Reliance Jio তাদের 5G ইউজারদের জন্য একটি দুর্দান্ত অফার লঞ্চ করেছে। এই অফার শুধুমাত্র কিছু বাছাই করা ইউজারদের জন্য প্রযোজ্য। এই অফারটি বিশেষ করে 5G FWA (ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস) কানেকশনের ইউজারদের জন্য পেশ করা হয়েছে। অর্থাৎ যেসব ইউজাররা জিও 5G ব্যাবহার করেন না, তাঁরা এই অফারের সুবিধা উপভোগ করতে পারবেন না। কোম্পানির পক্ষ থেকে ইউজারদের এই অফার সম্পর্কে ম্যাসেজের মাধ্যমে জানানো হচ্ছে। এই অফার হিসেবে জিও তাদের 5G ইউজারদের 1,111 টাকায় 50 দিনের জন্য এয়ার ফাইবার কানেকশন দিচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক জিওর নতুন অফার ডিটেইলস সম্পর্কে।
1111 টাকায় 50 দিন চালানো যাবে AirFiber, সঙ্গে ফ্রি ইনস্টলেশন
আমাদের টীমের এক সদস্যকে কোম্পানি ম্যাসেজ পাঠিয়ে Jio AirFiber এর নতুন অফার সম্পর্কে জানিয়েছে। এই ম্যাসেজে লেখা রয়েছে, শুধুমাত্র যেসব ইউজাররা আগের থেকেই 5G ব্যাবহার করেন, তাঁরা এই নতুন জিও এয়ারফাইবার অফার পাবেন। অন্যদিকে জিও তাদের 5G ইউজারদের ম্যাসেজ পাঠিয়ে শুধুমাত্র 1,111 টাকায় 50 দিনের ভ্যালিডিটি সহ নতুন এয়ারফাইবার কানেশন বুক করতে এবং এর বেনিফিট উপভোগ করতে পারবেন বলে জানানো হচ্ছে।
ছাড়াও কোম্পানির পক্ষ থেকে এই অফার সহ ইউজারদের জন্য 1,000 টাকার ইন্সটলেশন ফিস ফ্রি করে দেওয়া হচ্ছে। অর্থাৎ বর্তমানে কোনো ধরনের ইন্সটলেশন চার্জ ছাড়াই এয়ারফাইবার ইন্সটল করা যাবে। এর আগে পর্যন্ত দীপাবলি অফার সহ জিওর 3, 6 এবং 12 মাসের প্ল্যান সহ নতুন এয়ারফাইবার কানেকশনের জন্য ইন্সটলেশন ফিস ফ্রি করে দেওয়া হয়েছিল। তবে এবার 50 দিনের অফার সহ ফ্রি ইন্সটলেশন পাওয়া যাচ্ছে।
Jio AirFiber প্ল্যানের ডিটেইলস
- Jio AirFiber Rs 599 Plan: এই প্ল্যানের দাম 599 টাকা রয়েছে। তবে এই দামের উপর GST আলাদাভাবে দিতে হবে। এছাড়াও এই প্ল্যানে 30Mbps আনলিমিটেড ডেটা স্পীড, Disney+Hotstar, SonyLIV, Zee5 এবং 11 অন্যান্য OTT অ্যাক্সেস সুবিধা রয়েছে। এই প্ল্যানটি ইউজাররা 6 মাস এবং 12 মাসের জন্য কিনতে পারবেন।
- Jio AirFiber Rs 899 Plan: এই প্ল্যানের দাম 899 টাকা রয়েছে, এতে আলাদাভাবে GST যোগ করা হবে। এই প্ল্যানে 100Mbps আনলিমিটেড ডেটা স্পীড পাওয়া যাবে। এই প্ল্যানটি 6 মাস এবং 12 মাসের জন্য কিনতে পারবেন। এছাড়াও এই প্ল্যানে OTT প্ল্যাটফর্ম অ্যাক্সেস সুবিধা রয়েছে।
- Jio AirFiber Rs 1,199 Plan: এই প্ল্যানে ইউজাররা 100Mbps আনলিমিটেড ডেটা স্পীড পেয়ে যাবেন। অন্যদিকে এই প্ল্যানের দাম 1199 টাকা + GST রয়েছে। একইসঙ্গে এই প্ল্যানে Netflix, Amazon Prime Video, Disney+ Hotstar এবং 13 অন্যান্য অ্যাপ অ্যাক্সেসেসের সুবিধা দেওয়া হয়।
- Jio AirFiber Max Rs 1,499 Plan: এই প্ল্যানে ইউজাররা 300Mbps আনলিমিটেড ডেটা স্পীড পেয়ে যাবেন। একইসঙ্গে এই প্ল্যানে Netflix, Amazon Prime Video, Disney+ Hotstar এবং 13 অন্যান্য অ্যাপ অ্যাক্সেসেসের সুবিধা দেওয়া হয়। অন্যদিকে এই প্ল্যানের দাম টাকা + GST রয়েছে। এই প্ল্যানটি 6 মাস এবং 12 মাসের জন্য কিনতে পারবেন।
- Jio AirFiber Max Rs 2,499 Plan: এয়ারফাইবার ম্যাক্স এই প্ল্যানে 500Mbps আনলিমিটেড ডেটা স্পীড পাওয়া যায়। একইসঙ্গে এই প্ল্যানে Netflix, Amazon Prime, Disney+ Hotstar এবং অন্যান্য অ্যাপ অ্যাক্সেসেসের সুবিধা দেওয়া হয়।
- Jio AirFiber Max Rs 3,999 Plan: জিও এয়ারফাইবার ম্যাক্স সবচেয়ে দামী প্ল্যান, এই প্ল্যানে ইউজারদের 1Gbps আনলিমিটেড ডেটা স্পীড দেওয়া হয়। একইভাবে এই প্ল্যানে সমস্ত OTT অ্যাপ অ্যাক্সেসেসের সুবিধা পাওয়া যায়।