শীঘ্রই লঞ্চ হবে Jio এর নতুন 4G ফোন Jio Bharat V1

Jio ফোন ইউজারদের জন্য বড় খবর। কোম্পানি আবার তাদের Jio 4G ফিচার ফোন আনতে চলেছে। এই ফোনটি শীঘ্রই রিটেল স্টোরে সেলের জন্য পাওয়া যাবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এবার ফোনটি অন্য নামে মার্কেটে আসছে এবং এই নতুন ফোনটি পুরনো ফোনের তুলনায় কম দামে সেলের জন্য পাওয়া যেতে পারে। নতুন ফোনের ছবি থেকে এটা স্পষ্ট যে এই ফোনের স্ক্রিন ছোট হবে। আরও পড়ুন: Geekbench এ তালিকাভুক্ত iQOO 11S স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

লিক রিপোর্ট অনুযায়ী এবার কোম্পানি Jio Bharat V1 4G নামে একটি লো বাজেট ফিচার ফোন আনতে চলেছে। এই ফোনের বিষয়ে ইন্টারনেটে কিছু তথ্য সামনে এসেছে, আমরাও মুম্বাই-ভিত্তিক একটি রিটেইলারের কাছে থেকে এই ফোনটির সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়েছে। যদিও এটি Jio-এর লো বাজেট 4G ফিচার ফোন, তবে আপনি এতে কিছু আপগ্রেডও দেখতে পাবেন।

কেমন হবে Jio Bharat V1 4G ফোন?

যেমনটা আপনারা ফটোতে দেখতে পাচ্ছেন যে Jio Bharat V1 4G ফোন পুরানো Jio ফোনের মতোই হবে , তবে আগে যেখানে ফ্রন্টে Jio-এর লোগো দেখা যেত, এবার কোম্পানি লিখেছে ‘Bharat’ যার মানে হল এবার ফোনটির ব্র্যান্ডিং সম্পূর্ণ ভিন্নভাবে দেখা যাবে। আরও পড়ুন: 7 জুলাই ভারতে লঞ্চ হবে Samsung Galaxy M34 5G ফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

ফোনের স্ক্রিনের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে এই ফোনের স্ক্রিনটি আগের Jio ফোনের চেয়ে ছোট হবে। স্ক্রিনে Jio Saavn এবং Jio Cinema সহ আরও একটি লোগো দেখা যাচ্ছে। যার মানে ফোনে Jio অ্যাপ সাপোর্ট করবে। এই ফোনে আগের মতো কীপ্যাড রয়েছে, এখানে কোন আপগ্রেড করা হয়নি।

ফোনটির সম্পর্কে রিটেইলারের বক্তব্য

আমরা যখন Jio এর একজন রিটেইলারের সাথে এই ফোনটির বিষয়ে কথা বলি, তখন তিনি জানান যে কোম্পানি এই বিষয়ে একটি দীর্ঘ পরিকল্পনা করছে। এই ফোনটি পরবর্তী সময়ে 5G তে আপগ্রেড করা যেতে পারে। যদিও আমরা জানি যে 5G নেটওয়ার্ক সাপোর্টের জন্য, ফোনের চিপসেটটি 5G সাপোর্টেড হওয়া আবশ্যক, কিন্তু এই ফোনে সেটা দেখা যায় না। তবে একটি বিষয় খেয়াল করতে হবে যে ফোনটির নামে V1 আছে অর্থাৎ এটি Bharat ভার্সন 1 নামে মার্কেটে আসবে। হয়তো কোম্পানি Bharat Phone ভার্সন 2 বা ভার্সন 3 থেকে 5G ফিচার ফোন লঞ্চ করবে, তবে এই মুহূর্তে এই বিষয়ে কিছু বলা সম্ভব নয়। আরও পড়ুন: লিক হল Realme Narzo 60 সিরিজের স্মার্টফোনের লুক এবং ডিজাইন, জেনে নিন ফিচার

Jio Bharat Phone V1 4G ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে এই মুহূর্তে কোনও তথ্য সামনে আসে নি, তবে আশা করা হচ্ছে যে পুরোনো ফোনের থেকেও কিছুটা কম দামে পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here