‘PORT’ করানোর হুমকি দিয়ে এই প্ল্যান ফিরিয়ে আনার দাবি বহু Jio ইউজারের! জেনে নিন ডিটেইলস

Mukesh Ambani এর কোম্পানি Reliance Jio সম্প্রতি তাদের প্রিপেইড ইউজারদের জন্য 448 টাকা এবং 1748 টাকা দামের দুটি ভয়েস প্ল্যান লঞ্চ করেছে। তবে এর সঙ্গেই কোম্পানির 479 টাকা দামের প্ল্যানটি সরিয়ে নেওয়া হয়েছে। কোম্পানির এই সিদ্ধান্তে বহু ইউজার যথেষ্ট নিরাশ হয়েছে এবং তাদের ক্ষোভ প্রকাশ করার মাধ্যম হিসাবে বেছে নিয়েছেন মাইক্রোব্লগিং সাইট এক্সকে। অনেক ইউজার এক্সে পোস্ট করে জিও বয়কট থেকে শুরু করে নাম্বার পোর্ট করানোর পর্যন্ত হুমকি দিতে শুরু করেছে।

মনে করিয়ে দিই জিওর 479 টাকা দামের প্ল্যানটি কোম্পানির ভ্যালু ক্যাটাগরিতে লিস্টেড ছিল। এই প্ল্যানটির সঙ্গে কোম্পানির পক্ষ থেকে তাদের 189 টাকা এবং 1899 টাকা দামের প্ল্যানদুটিও সরিয়ে দেওয়া হয়েছে। তবে মাত্র এক সপ্তাহের মাধ্যেই আবার 189 টাকা দামের প্ল্যানটি ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন উঠছে 189 টাকার প্ল্যানটির মতো 479 টাকা দামের প্ল্যানটি আবার লঞ্চ করা হবে কি না।

479 টাকার প্ল্যানটি বন্ধ করায় ইউজারদের মধ্যে বাড়ছে ক্ষোভ

Jaganathan Ramaier নামের এক ইউজার এক্সে পোস্টে করে বলেছেন, 479 টাকা দামের প্ল্যানটি ফিরিয়ে আনুন, নয়তো আমিও জিও থেকে নাম্বার পোর্ট করে নেব। আরেক ইউজার জানিয়েছেন, 479 টাকা দামের প্ল্যানটি সরিয়ে 448 টাকার নতুন ইউজলেস প্ল্যান লঞ্চ করা হয়েছে। আমি BSNL এ পোর্ট করছি, আরও অনেকে করবে…

Ravi Shanker Khatri নামক আরেকটি X অ্যাকাউন্ট থেকে পোস্ট করে লেখা হয়েছে, 479 াকা দামের ভ্যালু প্ল্যানটি কোথায়? গুড বায় জিও… আমরা অন্য অপারেটরে পোর্ট করছি…

479 প্ল্যানের পরিবর্তে এসেছে এই প্ল্যান

479 টাকা দামের প্ল্যানটি সরিয়ে কোম্পানির পক্ষ থেকে 448 টাকা দামের একটি নতুন প্ল্যান পেশ করা হয়েছে। নতুন প্ল্যানের দাম 31 টাকা কম হলেও, এখন প্রশ্ন উঠছে 479 টাকা দামের প্ল্যানের 6GB ডেটার দাম কি মাত্র 31 টাকা?

479 টাকা দামের প্ল্যানে 84 দিন ভ্যালিডিটি পাওয়া যেত। এই কারণেই এই প্ল্যানটির যথেষ্ট চাহিদা ছিল। এটিই এই প্ল্যানের সবচেয়ে বড় বিশেষত্ব ছিল বললেও খুব একটা বাড়িয়ে বলা হবে না। এছাড়াও 479 টাকার প্ল্যানটি রিচার্জ করে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল এবং 1000 এসএমএস উপভোগ করা যেত। এর সঙ্গে এই প্ল্যানে 6GB ইন্টারনেট ডেটা দেওয়া হত। এই প্ল্যানটি মূলত সেইসব ইউজারদের জন্য বেস্ট ছিল যাদের খুব বেশি ডেটা প্রয়োজন নেই বা বাড়ি ও অফিসে ওয়াইফাই রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here