অসাধারণ অফারের সঙ্গে শুধুমাত্র 4,174 টাকায় কেনা যাবে Jio Phone Next

JioPhone Next price cut: JioPhone নেক্সট ফোনের জন্য কিছু দিন আগে একটি দারুন অফারের ঘোষণা করা হয়েছিল। এই ডিলে জিওফোন নেক্সটকে 2,000 টাকার অসাধারণ ডিসকাউন্টে সেল করা হচ্ছিলো। কিন্তু ওই ডিসকাউন্টটি কোনো পুরোনো ফোন এক্সচেঞ্জ করলে পাওয়া যাচ্ছি‌লো। এখন 91 মোবাইলস স্পট করেছে, যে জিওফোন নেক্সট 4G ফোনটি কোনো শর্ত ছাড়াই সস্তায় অনলাইনে উপলদ্ধ। আপনিও যদি দেশের সবচেয়ে সস্তা স্মার্টফোন( Cheapest SmartPhone) কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এটি সঠিক সময়। এই আর্টিকেলের মাধ্যমে ফোনটির অফার এবং কোথায় এই ফোনটি কিনতে পাওয়া যাবে সেই সম্পর্কে ডিটেইলে জেনে নেওয়া যাক।

JioPhone Next-এ পাওয়া যাচ্ছে অসাধারণ ডিসকাউন্ট

জিও ফোন নেক্সটটি এখন আমাজন ইন্ডিয়ায় 4,324 টাকা দামে উপলদ্ধ। আমাজনে ইউজার JioPhone Next-এর ছাড়টি পাওয়া‌র জন্য নিজের পুরোনো ফোন এক্সচেঞ্জ করার প্রয়োজন নেই। এই ফোনটিকে কোনো কন্ডিশন ছাড়া‌ই এই সেলে পাওয়া যাবে। ইউজার যদি আমাজনে চিঠি পাঠিয়ে এই ফোনটি কিনতে চান, তাহলে আপনি এক্সট্রা 150 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। এই হিসাবে এই ফোনটির দাম মাত্র 4,174 টাকা হয়ে যাবে।

পাওয়া যাবে অ্যাডিশনাল ডিসকাউন্ট

এছাড়া আপনি যদি কোনো পুরোনো ফোন এক্সচেঞ্জ করতে চান, তাহলে 4,100 টাকা পর্যন্ত অ্যাডিশনাল ডিসকাউন্ট পাওয়া যাবে। ই-কমার্স প্ল‍্যাটফর্মে সিটিব্যাংক কার্ডে পেমেন্ট করলে 1,750 টাকা পর্যন্তের অফ অফার দেওয়া হচ্ছে। ফলে এই ফোনটির দাম অনেক কম হয়ে যাবে। যদিও এই অফারটি কত দিন চলবে সেই সম্পর্কে কোনো অফিশিয়াল তথ্য উপলব্ধ নেই। কিন্তু আমরা আপনাকে পরামর্শ দিতে পারি, যে আপনি যদি এই হ্যান্ডসেটটি কিনতে চান তাহলে অতি শীঘ্রই এই ফোনটি কিনে নিন।

6499 টাকা দামের ফোনটি পাওয়া যাচ্ছে খুবই সস্তায়

ইউজারদের জন্য এটি ভালো কথা, যে কোম্পানির এই ফোনটি নির্মান করার খরচ বাড়ার পরেও এই ফোনটির দাম এখন 4,000 টাকার কাছাকাছি হয়ে গেছে। আপনাকে বলে দিই, যে জিও ফোন নেক্সট ফোনটিকে রিলায়েন্স জিও স্টোরে 6499 টাকায় লঞ্চ করা হয়েছিল। অর্থাৎ, যে স্মার্টফোনটির দাম 6,499 টাকা ছিল, সেটি এখন 4,324 টাকায় পাওয়া যাবে। এই ফোনটি কেনার এখন‌ই সবচেয়ে সঠিক সময়। আমাজন ইন্ডিয়ার সাইটে গিয়ে এই ফোনটির সমন্ধে অধিক তথ্য সংগ্রহ করার সাথে সেখান থেকে এই ফোনটি কিনতেও পারবেন।

Jio Phone Next-এর ফিচারস

জিওফোন নেক্সট একটি ডুয়াল সিম ফোন, যেখানে SIM1 শুধু 4জি এলটি-এ কাজ করে এবং SIM2-এ 2G+ 4G দুটোই ব‍্যবহার করা যায়। কিন্তু এই ফোনে শুধু জিও সিম ব্যবহার করা যাবে এবং ফোনের সিম স্লটে অন‍্য কোম্পানির সিম ব্যবহার করা যাবে না। এই ফোনে লাগানো দুটি সিম কার্ডের মধ্যে Mobile data connectivity শুধুমাত্র Jio SIM এই পাওয়া যাবে।

Jio Phone Next-এর স্পেসিফিকেশন

JioPhone Next-এর জন্য Google নিজে Pragati OS-এর নির্মাণ করেছে, যেটিকে ইন্ডিয়ান ইউজারদের কথা ভেবে বানানো হয়েছে। এই জিওফোনে ভারতের বিভিন্ন ক্ষেত্রে‌র ভাষায় কাজ করা যাবে। এছাড়া এই স্মার্টফোনে JioTV এবং JioCinema এর মতো My Jio Apps-এর সাথে YouTube, Facebook, Google Lens এবং Assistant অ্যাপ প্রি ইনস্টলড করা আছে। এই স্মার্টফোনটি 720 x 1440 পিক্সেল রেজ্যুলেশন যুক্ত 5.45 ইঞ্চির ইচডি+ ডিসপ্লে সাপোর্ট করে, ডিসপ্লেটিকে কর্নিং গোরিলা গ্লাস 3 এর মাধ্যমে প্রোটেক্ট করা হয়েছে।

জিওফোন নেক্সট ফোনটি 1.3 গীগাহার্টস ক্লক স্পিড যুক্ত কোয়াড কোর প্রসেসরের সাথে Qualcomm Snapdragon কিউএম 215 চিপসেটে রান করে। এই ফোনে গ্রাফিক্সের জন্য অ্যাদ্রিনো 308 জিপিইউ দেওয়া হয়েছে। ভারতীয় মার্কেটে এই স্মার্টফোনটিকে 2জিবি RAM মেমোরীতে লঞ্চ করা হয়েছে, এর সাথেই ফোনটি 32 জিবি ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। এই ফোনের মেমোরি মাইক্রো এসডি কার্ডের সাহায্যে 512 জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

ফোটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.3 অ্যাপার্চার যুক্ত 13 মেগাপিক্সেলের ক্যামেরা লেন্স দেওয়া হয়েছে। ফোনের ফ্রন্ট প্যানেলে এফ /1.4 অ্যাপার্চার যুক্ত 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনটি 3,500mAh রিমুভেবেল ব্যাটারি সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সাথে এই ফোনে 3.5mm অডিও জ্যাক এবং ওটিজি সাপোর্ট দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here