ভারত কি নিজের ChatGPT আনতে চলেছে? জেনে নিন কি বললেন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

Highlights

  • চ্যাটবোট ChatGPT মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর ভিত্তি করে কাজ করে।
  • ChatGPT এর মতো এআই সিস্টেম আনতে পারে ভারত সরকার।
  • মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন শীঘ্রই বড় ঘোষণা করা হবে।

অত্যন্ত দ্রুত জনপ্রিয়তা অর্জন করে নেওয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস্ড চ্যাটবোট ChatGPT যেন সব জায়গায় শিরোনামে ছেয়ে রয়েছে। এমনকি বর্তমানে মনে করা হচ্ছে ভারতও শীঘ্রই নিজস্ব ChatGPT পেশ করতে পারে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের একটি ব্যানের পর এই কানাঘুষো দানা বাঁধতে শুরু করেছে। কয়েক দিন আগে একটি অনুষ্ঠানে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ভারতের ChatGPT সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি আরও কিছু দিন অপেক্ষা করতে বলেন, অদূর ভবিষ্যতে এবিষয়ে বড় ঘোষণা করা হবে বলে জানান। তিনি সরাসরি এখনই কিছু বলেননি। তবে তাঁর এই ধরনের প্রতিক্রিয়া দেখে ভারতের নিজস্ব এআই বেস্ড চ্যাটজিপিটি আসবে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: Instagram এ লো বাজেট মোবাইল সেলের নামে প্রতারণা, গ্রেফতার 6 অভিযুক্ত

ভারতের আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি তাজ প্যালেস হোটেলে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। তিনি বলেন বর্তমানে বিশ্বের সমস্ত বড় টেক ব্র্যান্ড বিভিন্ন ভারতীয় স্টার্টআপের সঙ্গে পার্টনারশিপ করে কাজ করতে চাইছে।

গোটা বিশ্বের আর্থিক মন্দা এবং সিলিকন ভ্যালি ব্যাঙ্কের পতন সম্পর্কে কথা বলার সময় অশ্বিনী বৈষ্ণব জানান এই সঙ্কটমাই পরিস্থিতিতে দাঁড়িয়েও আমরা ভারতীও স্টার্টআপগুলিকে বাঁচিয়ে রেখেছি। আরও পড়ুন: 150টিরও বেশি স্টাইলিশ এবং কুল ইনস্টাগ্রাম প্রোফাইল নেমের লিস্ট, বেঁচে নিন নিজের পছন্দের নাম

শীঘ্রই হবে ঘোষণা

চ্যাটজিপিটি সম্পর্কে প্রশ্ন উঠলে অশ্বিনী বৈষ্ণব বলেন, “কয়েক সপ্তাহ অপেক্ষা করুন, শীঘ্রই ঘোষণা করা হবে।” তিনি আরও জানান বর্তমানে প্রযুক্তির দিক থেকে ভারত গোটা বিশ্বে অন্যতম একটি স্থানে বিরাজমান রয়েছে।

5জির পর 6জি নিয়ে চলছে কাজ

অশ্বিনী বৈষ্ণব বলেন, “বর্তমানে আমরা 6G টেলিকম পরিষেবা নিয়ে কাজ করছি। খুব তাড়াতাড়ি আমরা 6G টেকনোলজির মাধ্যমে লিডারশীপ রোলে এগিয়ে থাকব।” তিনি জানিয়েছেন ভারত 6G টেলিকম টেকনোলজির ক্ষেত্রে ইতিমধ্যে 127টি পেটেন্ট করিয়ে নিয়েছে। আরও পড়ুন: বার্ষিক রিচার্জ প্ল্যানের থেকেও কম বাজেটে পাবেন এই সব ফোনগুলি, রয়েছে Samsung এর ফোনও!

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here