এসে গেছে নতুন OnePlus Buds 3, 44 ঘন্টা পর্যন্ত চলবে ব্যাটারি, জেনে নিন দাম

গত মাসে চীনে লঞ্চের পর এবার ভারতে OnePlus Buds 3 পেশ করা হয়েছে। কোম্পানির নতুন OnePlus 12 এবং OnePlus 12R ফোনের সঙ্গেই এই ইয়ারবাড মারেতে লঞ্চ করা হয়েছে। এই নতুন হাই এন্ড ইয়ারবাডে অ্যাক্টিভ নয়েস ক্যানসেলেশন, IP55 রেটিং, টাচ কন্ট্রোল, এলএইচডিসি 5.0 Hi-Res অডিও সাপোর্ট, ডুয়েল ডায়নামিক ড্রাইভারের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে।

OnePlus Buds 3 এর দাম এবং সেল

  • ভারতে OnePlus Buds 3 এর দাম 5,499 টাকা। আগামী 6 ফেব্রুয়ারি থেকে ওয়ানপ্লাস ডট ইন, আমাজন, ক্রোমা এবং অন্যান্য ওপ্পো পার্টনার স্টোরের মাধ্যমে এই ডিভাইস সেল করা হবে।
  • আরসিসি মেম্বাররা 1,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং 800 টাকা এক্সট্রা ডিসকাউন্ট পাবেন।
  • নতুন OnePlus Buds 3 মেটালিক গ্রে এবং স্প্লেন্ডিড ব্লু কালারে পেশ করা হয়েছে।

OnePlus Buds 3 এর স্পেসিফিকেশন এবং ফিচার

  • এতে 10.4mm বুফার্স এবং 6mm টুইটার ডুয়েল ড্রাইভার দেওয়া হয়েছে। এতে কোম্পানি মোট 6 মাইক্রোফোন যোগ করেছে।
  • দুটি ইয়ারবাডে 3-3 মাইক্রোফোন দেওয়া হয়েছে যার ফলে আওয়াজ শুনতে কোনো সমস্যাই হবে না।
  • কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে ব্লুটুথ 5.3 রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ইয়ারবাড 10 মিটার পর্যন্ত দুরত্বে কানেক্টিভিটি দিতে সক্ষম।
  • এতে 58mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এএনসি সাপোর্ট সহ এই বাড 6.5 ঘন্টা প্লেব্যাক দিতে পারে। তবে এএনসি অফ থাকলে ব্যাকআপ বেড়ে 10 ঘন্টা হয়ে যায়।
  • এই ইয়ারবাডের চার্জিং কেসে 520mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 28 ঘন্টা ব্যাকআপ দিতে পারে।
  • এই ইয়ারবাড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানি জানিয়েছে এটি মাত্র 10 মিনিট চার্জ করে 7 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যায়।
  • এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এতে IP55 রেটিং আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here