লাইভ হল JioStar ওয়েবসাইটে প্ল্যানের প্রাইস, দাম শুরু মাত্র 15 টাকা থেকে

রিলায়েন্স জিওর সঙ্গে ভায়কম18 এবং স্টার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের মার্জার ডিল সম্পূর্ণ হয়ে গেছে। সম্প্রতি প্রকাশ্যে আসা নতুন ওয়েবসাইট JioStar এর মাধ্যমে সাবস্ক্রিপশন প্ল্যান লাইভ করে দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এই প্ল্যাটফর্মের নাম ভারতের অন্যতম দুটি জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম JioCinema এবং Disney+ Hotstar এর নাম মিলিয়ে তৈরি করা হয়েছে। এই প্ল্যাটফর্মে কোম্পানির পক্ষ থেকে Star ও Colors এর মতো টিভি চ্যানেল এবং JioCinema ও Hotstar এর মতো অনলাইন প্ল্যাটফর্মের কন্টেন্ট দেখা যাবে।

আগেই বলা হয়েছে jiostar ওয়েবসাইটে তাদের প্ল্যানের ডিটেইলস শেয়ার করা হয়েছে। এইসব প্ল্যানগুলি স্ট্যান্ডার্ড ডেফিনেশন এবং হাই ডেফিনেশন দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। স্ট্যান্ডার্ড ডেফিনেশনের দাম শুরু হয় প্রতি মাসে 59 টাকা থেকে এবং এতে 16টি চ্যানেল দেখা যায়। অন্যদিকে হাই ডেফিনেশনের প্রাথমিক দাম 88 টাকা প্রতি মাসে এবং এতে 15টি চ্যানেল দেখা যায়। এছাড়া 22টি চ্যানেল সহ মাসে 125 টাকা দামের প্ল্যানও রয়েছে। নিচে জিওস্টারের সমস্ত প্ল্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

এই পোস্টে Star TV প্যাক এবং সেগুলির দাম ও অন্যান্য ডিটেইলস সম্পর্কে জানানো হল। কোম্পানি বিভিন্ন ভাষায় স্ট্যান্ডার্ড ডেফিনেশন (SD) এবং হাই ডেফিনেশন (HD) প্ল্যান পেশ করেছে। এইসব প্ল্যানের দাম শুরু হয় মাসে মাত্র 15 টাকা থেকে। যারা কনফিউজ হচ্ছেন এবং বুঝতে পারছেন না কোন প্ল্যানটি কিনলে ভালো হবে, তাদের জন্য নিচে কোম্পানির সবকটি প্ল্যানের ডিটেইলস শেয়ার করা হল।

স্ট্যান্ডার্ড ডেফিনেশন (SD) প্ল্যান

হিন্দি:

  • Star Value Pack: 59 টাকা/মাস
  • Star Premium Pack: 105 টাকা/মাস

মারাঠি হিন্দি :

  • Star Value Pack: 67 টাকা/মাস
  • Star Premium Pack: 110 টাকা/মাস

বাংলা হিন্দি:

  • Star Value Pack: 65 টাকা/মাস
  • Star Premium Pack: 110 টাকা/মাস

উড়িয়া হিন্দি মিনি:

  • Star Value Pack: 15 টাকা/মাস

উড়িয়া হিন্দি:

  • Star Value Pack: 65 টাকা/মাস
  • Star Premium Pack: 105 টাকা/মাস

কানাড়া হিন্দি মিনি:

  • Star Value Pack: 45 টাকা/মাস

কানাড়া হিন্দি:

  • Star Value Pack: 67 টাকা/মাস

তেলেগু হিন্দি:

  • Star Value Pack: 81 টাকা/মাস
  • Disney Kids Pack: 15 টাকা/মাস
  • Disney Hungama Kids Pack: 15 টাকা/মাস

হাই ডেফিনেশন (HD) প্ল্যান

হিন্দি:

  • Star Value Pack Lite HD: 88 টাকা/মাস
  • Star Premium Pack Lite HD: 125 টাকা/মাস

মারাঠি লাইট হিন্দি HD:

  • Star Value Pack: 99 টাকা/মাস
  • Disney Kids Pack HD: 18 টাকা/মাস
  • Disney Hungama Kids Pack HD: 18 টাকা/মাস

 

কোম্পানির পক্ষ থেকে স্ট্যান্ডার্ড ও হাই ডেফিনেশন ক্যাটাগরিতে ভাগ করে বিভিন্ন আঞ্চলিক ও ভাষা ভিত্তিক প্যাক পেশ করেছে। এর ফলে ইউজাররা নিজেদের প্রয়োজন এবং সুবিধা অনুযায়ী প্ল্যান বাছাই করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here