কেরলে এক ব‍্যাক্তি Flipkart এ অর্ডার করল 27,500 টাকার ক‍্যামেরা, বাক্স থেকে বেরাল ইট

বিগত কয়েক বছরে ভারতীয়দের মধ্যে অনলাইন শপিং অত‍্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। আমাজন, ফ্লিপকার্ট, স্ন‍্যাপডিলসহ আরও বেশ কিছু শপিং সাইট আছে যারা সব ধরনের প্রোডাক্টের অনেক বড় রেঞ্জ অনলাইন প্ল‍্যাটফর্মের মাধ্যমে বেচে। অনলাইন শপিং যতটা সহজ এবং দ্রুত কাজ করে কেনাকাটার সময় ততই সতর্ক থাকা উচিত। কিন্তু ইউজারদের পক্ষ থেকে সবধরনের সতর্কতা অবলম্বন করার পরেও এমন কিছু ঘটনা ঘটে যায় যার ফলে শুধুমাত্র যে এই সব সাইটের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে তা নয়, সাধারণ মানুষের মন থেকে এই ধরনের সাইট এবং ডিজিটাল শপিঙের ভরসাও নড়ে যায়। এমনই একটি ঘটনা ঘটেছে যেখানে 27,500 টাকার ক‍্যামেরা অর্ডার করার পর বাক্সের ভেতর থেকে ইট পাওয়া গেল।

আরও পড়ুন : Exclusive : দেখুন Vivo V17 এর প্রথম ঝলক এবং জেনে নিন ভারতে ফোনটি কোন স্পেসিফিকেশনের সঙ্গে লঞ্চ হবে

এই ঘটনা ঘটেছে কেরলের কান্নুর শহরে, যেখানে অনলাইন শপিং সাইট থেকে ক‍্যামেরা অর্ডার করায় গ্ৰাহককে বাক্সে ভরে ইট ডেলিভারি করা হয়েছে। এই ঘটনার কথা মালয়ালম মনোরমা ওয়েবসাইটে পেশ করা হয়েছে। ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী এই ঘটনা যার সঙ্গে ঘটেছে সেই ব‍্যাক্তির নাম বিষ্ণু সুরেশ। রিপোর্টে বলা হয়েছে সুরেশের একটি ক‍্যামেরার প্রয়োজন ছিল এবং সে ফ্লিপকার্ট থেকে ক‍্যামেরা আনানোর সিদ্ধান্ত নেয়।

গত 20 নভেম্বর ফ্লিপকার্টে একটি ক‍্যামেরা বিষ্ণুর পছন্দ হয় এবং সেটি সে অর্ডার করে দেয়। ক‍্যামেরাটির দাম ছিল 27,500 টাকা। অর্ডার করার মাত্র 4 দিনের মধ্যেই তাঁর দেওয়া ঠিকানায় পার্সেল চলে আসে। রিপোর্ট অনুযায়ী ডেলিভারি করে ফ্লিপকার্টের সহযোগী কোম্পানি Ekart Logistics। পার্সেল হাতে পেয়ে অত‍্যন্ত উৎসাহিত হয়ে যখন সে বাক্স খোলে তাঁর মাথায় রীতিমতো বাজ পড়ে। 

আরও পড়ুন : কোনো দুর্ঘটনাগ্রস্ত মানুষের ফোন আনলক না করেই কিভাবে তাঁর বাড়ির লোককে খবর দেবেন?

বিষ্ণু সুরেশ যখন বাক্স খোলে তখন বাক্সের মধ্যে ক‍্যামেরা তো ছিলই না, বরং ক‍্যামেরার বদলে কিছু ইট ও টাইলসের টুকরো দেখতে পান। তবে বাক্সের মধ্যে ইটের সঙ্গে ক‍্যামেরার ম‍্যানুয়াল ও ওয়ারেন্টি কার্ড পড়ে থাকতে দেখেন। 27,500 টাকা পেমেন্ট করে ক‍্যামেরার জায়গায় যখন তাঁর হাতে ইটের টুকরো এসে পৌছায় তখন তিনি অত‍্যন্ত হতবাক হন এবং তাড়াহুড়োর মধ্যেই ফ্লিপকার্টে খবর দেন। রিপোর্ট থেকে জানা গেছে ফ্লিপকার্ট এক সপ্তাহের মধ্যে বিষ্ণু সুরেশকে নতুন ক‍্যামেরা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ক‍্যামেরার বাক্সে ইটের সঙ্গে ক‍্যামেরার ম‍্যানুয়াল ও ওয়ারেন্টি কার্ড দেখে মনে করা হচ্ছে স্বয়ং ডেলিভারি বয় এই অপরাধ করেছে এবং ক‍্যামেরা সুরেশের হাতে পৌছানোর আগেই বাক্স খুলে ক‍্যামেরা বের করে নেওয়া হয়েছে। অপরাধী খে সেটা এখনই সঠিকভাবে বলা সম্ভব নয়, কিন্তু ফ্লিপকার্টের এই ঘটনার প্রভাব শুধুমাত্র ফ্লিপকার্টের ওপর নয় বরং সমস্ত অনলাইন শপিং প্ল‍্যাটফর্মের ওপরই পড়বে বলে মনে করা হচ্ছে। এই ঘটনা সব ধরনের অনলাইন শপিঙের বিশ্বস‍্যতায় প্রশ্ন উঠে এসেছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here