এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়ার পরে 1 ডিসেম্বর থেকে Reliance Jio প্রিপেইড প্ল্যানেরও দাম বেড়ে গেছে। দেশের সবচেয়ে বড়ো এই মোবাইল সার্ভিস প্রোভাইডার কোম্পানি গত মাসে ট্যারিফ বাড়ানোর ঘোষণা করেছিল, যার পরে থেকে এখন ইউজারদের বেশি টাকা দিয়ে রিচার্জ করতে হচ্ছে। কিন্তু এখনো জিওর কাছে এরকম কিছু প্ল্যান আছে যা আপনার পকেটে বেশি প্রভাব ফেলবে না এবং সম্পূর্ণ মাস ফ্রি কলিং সহ ডেটার সুবিধাও পাওয়া যাবে। যদি আপনিও জিওর সবচেয়ে সস্তা মান্থলি রিচার্জ প্ল্যানের খোঁজ করছেন, তাহলে আপনাকে এই আর্টিকেলের মাধ্যমে এই রিচার্জের সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানিয়ে দিই।
Jio এর সবচেয়ে সস্তা মান্থলি রিচার্জ প্ল্যান
আমরা কথা বলতে চলেছি জিওর 155 টাকার প্ল্যানের, যেটিকে কোম্পানি নিজের ‘ভ্যালু’ প্ল্যানের লিস্টে যোগ করেছে। এই প্ল্যানে ইউজাররা 28 দিনের ভ্যালিডিটি পাবে। এই প্ল্যানটিতে ইউজাররা মোট 300 এসএমএস সহ আনলিমিটেড কলের সার্ভিস পাবে। এছাড়া ইউজাররা মোট 2GB ইন্টারনেট ডেটা পাবে, যার পরে 64 Kbps স্পীডে নেট ব্যবহার করতে পারবে। এই প্ল্যানটিতে কিছু Jio অ্যাপের সুবিধাও পাওয়া যাবে, যেমন- Jio Cinema, Jio TV এবং আরও অনেক কিছু।
নোট: যারা হাই-স্পীড ডেটার ব্যবহার করে, তাদের চিন্তিত হওয়ার প্রয়োজন নেই কারন Jio কোম্পানির ডেটা অ্যাড-অন প্ল্যান 15 টাকা শুরু হয়। আপনি জিওর ওয়েবসাইট থেকে রিলায়েন্স জিওর সমস্ত ডেটা অ্যাড-অন ভাউচারের তথ্য পেয়ে যাবেন।
জিও কোম্পানিকে করতে হবে বড়ো ধাক্কার সম্মুখীন
কানাঘুষো শোনা যাচ্ছে যে টেলিকম রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়া (TRAI) এর বিগত দিনে পেশ করা একটি লেটেস্ট রিপোর্ট অনুযায়ী রিলায়েন্স জিও সেপ্টেম্বর মাসে 19 মিলিয়ন গ্রাহকদের হাড়িয়েছে। এর পরে জিওর গ্রাহকের সংখ্যায় হঠাৎই কমতি লক্ষ করা গেছে। আবার জিও ছাড়া Airtel এর লাভ হয়েছে। সেপ্টেম্বর মাসে এয়ারটেলের সাথে 0.27 মিলিয়ন অর্থাৎ 2.7 লাখ গ্রাহক যোগ হয়েছে।
জিওর জন্য এই খবরটি সত্যি হতাশজনক কারন বিগত দিনে কোম্পানি নিজের সবচেয়ে সস্তা 4জি স্মার্টফোনটিকে পেশ করেছিল, যার পরে আশা করা হচ্ছিল যে জিওর গ্রাহকের সংখ্যা বাড়তে পারে। কিন্তু সেপ্টেম্বর মাসে জিওর গ্রাহকের সংখ্যা দেখে বোঝাই যাচ্ছে যে আশানুরূপ ফলাফল পাওয়া যায়নি। কিন্তু 19 মিলিয়ন গ্রাহক হাড়ানোর পরেও জিওর কাছে 424.83 মিলিয়ন গ্রাহক আছে। অন্যদিকে জিও ছাড়া ভোডাফোন আইডিয়াকেও ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। সেপ্টেম্বর মাসে ভিআইয়ের থেকে 1.07 মিলিয়ন অর্থাৎ 10.7 লাখ গ্রাহক ছেড়ে চলে গেছে। এখন ভোডাফোন আইডিয়ার সাবস্ক্রাইবার বেস 269.99 মিলিয়ন অর্থাৎ 26.999 কোটি হয়ে গেছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন