JioCinema প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়ার পরেও দেখতে হচ্ছে Ads, জেনে নিন বিস্তারিত

গত 25 এপ্রিল রিলায়েন্স জিও তাদের OTT প্ল্যাটফর্ম JioCinema-এর জন্য নতুন অ্যাড ফ্রি প্ল্যান পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে মোট দুটি প্ল্যান লঞ্চ করা হয়েছে। ছাড় সহ এই দুটি প্ল্যানের দাম 29 টাকা এবং 89 টাকা। অ্যাড ফ্রি দাবি করে এই প্ল্যান লঞ্চ করা হয়েছে এবং এই প্ল্যান কেনার পরেও বেশ কিছু ইউজারদের কন্টেন্ট দেখার সময় বিজ্ঞাপন দেখতে হচ্ছে। চলুন জেনে নেওয়া যাক কি এই সমস্যা এবং এই বিষয়ে কোম্পানির কি বক্তব্য।

দেখতে হচ্ছে ব্যানার অ্যাড

নতুন প্ল্যান লঞ্চের সঙ্গে সঙ্গেই JioCinema জানিয়ে দিয়েছিল এই প্ল্যাটফর্মে মুভি, টিভি শো, ওয়েব সিরিজ এবং অন্যান্য রেগুলার কন্টেন্ট দেখার সময় আর অ্যাড দেখতে হবে না। অথচ প্রিমিয়াম অ্যাক্সেস স্বত্বেও ইউজারদের ব্যানার অ্যাড দেখতে হচ্ছে এবং এর বিরুদ্ধে অনেকেই অভিযোগও জানিয়েছেন।

ক্লিয়ার করল কোম্পানি

JioCinema এর Help পেজে জানানো হয়েছে Ad-Free প্ল্যানে শুধুমাত্র ভিডিও অ্যাড রিমুভ করা হবে। তবে ব্যানার অ্যাড দেখানো হবেই। কোম্পানির সাবস্ক্রিপশন পেজে এই তথ্য জানিয়ে দেওয়া উচিৎ ছিল বলে আমরা মনে করছি।

জানিয়ে বর্তমানে JioCinema এর অ্যাড ফ্রি প্ল্যানের পোস্টারে শুধুমাত্র স্পোর্টস এবং লাইভ টিভি অ্যাডের কথা উল্লেখ করা হয়েছে। অথচ ইন অ্যাপ ব্যানার অ্যাড সম্পর্কে কিছুই বলা হয়নি। যারা JioCinema অ্যাড ফ্রি প্ল্যান কেনার কথা ভাবছেন তাদের এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখতে হবে।

JioCinema-এর নতুন প্রিমিয়াম প্ল্যানের ডিটেইলস

  • প্রিমিয়াম প্ল্যান: এই প্ল্যানটির দাম প্রতি মাসে 59 টাকা। কিন্তু কোম্পানির স্পেশাল অফারে এই প্ল্যানে 51% ছাড় দেওয়া হচ্ছে। এর ফলে এই প্ল্যানটি কেনার জন্য খরচ হবে মাত্র 29 টাকা।
  • ফ্যামিলি প্ল্যান: এই প্ল্যানটির দাম প্রতি মাসে 149 টাকা। কোম্পানি এই প্ল্যানে 40 শতাংশ ছাড় দিচ্ছে, ফলে এই প্ল্যানটি সাবস্ক্রাইব করার জন্য প্রতি মাসে 89 টাকা দিতে হবে।

jiocinema 7

JioCinema-এর প্ল্যানের বেনিফিট

  • উভয় প্ল্যানে স্পোর্টস এবং লাইভ কন্টেন্ট ছাড়া সমস্ত কন্টেন্ট অ্যাড ফ্রি উপভোগ করা যাবে।
  • এর মাধ্যমে ইউজাররা স্মস্র প্রিমিয়াম কন্টেন্ট দেখতে পারবেন।
  • প্রিমিয়াম প্ল্যানের ক্ষেত্রে ইউজাররা এক সময়ে একটি মাত্র ডিভাইসে স্ট্রিম করতে পারবেন।
  • এই প্ল্যানে ইউজারদের 4K কোয়ালিটিতে ভিডিও দেখার সুযোগ দেওয়া হচ্ছে।
  • এছাড়াও ইউজাররা যখন ইচ্ছে যে কোনো কন্টেন্ট ডাউনলোড করে রেখে পড়ে দেখতে পারবেন।
  • তবে জানিয়ে রাখি, ফ্যামিলি প্ল্যানে এক সঙ্গে চারটি ডিভাইসে কন্টেন্ট দেখা যাবে। এছাড়া এই প্ল্যানের সমস্ত বেনিফিট একইরকম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here