রিলায়েন্স জিও আজকের দিনে দাঁড়িয়ে ভারতের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি এবং এই কোম্পানির কাছে ইউজারদের জন্য সব বাজেটে ও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রিচার্জ প্ল্যান রয়েছে। কোম্পানির 84 দিন ভ্যালিডিটি সহ প্ল্যানগুলি বেশ জনপ্রিয়, কারণ এতে দীর্ঘ ভ্যালিডিটির জন্য আনলিমিটেড ভয়েস কল, ডেটা, SMS এবং Netflix, JioHotstar, SonyLiv, Zee5, Amazon Prime Lite এর মতো বিভিন্ন OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন দেওয়া হয়। এইসহ প্ল্যানের মধ্যেও সব ধরনের ইউজারদের জন্য একাধিক অপশন রয়েছে। শুধুমাত্র কলিং বেনিফিট থেকে শুরু করে হেভি ডেটা ও OTT অ্যাক্সেস সহ সব ক্যাটাগরির প্ল্যান পাওয়া যায়। এই পোস্টে আমরা রিলায়েন্স জিওর 84 দিন ভ্যালিডিটি সহ প্রিপেইড প্ল্যানের লিস্ট শেয়ার করেছি, যা সব ধরনের ইউজারদের সঠিক প্ল্যান বেছে নিতে সাহায্য করবে।
নোট: জিওর অফিসিয়াল ওয়েবসাইটে প্রিপেইড প্ল্যান সংক্রান্ত অন্যান্য তথ্য জানার জন্য এখানে ক্লিক করুন।
জিওর 84 দিন ভ্যালিডিটি সহ প্রিপেইড প্ল্যানের লিস্ট
| প্ল্যান | ডেটা + কলিং + ভ্যালিডিটি | OTT / এক্সট্রা বেনিফিট |
| ₹448 | ডেটা পাওয়া যায় না, আনলিমিটেড ভয়েস কল + 1000 SMS, 84 দিন | JioTV, JioAICloud |
| ₹799 | 1.5GB/দিন (126GB), আনলিমিটেড ভয়েস কল + 100 SMS/দিন, 84 দিন | JioTV, JioAICloud, JioHotstar (90 দিন) |
| ₹859 | 2GB/দিন (168GB), আনলিমিটেড ভয়েস কল + 100 SMS/দিন, 84 দিন | JioHotstar (90 দিন), JioTV, JioAICloud |
| ₹889 | 1.5GB/দিন (126GB), আনলিমিটেড ভয়েস কল + 100 SMS/দিন, 84 দিন | JioSaavn Pro, JioHotstar (90 দিন), JioTV, JioAICloud |
| ₹949 | 2GB/দিন (168GB), আনলিমিটেড ভয়েস কল + 100 SMS/দিন, 84 দিন | JioHotstar (84 দিন), JioTV, JioAICloud |
| ₹1028 | 2GB/দিন (168GB), আনলিমিটেড ভয়েস কল + 100 SMS/দিন, 84 দিন | Swiggy One Lite (90 দিন), ₹50 Cashback, JioHotstar (90 দিন), JioTV, JioAICloud |
| ₹1029 | 2GB/দিন (168GB), আনলিমিটেড ভয়েস কল + 100 SMS/দিন, 84 দিন | Amazon Prime Lite (84 দিন), JioHotstar (90 দিন), JioTV, JioAICloud |
| ₹1049 | 2GB/দিন (168GB), আনলিমিটেড ভয়েস কল + 100 SMS/দিন, 84 দিন | SonyLiv + Zee5, JioHotstar (90 দিন), JioTV, JioAICloud |
| ₹1199 | 3GB/দিন (252GB), আনলিমিটেড ভয়েস কল + 100 SMS/দিন, 84 দিন | JioHotstar (90 দিন), JioTV, JioAICloud |
| ₹1299 | 2GB/দিন (168GB), আনলিমিটেড ভয়েস কল + 100 SMS/দিন, 84 দিন | Netflix Mobile + JioHotstar (90 দিন), JioTV, JioAICloud |
| ₹1799 | 3GB/দিন (252GB), আনলিমিটেড ভয়েস কল + 100 SMS/দিন, 84 দিন | Netflix Basic + Hotstar (90 দিন), JioTV, JioAICloud |
| ₹2099 | 5GB/দিন (420GB) + 48GB Extra, আনলিমিটেড ভয়েস কল + 100 SMS/দিন, 98 দিন (84+14) | JioTV, JioAICloud |
জিওর ₹448 প্রিপেইড প্ল্যান
