দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি Reliance Jio দীর্ঘদিন ধরে নতুন এবং অসাধারণ প্ল্যান পেশ করে চলেছে। কিন্ত অন্যদিকে কোম্পানি চুপচাপ তাদের প্ল্যানের বেনিফিট কম করছে। আসলে একটি রিপোর্ট অনুযায়ী জিও তাদের ইন্টারন্যাশানাল সাবস্ক্রাইবার ডায়ালিং (ISD) এবং ইন্টারন্যাশানাল রোমিং (IR) প্রিপেইড রিচার্জ ভাউচারের বেনিফিট কমিয়ে দিয়েছে। সবচেয়ে বড় কথা কোম্পানি এবিষয়ে অফিসিয়ালি কিছুই জানায়নি।
রিপোর্টের বক্তব্য অনুযায়ী এই পরিবর্তন কয়েক দিন আগে ঘটেছে। কোম্পানি তাদের 501 টাকা দামের আইএসডি রিচার্জ ভাউচারের সঙ্গে সঙ্গে 1,101 টাকা এবং 1,201 টাকা দামের আইআর প্যাকের সুযোগ সুবিধার ক্ষেত্রে পরিবর্তন করেছে। নতুন পরিবর্তিত প্ল্যান জিওর ওয়েবসাইটে দেখা যাচ্ছে। এছাড়া কোম্পানির 575 টাকা, 2,875 টাকা এবং 5,751 টাকা দামের আনলিমিটেড আইআর প্যাকের ক্ষেত্রে কোনো পরিবর্তন করেনি।
জিওর 501 টাকা দামের আইএসডি রিচার্জের ক্ষেত্রে এখন ইউজারদের 28 দিন ভ্যালিডিটির সঙ্গে 424.58 টাকা টকটাইম পাওয়া যাচ্ছে। এর আগে এই প্ল্যানে 551 টাকার টকটাইম পাওয়া যেত। অর্থাৎ হিসাব করলে দেখা যায় ইউজারদের এখন 126.42 টাকা কম টকটাইম দেওয়া হচ্ছে।
একইভাবে জিওর 1,101 টাকা এবং 1,201 টাকা দামের প্যাকের বেনিফিটও কমানো হয়েছে। জিওর অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী কোম্পানির 1,101 টাকার প্যাকে এখন 933.05 টাকা আইআর ইউসেজ পাওয়া যাবে যা আগে ছিল 1,211 টাকা। এছাড়া 1,201 টাকা দামের প্যাকের ইউসেজ এখন 1,321 টাকা থেকে কমে 1,017.80 টাকা হয়ে গেছে।
প্রসঙ্গত কয়েক দিন আগে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) জুলাই 2020 এর ডেটা জারি করেছে। এই ডেটা অনুযায়ী রিলায়েন্স জিওর জুলাই মাসের 4জি ডাউনলোড স্পীড গত জুন মাসের মতোই ছিল। এই দুই মাসে রিলায়েন্স জিওর 4জি ডাউনলোড স্পীডে কোনো পরিবর্তন হয়নি। এখনও পর্যন্ত কোম্পানি এই 16.5 এমবিপিএস স্পীডের সঙ্গে সবচেয়ে এগিয়ে আছে। এছাড়া ভোডাফোনের জুলাই মাসে 4জি ডাউনলোড স্পীড ছিল 8.3 এমবিপিএস এবং এয়ারটেলের ক্ষেত্রে এই স্পীড ছিল 7.3 এমবিপিএস।