স্মার্টফোন ব্র্যান্ড itel তাদের ভারতীয় ফ্যানদের জন্য এই দ্রব্যমুল্য বৃদ্ধির যুগে দাঁড়িয়েও 7,000 টাকার চেয়ে কম দামে itel A90 লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি 12GB RAM, 6.6 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে, 128GB স্টোরেজ, AI Assistant এর মতো ফিচার সহ লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কম দামের itel A90 ফোনের ফিচার এবং দামের ডিটেইলস সম্পর্কে।
itel A90 এর দাম এবং সেল
- itel A90 ফোনটি 4GB +64GB স্টোরেজ ভেরিয়েন্ট মাত্র 6,499 টাকা, তবে 128GB ROM অপশন 6,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
- ভারতের সমস্ত রিটেইল স্টোরের মাধ্যমে এই দুটি ভেরিয়েন্ট সেল করা হচ্ছে। বিশেষ অফারের অধীনে itel A90 ফোনটি কিনলে 100 দিনের ভিতরে স্ক্রিন রিপ্লেয়েসমেন্ট সুবিধা দেওয়া হবে।
- এছাড়াই ইউজাররা বিনামূল্যে 3 মাসের JioSaavn Pro সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। এর ফলে আরও ভালোভাবে বিনোদন উপভোগ করতে পারবেন।
- ভারতে itel A90 ফোনটি Starlit Black এবং Space Titanium কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
itel A90 এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: itel A90 ফোনটিতে 6.6 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটিতে 90Hz রিফ্রেশ রেট, Always-on Display এবং Dynamic Bar এর মতো ফিচার সাপোর্ট করে। এর ফলে ইউজাররা স্ক্রিন পুরোপুরি অন না করেই ব্যাটারি, কল এবং নোটিফিকেশন সম্পর্কে জানতে পারবেন।
প্রসেসর: এই ফোনটিতে স্মুথ প্রসেসিঙের জন্য Octa-Core T7100 প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনটি Android 14 Go Edition অপারেটিং সিস্টেম সহ কাজ করে।
স্টোরেজ: itel A90 ফোনটিতে 4GB RAM সহ 8GB ভার্চুয়াল RAM এর ফিউশন সাপোর্ট করে। এর ফলে স্মুথলি মাল্টিটাস্কিং এবং সুইচিং করা যাবে। এই ফোনটিতে 64GB এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনটিতে 13MP প্রাইমারি রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এর মাধ্যমে ইমেজ প্রসেসিং এবং স্লাইডিং জুম বাটন সহ অসাধারণ ফটো ক্যাপচার করা যায়। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: itel A90 ফোনটিতে 15W চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। একইসঙ্গে 10W চার্জার পাওয়া যাবে।
অন্যান্য: জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP54 রেটিং দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য ফোনটিতে ফেস আনলক এবং সাইড মাউন্টেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো ফিচার যোগ করা হয়েছে।
itel A90 ফোনটিতে DTS সাউন্ড ফিচার ব্যাবহার করা হয়েছে, ফলে ইউজাররা একটি রিচ, ক্রিস্প এবং ইমার্শিভ অডিও উপভোগ করতে পারবেন।
AI পাওয়ার্ড অ্যাসিস্ট্যান্ট Aivana 2.0: বিশেষত্ব হল itel A90 ফোনটিতে ইন-বিল্ট AI অ্যাসিস্ট্যান্ট Aivana 2.0 দেওয়া হয়েছে। এই স্মার্ট অ্যাসিস্ট্যান্ট ডকুমেন্ট থেকে প্রশ্নের উত্তর দিতে পারে, গ্যালারির ইমেজ ডেস্ক্রাইভ করতে পারে, WhatsApp এর ভিডিও ও অডিও কল করতে পারে এবং অন্যান্য ফিচারের সুবিধা পাওয়া যায়। ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী এন্ট্রি-লেভেল সেগমেন্টে প্রথমবার এই ধরনের ফিচার লঞ্চ করা হয়েছে।