দেশের প্রাইভেট টেলিকম কোম্পানিগুলির প্রিপেইড প্ল্যানের দাম বাড়ানোর পর ক্ষুব্ধ ইউজারদের খুশি করার জন্য প্রায় প্রতিটি কোম্পানি বিভিন্ন ধরনের ক্যাশব্যাক অফার নিয়ে আসছে। এরই মধ্যে Reliance Jio তাদের গ্ৰাহকদের ধরে রাখার জন্য JioMart এর 20 শতাংশ Cashback পেশ করেছে। কোম্পানি তাদের 719 টাকা, 666 টাকা এবং 299 টাকা দামের প্রিপেইড প্ল্যানের সঙ্গে JioMart এর 20% ক্যাশব্যাক অফার দিচ্ছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে এবিষয়ে বিস্তারিত তথ্য শেয়ার করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই অফার সম্পর্কে।
Jio দিচ্ছে 20% ক্যাশব্যাক
কোম্পানির পক্ষ থেকে 719 টাকা, 666 টাকা ও 299 টাকার প্ল্যানে সর্বাধিক 200 টাকা ক্যাশব্যাক দিচ্ছে। এই অফারের নাম রাখা হয়েছে ‘জিওমার্ট মহা ক্যাশব্যাক’। এই অফার মারফত পাওয়া ক্যাশব্যাক জিওমার্ট থেকে শপিঙের সময় ব্যবহার করা যাবে। অর্থাৎ রিচার্জ করে আনলিমিটেড ভয়েস কল ও ডেটা বেনিফিট ছাড়াও শপিং করলে পাওয়া যাবে ক্যাশব্যাক।
এই প্ল্যানে পাওয়া যাচ্ছে ক্যাশব্যাক
- Jio এর 719 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। প্রতিদিন 2GB হিসেবে এই প্ল্যানটি রিচার্জ করলে মোট 168GB ডেটা উপভোগ করা যায়। এছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন 100টি করে ফ্রি এসএমএস পাওয়া যায়।
- Jio এর 666 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। প্রতিদিন 1.5GB হিসেবে এই প্ল্যানটি রিচার্জ করলে মোট 126GB ডেটা উপভোগ করা যায়। এছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন 100টি করে ফ্রি এসএমএস পাওয়া যায়।
- Jio এর 299 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। প্রতিদিন 2GB হিসেবে এই প্ল্যানটি রিচার্জ করলে মোট 56GB ডেটা উপভোগ করা যায়। এছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন 100টি করে ফ্রি এসএমএস পাওয়া যায়।
Note: উপরোক্ত সবকটি প্ল্যানে JioCinema, JioSecurity, JioTV ও JioCloud অ্যাপগুলির ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়। আগে এই অ্যাপগুলির পাশাপাশি JioNews এরও ফ্রি অ্যাকসেস পাওয়া যেত, যা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি প্ল্যানের ফেয়ার ইউসেজ পলিসি অর্থাৎ FUP ডেটা লিমিট শেষ হয়ে যাওয়ার পরেও 64Kbps স্পীডে ইন্টারনেট ব্যবহার করা যায়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন