB RAM এবং 256GB স্টোরেজ সহ ফোনের স্থান দখল করবে।

itel A70 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: আপকামিং itel A70 ফোনে 6.6 ইঞ্চির এফএইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে এবং এতে সাধারণ রিফ্রেশরেট ও হাই রেজোলিউশন থাকতে পারে।
  • প্রসেসর: পারফরমেন্সের জন্য এতে Unisoc T603 চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে।
  • ক্যামেরা: টিজারের মাধ্যমে জানা গেছে এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। তবে এতে কোন লেন্স থাকবে সেই বিষয়ে কিছু জানা যায়নি।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5000mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
  • স্টোরেজ: itel A70 ফোনটির দুটি স্টোরেজ ভেরিয়েন্ট পেশ করা হবে বলা আশা করা হচ্ছে। এতে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। এছাড়াও ফোনটি 8GB virtual RAM যোগ করা হতে পারে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 গো এডিশনে কাজ করতে পারে।
  • অন্যান্য: itel A70 ফোনে 4G কানেক্টিভিটি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডায়নামিক আইল্যান্ড, ব্লুটুথ, ওয়াইফাই এর মতো ফিচার থাকতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here