লঞ্চের আগেই লিক হল Jio Phone 5G এর দাম এবং স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইল

Highlights

  • Jio Phone 5G ভারতে সেল হওয়া সবচেয়ে লো বাজেট 5G ফোন।
  • এই ফোনটি বিশেষ ভারতীয় ইউজারদের জন্য তৈরি Pragati OS এ কাজ করবে।
  • Reliance Jio-এর এই 5G স্মার্টফোনের প্রারম্ভিক দাম 8,000 টাকা।

আজ থেকে ঠিক এক বছর আগে অর্থাৎ 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইন্ডিয়ান মোবাইল ইউজাররা ভাবেননি যে 2023 সালের ফেব্রুয়ারিতে দেশের অনেক শহরে 5G নেটওয়ার্ক শুরু হয়ে যাবে। ভারতে 4G এর থেকে বেশি 5G স্মার্টফোন সেল হবে এটাও কেউ ভাবেনি। আজ প্রায় প্রতিটি ব্র্যান্ড 5G কানেকশন সহ ফোন লঞ্চ করছে৷ তবে এখন Cheapest 5G ফোন অর্থাৎ সবথেকে লো বাজেট 5G ফোন লঞ্চ করার প্রতিযোগিতা চলছে। আর এই প্রতিযোগিতায় টেলিকম মার্কেটের এক নম্বরে থাকা Jio তাদের Jio Phone 5G এর মাধ্যমে এগিয়ে থাকতে পারে। আরও পড়ুন: ভারত কি নিজের ChatGPT আনতে চলেছে? জেনে নিন কি বললেন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

Jio Phone 5G – ভারতের সবচেয়ে লো বাজেট 5G ফোন

Reliance Jio এর Jio Phone 5G ভারতের সবচেয়ে লো বাজেট 5G মোবাইল হতে পারে। সম্প্রতি কাউন্টারপয়েন্টের একটি রিপোর্ট বেরিয়েছিল যেখানে Jio Phone 5G-এর দাম উল্লেখ করা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী Reliance Jio-এর 5G স্মার্টফোনটি ভারতে 8,000 টাকার প্রারম্ভিক দামে লঞ্চ করা যেতে পারে।

Jio Phone 5G স্মার্টফোনের দাম

Jio Phone 5G মার্কেটে একাধিক মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এই ফোনের প্রারম্ভিক দাম 8 হাজার হলেও এই ফোনের সবচেয়ে বড় মডেলের দাম 12 হাজার টাকার কাছাকাছি হবে বলে অনুমান করা হচ্ছে। যদিও এই ফোনটির অফিসিয়াল ডিটেইল এখনও প্রকাশ করা হয়নি, তবে আশা করা হচ্ছে বেস ভেরিয়েন্টে 4GB RAM এবং বড় ভেরিয়েন্টে 6GB RAM দেখা যাবে। বর্তমানে ভারতে সবচেয়ে লো বাজেট 5G স্মার্টফোন হল LAVA Blaze 5G যা Rs.10,999 দামে সেলের জন্য উপলব্ধ৷ আরও পড়ুন: Instagram এ লো বাজেট মোবাইল সেলের নামে প্রতারণা, গ্রেফতার 6 অভিযুক্ত

Jio Phone 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • 6.5″ HD+ ডিসপ্লে
  • 13MP + 2MP রেয়ার ক্যামেরা
  • 8MP সেলফি ক্যামেরা
  • 4GB RAM 32GB স্টোরেজ
  • Pragati OS
  • Qualcomm Snapdragon 480
  • 5,000mAh ব্যাটারি

লিক রিপোর্ট অনুসারে Jio Phone 5G স্মার্টফোনটি 1600 x 720 পিক্সেল রেজলিউশন এবং 6.5-ইঞ্চি HD+ ডিসপ্লে সহ লঞ্চ করা যেতে পারে। এই ফোনের স্ক্রিনটি IPS LCD প্যানেলে নির্মিত হবে যা 60Hz রিফ্রেশরেটে কাজ করবে। এটি একটি ওয়াটারড্রপ নচ স্টাইলযুক্ত স্ক্রিন হবে যা গ্লাস প্রোটেকশন সাপোর্ট করবে৷ পাওয়ার ব্যাকআপের জন্য, এই লো বাজেট স্মার্টফোনটি 5,000 mAh সাপোর্ট করতে পারে।

Jio Phone 5G স্মার্টফোনে Pragati OS দেওয়া যেতে পারে, যা Google দ্বারা বিশেষত ভারতীয় মোবাইল ইউজারদের জন্য তৈরি করা হয়েছে। এই অপারেটিং সিস্টেমে ভারতীয় আঞ্চলিক ভাষাগুলির সাপোর্টও রয়েছে। প্রসেসিং এর জন্য এই ফোনে JioPhone 5G Qualcomm Snapdragon 480 চিপসেট থাকবে। এই 5G মোবাইল ফোনটি 4GB RAM + 32GB ইন্টারনাল স্টোরেজ লঞ্চ করা যেতে পারে, যেখানে এক্সটার্নাল মাইক্রোএসডি কার্ড সাপোর্টও দেওয়া হবে। আরও পড়ুন: বার্ষিক রিচার্জ প্ল্যানের থেকেও কম বাজেটে পাবেন এই সব ফোনগুলি, রয়েছে Samsung এর ফোনও!

ফটোগ্রাফির জন্য JioPhone 5G ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে।লিক রিপোর্ট অনুযায়ী এই 5G ফোনটি একটি 13-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সাপোর্ট করবে, যার সাথে একটি 2-মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স দেওয়া হবে। এই সেকেন্ডারি সেন্সরটি একটি ম্যাক্রো লেন্স সাপোর্ট করতে পারে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। ফোনটির নিশ্চিত স্পেসিফিকেশনের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

JioPhone 5G এর লঞ্চ ডিটেইল

Jio Phone 5G নির্মাণে Google এবং Qualcomm উভয় কোম্পানি Jio কে সাহায্য করছে। যদি আগে অনুমান করা হয়েছিল যে কোম্পানি 2022 সাল শেষ হওয়ার আগেই এই লো বাজেট মোবাইল ফোন মার্কেটে আনবে, কিন্তু তা হয়নি। তবে আশা করা হচ্ছে যে এই বছরের দ্বিতীয়ার্ধে অর্থাৎ জুলাই-আগস্টের মধ্যে এই স্মার্টফোনটি ভারতে লঞ্চ হতে পারে। আরও পড়ুন: 50MP Camera এবং 8GB RAM এর ক্ষমতার সঙ্গে মাত্র 12,999 টাকা দামে লঞ্চ হল সস্তা 5G ফোন TECNO SPARK 10

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here