এয়ারটেল ও ভোডাফোনকে পিছিয়ে এপ্রিল মাসে জিও পেয়েছে 96 লক্ষ নতুন সাবস্ক্রাইবার

ইন্ডিয়ান টেলিকম মার্কেটে প্রতিযোগিতায় কোন খামতি দেখা যাচ্ছে না। রিলায়েন্স জিও, ভোডাফোন, এয়ারটেল ও আইডিয়ার সঙ্গে সঙ্গে সরকারি কোম্পানি বিএস‌এন‌এল‌ও বাজারে নিজের জায়গা ধরে রেখে কাস্টমারদের সস্তায় আকর্ষণীয় প্ল্যান দেওয়ার দৌড়ে নেমে পড়েছে। গত কয়েক সপ্তাহে কোম্পানিগুলি যেমন নতুন প্ল্যান এনেছে তেমন পুরোনো প্ল‍্যানগুলিও আপডেট করেছে। এই পরিবর্তনের ফলে কোন কোম্পানি কত বেশি জনপ্রিয় হয়ে উঠেছে তা এখন বলা সম্ভব নয়, তবে এপ্রিল মাসে কোন কোম্পানি কি অবস্থায় ছিল সে সম্পর্কে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) একটি রিপোর্ট পেশ করে দেশের বিভিন্ন টেলিকম কোম্পানির ইউজার ও সাবস্ক্রাইবারদের সম্পর্কে বেশ কিছু তথ্য জানা গেছে। এটি মূলত এপ্রিল মাসের রিপোর্ট এবং এর থেকে কোন কোম্পানিতে কত নতুন সাবস্ক্রাইবার যোগ হয়েছে এবং কোন কোম্পানি থেকে কত সাবস্ক্রাইবার চলে গেছে তাও জানা গেছে।

রিপোর্ট অনুযায়ী এপ্রিলে রিলায়েন্স জিও সবচেয়ে মজবুত জায়গা দখল করতে রেখেছিল। রিলায়েন্স জিওতে এপ্রিল মাসে 96 লক্ষ সাবস্ক্রাইবার যোগ হয়। এই সংখ্যা অন্য সব কোম্পানির সাবস্ক্রাইবার সংখ্যা বৃদ্ধির চেয়ে অনেক বেশি। মার্চে জিওর ক্ষেত্রে এই সংখ্যা ছিল 94 লক্ষ। দ্বিতীয় স্হানে 55 লক্ষ সাবস্ক্রাইবার বৃদ্ধির সঙ্গে জায়গা করে নিয়েছে আইডিয়া।

জিও ইউজারদের জন্য অত্যন্ত কার্যকর এই ট্রিক

জিওর অন‍্যতম প্রতিদ্বন্দ্বী এয়ারটেল এই লিস্টে তৃতীয় স্থান দখল করেছে। এপ্রিলে এয়ারটেল 45 লক্ষ সাবস্ক্রাইবার যোগ করেছে। বিএস‌এন‌এল 7 লক্ষ ও ভোডাফোন 5 লক্ষ সাবস্ক্রাইবার যোগ করে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্হান অধিকার করেছে।

ট্রাইয়ের রিপোর্ট অনুযায়ী দেশের টেলিকম বাজারে মার্চের থেকে এপ্রিলে বেশি সংখ্যক সাবস্ক্রাইবার বেড়েছে। মার্চের শেষে পুরো দেশের মোট টেলিকম সাবস্ক্রাইবার সংখ্যা ছিল 120.62 কোটি। কিন্তু এপ্রিল মাসে সেই সংখ্যা 4.85 শতাংশ কমে মোট সাবস্ক্রাইবার সংখ্যা দাড়ায় 114. 71 কোটি।

দেশের ব্রডব্যান্ড বাজারেও রিলায়েন্স জিও সবচেয়ে বেশী সাবস্ক্রাইবার পেয়েছে। রিলায়েন্স জিওর মোট ব্রডব্যান্ড সাবস্ক্রাইবার সংখ্যা 19.619 কোটি এবং এয়ারটেলের মোট ব্রডব্যান্ড সাবস্ক্রাইবার সংখ্যা 8.970 কোটি। ভোডাফোন ব্রডব‍্যান্ড সাবস্ক্রাইবারের মোট সংখ্যা 5.991 কোটি এবং আইডিয়ার ক্ষেত্রে সংখ‍্যাটি 4.241 কোটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here