Jio এর ₹448 প্রিপেইড প্ল্যানটি একটি ভয়েস অনলি প্ল্যান। যেসব ইউজাররা ডেটার পরিবর্তে প্রচুর পরিমাণে কল করেন তাদের জন্য এই প্ল্যানটি সেরা। এই প্ল্যানটিতে আনলিমিটেড ভয়েস কল (লোকাল এবং STD) এবং মোট 1000 SMS এই প্ল্যানে কোনো ডেটা পাওয়া যায় না। প্ল্যানটির ভ্যালিডিটি 84 দিন। এর সঙ্গে JioTV এবং JioAICloud এর ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হয়।
জিওর ₹799 প্রিপেইড প্ল্যান
Jio এর ₹799 প্ল্যানটি মাঝারি ডেটা ইউজারদের জন্য ভালো। এতে প্রতিদিন 1.5GB ডেটা (মোট 126GB), আনলিমিটেড লোকাল ও STD কল এবং প্রতিদিন 100 SMS পাওয়া যায়। এই প্ল্যানটির ভ্যালিডিটি 84 দিন। এর সঙ্গে JioTV এবং JioAICloud এর ফ্রি অ্যাক্সেস পাওয়া যায়। এছাড়াও এই প্ল্যানটি রিচার্জ করলে ইউজারদের 90 দিনের জন্য জিও হটস্টার মোবাইল-টিভির সাবস্ক্রিপশন দেওয়া হয়। এই প্ল্যানটি সোশ্যাল মিডিয়া, ভিডিও কল এবং ভিডিও স্ট্রিমিঙের জন্য যথাযথ। দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে যাওয়ার পর ইউজাররা 64Kbps স্পীডে ডেটা ব্যাবহার করতে পারবেন। এই প্ল্যানটি ওয়েবসাইটে দেখা না গেলেও মাই জিও অ্যাপে লিস্টেড রয়েছে।
জিওর ₹859 প্রিপেইড প্ল্যান
কোম্পানির ₹859 টাকা দামের প্ল্যানটিতে প্রতিদিন 2GB ডেটা (মোট 168GB), আনলিমিটেড লোকাল ও STD কল এবং ডেইলি 100 SMS পাওয়া যায়। এই প্ল্যানে 90 দিনের জন্য জিও হটস্টার মোবাইল-টিভির সাবস্ক্রিপশন বিনামূল্যে দেওয়া হয়। এছাড়াও রয়েছে JioTV এবং JioAICloud এর ফ্রি অ্যাক্সেস। প্ল্যানটির ডেইলি ডেটা লিমিট শেষ হয়ে যাওয়ার পর 64Kbps স্পীডে ইন্টারনেট ব্যাবহার করা যায়।
জিওর ₹889 প্রিপেইড প্ল্যান
Jio এর ₹889 প্ল্যানটি মূলত মিউজিক প্রেমীদের জন্য ডিজাইন করা হয়েছে। এতে প্রতিদিন 1.5GB ডেটা (মোট 126GB), আনলিমিটেড লোকাল এবং STD কল, ডেইলি 100 SMS দেওয়া হয়। এই প্ল্যানটির ভ্যালিডিটি 84 দিন। এতে JioSaavn Pro, JioTV এবং JioAICloud অ্যাক্সেস পাওয়া যায়। এছাড়াও এই প্ল্যানটির সঙ্গে 90 দিনের জন্য জিও হটস্টার মোবাইল-টিভির ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হয়। এই প্ল্যানটির ডেটা লিমিট শেষ হয়ে গেলেও 64Kbps স্পীডে ডেটা ব্যাবহার করা যায়।
জিওর ₹949 প্রিপেইড প্ল্যান
এটি জিওর ট্রু 5G প্ল্যান। ₹949 টাকা দামের এই প্ল্যানে ডেইলি 2GB ডেটা (মোট 16GB), আনলিমিটেড লোকাল-STD কল এবং প্রতিদিন 100 SMS দেওয়া হয়। 84 দিন ভ্যালিডিটি সহ এই প্ল্যানটিতে 84 দিনের জন্য জিও হটস্টার মোবাইল-টিভির সাবস্ক্রিপশন পাওয়া যায় সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও থাকবে JioTV এবং JioAICloud এর ফ্রি অ্যাক্সেস। দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে যাওয়ার পর 64Kbps স্পীডে ইন্টারনেট ব্যাবহার করা যায়।
জিওর ₹1028 প্রিপেইড প্ল্যান
Jio এর ₹1028 দামের প্ল্যানটিতে প্রতিদিন 2GB ডেটা (মোট 168GB), আনলিমিটেড লোকাল-STD ভয়েস কল এবং ডেইলি 100 SMS পাওয়া যায়। 84 দিন ভ্যালিডিটির এই প্ল্যানে Swiggy One Lite এর 90 দিনের মেম্বারশিপ এবং ₹50 ক্যাশব্যাক দেওয়া হয়। এছাড়াও জিও হটস্টার (90 দিন), JioTV এবং JioAICloud এর ফ্রি অ্যাক্সেস পাওয়া যায়। ডেইলি ডেটা লিমিট শেষ হয়ে যাওয়ার পর 64Kbps স্পীডে ডেটা ব্যাবহার করা যায়।
জিওর ₹1029 প্রিপেইড প্ল্যান
জিও ট্রু 5G ₹1029 প্ল্যানে ইউজারদের প্রতিদিন 2GB ডেটা (মোট 168GB), আনলিমিটেড লোকাল-STD ভয়েস কল এবং ডেইলি 100 SMS বিনামূল্যে দেওয়া হয়। 84 দিন ভ্যালিডিটি সহ এই প্ল্যানে 84 দিনের Amazon Prime Lite সাবস্ক্রিপশন এবং 90 দিনের জিও হটস্টার মোবাইল-টিভির সাবস্ক্রিপশন পাওয়া যায়। এছাড়াও JioTV এবং JioAICloud এর ফ্রি অ্যাক্সেস আছেই। ডেইলি ডেটা লিমিট শেষ হয়ে যাওয়ার পর 64Kbps স্পীডে ইন্টারনেট ডেটা ব্যাবহার করা যায়।
জিওর ₹1049 প্রিপেইড প্ল্যান
জিওর ₹1049 দামের প্ল্যানটি একটি প্রিমিয়াম অপশন। এতে প্রতিদিন বিনামূল্যে 2GB ডেটা (মোট 168GB), আনলিমিটেড লোকাল-STD ভয়েস কল এবং ডেইলি 100 SMS পাওয়া যায়। 84 দিন ভ্যালিডিটির এই প্ল্যানটিতে জিওটিভি মোবাইল অ্যাপের মাধ্যমে SonyLIV এবং Zee5 এর ফ্রি সাবস্ক্রিপশন উপভোগ করা যায়। এছাড়াও জিও হটস্টার (90 দিন), JioTV এবং JioAICloud এর ফ্রি অ্যাক্সেস পাওয়া যায়। দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে যাওয়ার পর 64Kbps স্পীডে ইন্টারনেট উপভোগ করা যায়।
জিওর ₹1199 প্রিপেইড প্ল্যান
কোম্পানির ₹1199 দামের প্ল্যানটি মূলত হেভি ডেটা ইউজারদের জন্য। এতে প্রতিদিন 3GB ডেটা (মোট 252GB), আনলিমিটেড লোকাল-STD ভয়েস কল এবং ডেইলি 100 SMS বিনামূল্যে দেওয়া হয়। 84 দিন ভ্যালিডিটি সহ এই প্ল্যানটি 4K স্ট্রিমিং, গেমিং এবং মাল্টি ডিভাইস ইউজের জন্য বেস্ট। এই ট্রু 5G প্ল্যানের মাধ্যমে জিও হটস্টার (90 দিন), JioTV এবং JioAICloud অ্যাক্সেস করা যায়। ডেইলি ডেটা লিমিট শেষ হয়ে যাওয়ার পর 64Kbps স্পীডে ইন্টারনেট ব্যাবহার করা যায়।
জিওর ₹1299 প্রিপেইড প্ল্যান
কোম্পানির এই ₹1299 দামের প্ল্যানটি রিচার্জ করে প্রতিদিন বিনামূল্যে 2GB ডেটা (মোট 168GB), আনলিমিটেড লোকাল-STD ভয়েস কল এবং ডেইলি 100 SMS পাওয়া যায়। এই প্ল্যানটিতে Netflix মোবাইল এবং জিও হটস্টার (90 দিন) সাবস্ক্রিপশন দেওয়া হয়। এছাড়াও রয়েছে JioTV এবং JioAICloud এর ফ্রি অ্যাক্সেস। ডেইলি ডেটা লিমিট শেষ হয়ে যাওয়ার পর 64Kbps স্পীডে ইন্টারনেট ব্যাবহার করা যায়।
জিওর ₹1799 প্রিপেইড প্ল্যান
₹1799 দামের প্ল্যানটিতে প্রতিদিন 3GB ডেটা (মোট 252GB), আনলিমিটেড লোকাল-STD ভয়েস কল এবং ডেইলি 100 SMS পাওয়া যায়। এই প্ল্যানের সঙ্গে Netflix বেসিক এবং জিও হটস্টার (90 দিন) সাবস্ক্রিপশন দেওয়া হয়। এছাড়াও এতে JioTV এবং JioAICloud এর ফ্রি অ্যাক্সেস পাওয়া যায়। ডেইলি ডেটা লিমিট শেষ হয়ে যাওয়ার পর 64Kbps স্পীডে ইন্টারনেট ব্যাবহার করা যায়।
জিওর ₹2099 প্রিপেইড প্ল্যান
জিওর ₹2099 দামের প্ল্যানটি সবচেয়ে প্রিমিয়াম 84 দিন ভ্যালিডিটি সহ প্ল্যান। এতে প্রতিদিন 5GB ডেটা (মোট 420GB) এর সঙ্গে অতিরিক্ত 48GB ডেটা, আনলিমিটেড লোকাল-STD ভয়েস কল এবং ডেইলি 100 SMS দেওয়া হয়। এই প্ল্যানটিতে 84+14 দিন (মোট 98 দিন) ভ্যালিডিটি পাওয়া যায়। এর সঙ্গে এতে JioTV এবং JioAICloud ফ্রি অ্যাক্সেস দেওয়া হয়। হেভি ডেটা ইউজার, গেমার এবং মাল্টি ডিভাইস ইউজের জন্য এই প্ল্যানটি সেরা। ডেইলি ডেটা লিমিট শেষ হয়ে যাওয়ার পর 64Kbps স্পীডে ইন্টারনেট ব্যাবহার করা যায়।









