Exclusive : দেখুন Vivo V17 এর প্রথম ঝলক এবং জেনে নিন ভারতে ফোনটি কোন স্পেসিফিকেশনের সঙ্গে লঞ্চ হবে

আমরা সবাই জানি Vivo তাদের V সিরিজে দুটি করে মডেল পেশ করে। এই বছরের শুরুতে কোম্পানি Vivo V15 এবং Vivo V15 Pro লঞ্চ করেছিল। আবার কোম্পানি দীপাবলির আগে Vivo V17 Pro লঞ্চ করে, কিন্তু Vivo V17 সম্পর্কে কোনো উল্লেখ করেনি। আমরা এবিষয়ে এক্সক্লুসিভ তথ্য পাই এবং আমরাই সবার আগে জানাই যে কোম্পানি ডিসেম্বরে Vivo V17 মডেল লঞ্চ করা হতে পারে। এবার আমাদের কাছে ফোনটি সম্পর্কে বেশ কিছু এক্সক্লুসিভ তথ্য আছে। শুধুমাত্র ফোনটির লুক নয় বরং সম্পূর্ণ স্পেসিফিকেশন আমরা পেয়ে গেছি।

আরও পড়ুন : Vodafone-Idea 50 শতাংশ পর্যন্ত বাড়ালো প্রিপেইড প্ল‍্যানের দাম, দিতে হবে আগের চেয়ে বেশি টাকা

Vivo V17 এর ডিজাইন

এই ফোনটি কিছু দিন আগে রাশিয়াতে লঞ্চ করা হয় এবং ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছিল। ভারতে ফোনটি একদম অন‍্যরকম ভাবে পেশ করা হবে। কোম্পানি ফোনটি 6.44 ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে পেশ করবে এবং এর নাম রাখা হয়েছে “আইভিউ”। উন্নত ডিসপ্লে কোয়ালিটির জন্য কোম্পানি এতে E3 OLED প‍্যানেল ব‍্যবহার করেছে। আমরা যে পোস্টার পেয়েছি তাতে স্পষ্ট দেখা গেছে ফোনটির ব‍্যাক প‍্যানেলে “L” শেপের কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই, বরং কোম্পানি এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার যোগ করবে।

Vivo V17 এর স্পেসিফিকেশন

আমরা আগেই জানিয়েছিলাম ফোনটির ফ্রন্ট প‍্যানেলে দেওয়া পাঞ্চ হোলের মধ্যে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা থাকবে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে যা এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন। এই ফোনের রেয়ার ক‍্যামেরা সেট‌আপের দ্বিতীয় সেন্সরটি এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর। তৃতীয় ও চতুর্থ দুটি সেন্সর‌‌ই 2 মেগাপিক্সেলের হবে এবং দুটিই এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন।

আরও পড়ুন : প্ল‍্যানের দাম বাড়ালো Airtel, জেনে নিন বিস্তারিত তথ্য

কোম্পানির পক্ষ থেকে Vivo V17 ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 675 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হবে এবং ভারতীয় বাজারে ফোনটি 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরিসহ পেশ করা হবে। এই ফোনে তিনটি স্লট আছে। অর্থাৎ এক‌ই সঙ্গে এক‌ই সময়ে এই ফোনে দুটি সিম কার্ড ও একটি মেমরি কার্ড ব্যবহার করা যাবে।

4জি সাপোর্টেড এই ফোনে চার্জিং ও ডেটা ট্রান্সফারের জন্য ইউএসবি টাইপ সি পোর্ট আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Vivo V17 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে। কোম্পানি এই ব‍্যাটারীতে 18 ওয়াট ফাস্ট চার্জ যোগ করবে।

আরও পড়ুন : সস্তা ভয়েস কলের দিন শেষ, 6 ডিসেম্বর থেকে দাম বাড়বে Jio এর প্ল‍্যানের

লঞ্চ ও দাম

আমাদের পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনটি আগামী 9 ডিসেম্বর লঞ্চ করা হবে এবং এর দাম 22 হাজার টাকার কাছাকাছি হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here