Home খবর দেখ নিন ভারতের প্রথম Type-C সহ Keypad Phone, মিটে যাবে চার্জিঙের দুশ্চিন্তা, দামও বাজেটের মধ্যেই

দেখ নিন ভারতের প্রথম Type-C সহ Keypad Phone, মিটে যাবে চার্জিঙের দুশ্চিন্তা, দামও বাজেটের মধ্যেই

টেক মার্কেটে ফিচার ফোনের ক্ষেত্রে আইটেল একটি জনপ্রিয় নাম। গতকাল কোম্পানি ভারতের বাজারে itel Power 450 নামের একটি নতুন কীপ্যাড ফোন পেশ করেছে। এই ফোনটি ভারতের প্রথম Type-C পোর্ট সহ ফিচার ফোনের স্থান দখল করে নিয়েছে। এই ফোনটি মাত্র 1,449 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

Type-C Keypad Phone

এই ফোনটির সবচেয়ে বড় ফিচার হল এই ফোনের ইউএসবি টাইপ সি পোর্ট। আজ পর্যন্ত ভারতের বাজারে কোনো ফোন ইউএসবি টাইপ সি পোর্ট সহ লঞ্চ করা হয়নি। USB Type-C পোর্ট এখন ইউনিভার্সাল ধরে নেওয়া হয়েছে এবং ভারত সরকারের পক্ষ থেকে এর ব্যাবহারকে প্রাধান্য দেওয়া হচ্ছে। iPhone 15 ​সিরিজের মাধ্যমে Apple এই পোর্ট আপন করে নিয়েছে এবং itel Power 450 ফোনটির মধ্য দিয়ে ফিচার ফোনেও এই পোর্টের ব্যাবহার শুরু হল।

itel Power 450 এর ফিচার

itel Power 450 এর স্পেসিফিকেশন

itel Power 450 এর দাম

নতুন itel Power 450 ফোনটি Deep blue, Dark Grey এবং Light Green কালারে পেশ করা হয়েছে। এই ফোনটি মাত্র 1,449 টাকা দামে রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে।