চলে এল এমন টেকনোলজি যা মাত্র 1 মিনিটেই একটি স্মার্টফোন 80 শতাংশ চার্জ করবে

আজকের দিনে দাঁড়িয়ে স্মার্টফোনে বিভিন্ন ধরনের টেকনোলজি প্রয়োগ করা হচ্ছে। কিন্তু সব ধরনের টেকনোলজির মধ্যে ফাস্ট টেকনোলজি অন‍্যতম প্রয়োজনীয় এবং জনপ্রিয় টেকনোলজিতে পরিণত হয়েছে। এই টেকনোলজির সাহায্যে অত‍্যন্ত কম সময়ের মধ্যেই একটি স্মার্টফোন চার্জ করা যায়। বর্তমানে শাওমি ও ভিভো এই ফাস্ট চার্জিং টেকনোলজি নিয়ে একটু বেশিই কাজ করছে। এবার ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ চায়নার প্রফেসর হুয়াং ইউনহুই একটি নতুন টেকনোলজি পেশ করেছেন যার ফলে স্মার্টফোনের ব‍্যাটারী মাত্র 1 মিনিটের মধ্যেই 80 শতাংশ পর্যন্ত চার্জ করা যায়।

আরও পড়ুন : Report : Jio এর প্ল‍্যানের দাম বাড়ার পরেও থাকবে Airtel ও Vodafone-Idea এর থেকে সস্তা

এই টেকনোলজি প্রফেসর পেকিং ইউনিভার্সিটি গ্লোবাল অ্যালুমনি ফোরামে দেখিয়েছেন। এই নতুন টেকনোলজি “কনস্ট্রাকশন অ্যান্ড সিনার্জী মেকানিজম অফ হাই পারফরম্যান্স কম্পোজাইট ইলেকট্রোড ম‍্যাটেরিয়ালস ফর এনার্জিস্টোরেজ” প্রজেক্টের অংশ। রিপোর্ট অনুযায়ী Huawei P30 তে এই টেকনোলজি ব‍্যবহার করা হয়েছে।

উল্লেখ্য, শাওমি এবং ভিভোও তাদের ফাস্ট চার্জিং টেকনোলজি নিয়ে কাজ করছে। ভিভোর কথা অনুযায়ী কোম্পানি 120 ওয়াট ফাস্ট চার্জিং (ফ্ল‍্যাশ চার্জ) টেকনোলজি নিয়ে কাজ করছে। শাওমিও কিন্তু এই দৌড়ে পিছিয়ে নেই, তারাও একটি নতুন টেকনোলজি পেশ করেছে। শাওমির এই টেকনোলজির সাহায্যে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী মাত্র 17 মিনিটের মধ্যে পুরোপুরি চার্জ করা যাবে।

আরও পড়ুন : Samsung Galaxy Note 10 Lite এ থাকবে 32 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা, লঞ্চের আগেই চলে এল তথ্য

শাওমি বিগত কিছু দিন ধরেই তাদের 100 ওয়াট সুপার চার্জ টার্বো টেকনোলজি নিয়ে কাজ করছে এবং এই বছরের শুরুতে প্রথম এই টেকনোলজি কোম্পানি টেক জগতের সামনে নিয়ে আসে। শাওমি ডেভেলপার কনফারেন্সে 100 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি পেশ করে।

এছাড়া Vivo তাদের Super Flash Charge 120W টেকনোলজি পেশ করে দিয়েছে। এই টেকনোলজি ব‍্যবহার করে মাত্র 5 মিনিটের মধ্যে 4,000 এম‌এএইচের ব‍্যাটারীওয়ালা একটি স্মার্টফোন 50 শতাংশ চার্জ করা যায়। এই নতুন Super Flash Fast Charging Technology চার্জ পাম্প টেকনিকের সাহায্যে 120W (20V/6A) পর্যন্ত স্পীডে ফোন চার্জ করতে পারে। এই টেকনিক কোম্পানির নিজস্ব অ্যাডপ্টার এবং ইউএসবি টাইপ সি কেবলের সঙ্গে কাজ করে। অন‍্যদিকে ব‍্যাটারী ম‍্যানেজমেন্ট সিস্টেম (BMS) চার্জের সময় বৈদ্যুতিক ভোল্ট কন্ট্রোল করে ব‍্যালেন্স করে।

আরও পড়ুন : দাম কমল Vivo V15 Pro এবং S1 এর, জেনে নিন নতুন দাম

ফাস্ট চার্জিং টেকনোলজি দিন দিন অত‍্যন্ত আধুনিক হয়ে চলেছে। আজকের দিনে দাঁড়িয়ে ফাস্ট চার্জিং টেকনোলজিকে ওয়ারলেস চার্জিং টেকনোলজির চেয়েও উন্নত বলে মনে করা হচ্ছে। সময়ের অভাব এবং স্মার্টফোনের প্রয়োজনের জন্য ফাস্ট চার্জিং টেকনোলজি যথেষ্ট সফলতা এবং জনপ্রিয়তা লাভ করেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here