Nothing Phone 2 লঞ্চের আগই লিক হল স্পেসিফিকেশন এবং দাম, জেনে নিন ডিটেইলস

Highlights

  • Nothing Phone (2) 11 জুলাই লঞ্চ হবে।
  • এই ফোনে Qualcomm Snapdragon 8 Plus Gen 1 চিপসেট থাকতে পারে।
  • এই ফোনে 50 মেগাপিক্সেল IMX890 প্রাইমারি লেন্স পাওয়া যাবে।

Nothing কোম্পানির দ্বিতীয় স্মার্টফোন Nothing Phone 2 ফোনটি 11 জুলাই লঞ্চ হতে চলেছে। কোম্পানি এই ফোনের টিজার ইমেজ শেয়ার করেছে। এই ডিভাইসটি লঞ্চের আগেই টিপস্টার সোশ্যাল মিডিয়ায় এই ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দামের ডিটেইলস জানিয়েছে। সেটাই আপনাদের এই পোস্টে জানানো হল। আরও পড়ুন: এই তিনটি প্ল্যানে প্রতিদিন 5GB ডেটা দিচ্ছে Jio, জেনে নিন কোন প্ল্যানে পাবেন বেশি সুবিধা

Nothing Phone 2 ফোনের দাম (লিক)

টিপস্টারের মতে এই ফোনটি 42,000 টাকা বা 43,000 টাকা দামে লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। এটি এই ফোনের টপ মডেলের দাম হতে পারে। যেখানে 8GB RAM + 256GB স্টোরেজ থাকতে পারে। এই ফোনের বেস ভেরিয়েন্টের দাম 38,000 টাকা পর্যন্ত হতে পারে।

Nothing Phone 2 ফোনের স্পেসিফিকেশন (লিক)

টিপস্টার যোগেশ্বর ব্রার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে Nothing Phone (2) ফোনের প্রায় সমস্ত স্পেসিফিকেশন এবং দাম শেয়ার করেছেন।

  • ডিসপ্লে: এই ফোনে একটি 6.7-ইঞ্চি FHD Plus OLED ডিসপ্লে দেওয়া যেতে পারে। যা 120Hz রিফ্রেশরেট এবং হাই রেজলিউশন সাপোর্ট করবে।
  • প্রসেসর: এই ফোনে মার্কেটের সেরা Qualcomm Snapdragon 8 Plus Gen 1 চিপসেট দেওয়া যেতে পারে।
  • সিকিউরিটি: সিকিউরিটির জন্য এই ফোনে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IP রেটিং থাকতে পারে।
  • ক্যামেরা: এই স্মার্টফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ফোনে 50 মেগাপিক্সেল IMX890 প্রাইমারি ক্যামেরা লেন্স OIS সাপোর্ট সহ পাওয়া যাবে। এছাড়াও এই ফোনে আরেকটি 50 মেগাপিক্সেল (UW) (JN1) লেন্স থাকতে পারে।
  • ব্যাটারি: এই ডিভাইসটিতে একটি 4700mAh ব্যাটারি থাকতে পারে যা 33W বা 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
  • OS: এই ডিভাইসটি Android 13 বেসড Nothing OS 2.0-এ রান করতে পারে।
  • অন্যান্য: এই ফোনে 3+4 বছরের সিকিউরিটি এবং OS আপডেট দেওয়া হতে পারে।
  • স্টোরেজ: যদিও লিক রিপোর্টে স্টোরেজ অপশনের কথা বলা হয়নি, তবে অনুমান করা হচ্ছে যে এই ডিভাইসটি 8GB পর্যন্ত RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here