ভারতে লঞ্চ হল Google Pixel 8a স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

গুগল ভারতের বাজারে তাদের Pixel 8 সিরিজের নতুন ফোন Google Pixel 8a লঞ্চ করেছে। এই ফোনে টেনসর জি3 চিপসেট, AI টেকনোলজি, 120Hz রিফ্রেশ রেটযুক্ত OLED ডিসপ্লে, 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 4492mAh ব্যাটারির মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। জানিয়ে রাখি এই ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।

Google Pixel 8a ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Google Pixel 8a ফোনে 6.1 ইঞ্চির FHD+ OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 1400 নিটস HDR ব্রাইটনেস, 2000 নিটস পীক ব্রাইটনেস এবং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন রয়েছে।

প্রসেসর: এই গুগল ফোনে Tensor G3 চিপসেট যোগ করা হয়েছে এবং এর সঙ্গে টাইটান M2 সিকিউরিটি চিপ দেওয়া হয়েছে।

স্টোরেজ: এই ফোনটিতে 8GB LPDDR5x RAM এর সঙ্গে 128GB এবং 256GB UFS 3.1 স্টোরেজ রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Google Pixel 8a ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং LED ফ্ল্যাশ যোগ করা হয়েছে। এই সেটআপে 8x সুপার রেঞ্জ জুম, অপটিক্যাল ও ইলেক্ত্রিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার সহ 64MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 13MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ক্যামেরা ফিচার: Google Pixel 8a ফোনের ক্যামেরায় ম্যাজিক এডিটর, বেস্ট টেক এবং অডিও ম্যাজিক ইরেজর সহ বিভিন্ন জনপ্রিয় AI ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও আলট্রা HDR মোডও রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস কিউআই চার্জিং সাপোর্টেড 4,492mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে 24 ঘন্টারও বেশি এবং এক্সট্রিম ব্যাটারি সেভার সহ 72 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারে।

অন্যান্য: এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইউএসবি টাইপ সি পোর্ট, ওয়াইফাই 6 এবং NavIC GPS রয়েছে। এছাড়া জল ও ধুলো থেকে বাঁচানোর জন্য এতে IP67 রেটিং যোগ রা হয়েছে।

ওএস: Google Pixel 8a ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে। এই ফোনে 7 বছর পর্যন্ত OS এবং সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

Google Pixel 8a ফোনের দাম এবং সেল

  • ভারতে Google Pixel 8a ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 52,999 টাকা রাখা হয়েছে এবং 256GB মেমরি মডেল 59,999 টাকা দামে সেল করা হবে।
  • ফ্লিপকার্টে ইতিমধ্যে Google Pixel 8a ফোনের প্রিঅর্ডার শুরু হয়ে গেছে। আগামী 14 মে সকাল 6:30টা থেকে এই ফোনের সেল শুরু হবে।
  • প্রিঅর্ডার চলাকালীন Pixel 8a ফোনটি বুক করলে Pixel বাডস এ সিরিজ মাত্র 999 টাকার বিনিময়ে পাওয়া যাবে।
  • নতুন Pixel 8a ফোনটি অবসিডিয়ান, পোর্সেলিন, বে এবং ইয়েলো আলারে পেশ করা হয়েছে।
  • এই ফোনটি কেনার সময় কিছু সিলেক্টেড ব্যাঙ্ক কার্ডে 4,000 টাকা ব্যাঙ্ক অফার এবং নো কস্ট EMI অপশন পাওয়া যাচ্ছে।
  • এছাড়াও পুরনো ডিভাইস এক্সচেঞ্জের ক্ষেত্রে ব্র্যান্ডের পক্ষ থেকে 9,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here