আরও একবার সেরার লড়াইয়ে এগিয়ে থাকতে বড় দান চালল Mukesh Ambani, 1993GB ডেটার পাশাপাশি TV তেও চলবে Disney+ Hotstar

Reliance Jio এর মালিক মুকেশ আম্বানি জিও ইউজারদের জন্য একটি দারুণ উপহার নিয়ে এসেছেন। কোম্পানি এক সাথে দুটি নতুন প্ল্যান হাজির করেছে, যেখানে Jio গ্রাহকদের ডেটার চিন্তা ছাড়াও আরেকটি সমস্যার সমাধান করেছে কোম্পানি। আসলে গ্রাহকদের জন্য চালু করা এই দুটি নতুন প্ল্যানে, এখন ব্যবহারকারীরা Disney + Hotstar প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন, যার সাহায্যে গ্রাহকরা এখন টিভিতে Disney + Hotstar এর কন্টেন্ট দেখতে পাবেন। এই দুটি নতুন প্ল্যানের দাম 1,499 টাকা এবং 4,199 টাকা রাখা হয়েছে। এই পোস্টে আপনাদের এই দুটি প্ল্যান সম্পর্কে বিস্তারিত ভাবে জানাবো।

চারটি স্ক্রিনে চলবে Disney Plus Hotstar

Disney + Hotstar প্রিমিয়াম সাবস্ক্রিপশন Jio-এর 1,499 টাকা এবং 4,199 টাকার প্রিপেড প্ল্যানে পাওয়া যাচ্ছে। এই প্ল্যানের আওতায়, ইউজাররা এক সাথে 4টি স্ক্রিনে (মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট এবং টিভি) তে কন্টেন্ট দেখতে পারবেন। একটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন সহ, এতে থাকবে Unlimited live Sports , Hotstar Specials, Serials before Tv, Multiple movies, Disney+ movies (English + Dubbed ), Disney + original এবং সমস্ত কন্টেন্ট 4K-তে স্ট্রিম করা হবে। যদিও এর আগে, কোম্পানির দ্বিতীয় প্ল্যানে, Disney + Hotstar-এর শুধুমাত্র মোবাইল সাবস্ক্রিপশন পাওয়া যেত।

Jio-এর 1,499 টাকার প্ল্যান

Jio-এর 1,499 টাকার প্ল্যানটি কোম্পানির সম্পূর্ণ নতুন রিচার্জ প্ল্যান। এই প্ল্যানে গ্রাহকরা কোম্পানি থেকে এক বছরের জন্য Disney + Hotstar-এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাবেন। এছাড়াও, এই প্ল্যানে, ব্যবহারকারীরা 84 দিনের বৈধতার সাথে প্রতিদিন 3 জিবি ডেটা পাবেন। এই প্ল্যানে ব্যবহারকারীরা মোট 168 জিবি ডেটা পাবেন। পাশাপাশি আনলিমিটেড কলিং এর সুবিধা এবং দৈনিক 100টি SMS পাওয়া যাবে। এর পাশাপাশি গ্রাহকরা এই প্ল্যানে কমপ্লিমেন্টারি জিও অ্যাপও পাবেন।

Jio-এর 4,199 টাকার প্ল্যান

এই প্ল্যানটিকে কোম্পানির নতুন প্ল্যান বলা যাবে না কারণ রিচার্জটি ইতিমধ্যেই কোম্পানির সাইটে তালিকাভুক্ত হয়েছে ৷ এই প্ল্যানে কোম্পানি ডিজনি + হটস্টারের প্রিমিয়াম সাবস্ক্রিপশন যোগ করেছে। এ ছাড়া প্রাপ্ত সুবিধার কোনো পরিবর্তন হয়নি। এই প্ল্যানে, গ্রাহকরা 365 দিনের বৈধতার সাথে 3GB দৈনিক ডেটা পান। সেই অনুযায়ী, রিচার্জে মোট 1825 জিবি ডেটা পাওয়া যায়। পাশাপাশি এই প্ল্যানে আনলিমিটেড কলিং সুবিধা এবং দৈনিক 100টি SMS এর সুবিধাও পাওয়া যাবে। এই প্ল্যানেও গ্রাহকরা কমপ্লিমেন্টারি জিও অ্যাপের সুবিধা পাবেন।

প্ল্যান রিচার্জ করার পরে এইভাবে আক্টিভ করতে হবে DISNEY+ HOTSTAR প্রিমিয়াম সাবস্ক্রিপশন

  • 1 বছরের Disney+ Hotstar প্রিমিয়াম সদস্যপদ পেতে আপনাকে এই কুপন কোড ব্যবহার করতে হবে।
  • 1 বছরের Disney + Hotstar Premium সাবস্ক্রিপশন সক্রিয় করতে: https://www.hotstar.com/in/subscribe/promo
  • এর পরে আপনার Jio নম্বর দিয়ে Sign in করে OTP লিখুন।
  • এর পর কুপন কোড দিন।
  • Confirm করুন এবং আপনার সাবস্ক্রিপশন এক্টিভেট হয়ে যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here