সুন্দর ফিচারের সঙ্গে চলে এলো Lenovo K10 Note এবং A6 Note

Lenovo ভারতে তাদের Lenovo Z6 Pro, Lenovo K10 Note এবং Lenovo A6 Note স্মার্টফোন লঞ্চ করেছে। এর মধ্যে Lenovo Z6 Pro আগেই চীনা মার্কেটে লঞ্চ করা হয়েছিল। তবে Lenovo K10 Note এবং Lenovo A6 Note ফোনদুটি কোম্পানির নতুন ডিভাইস। চলুন এই ফোনদুটি সম্পর্কে সবকিছু জেনে নেওয়া যাক।

5 সেপ্টেম্বর শুরু হয়ে গেছে Jio Fiber সার্ভিস, 10টি সহজ স্টেপে জেনে নিন কিভাবে বুক করবেন

Lenovo K10 Note স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 6.3 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। Lenovo K10 Note এর ডিসপ্লে 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 90 শতাংশ। এই ফোনে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 710 চিপসেট দেওয়া হয়েছে। এছাড়া ফোনটির 4 জিবি ও 6 জিবি র‍্যাম এবং 64 জিবি ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট পেশ করা হয়েছে।

ফোটোগ্ৰাফির জন্য Lenovo K10 Note এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি 16 মেগাপিক্সেলের। এর সঙ্গে সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সরটি 8 মেগাপিক্সেলের যা 2x অপ্টিক‍্যাল জুম সাপোর্ট করে। এছাড়া এই ফোনের তৃতীয় ক‍্যামেরা সেন্সরটি সুপার বোকে এফেক্টযুক্ত। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এতে ডলবি অডিও, রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ইউএসবি টাইপ সি এর মতো ফিচার আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Lenovo K10 Note এ 4,040 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে যা 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

11 সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত হবে Nokia এর বড়ো ইভেন্ট, লঞ্চ হতে পারে Nokia 8.2, Nokia 7.2 এবং Nokia 6.2

Lenovo A6 Note স্পেসিফিকেশন
Lenovo A6 Note এ 6.09 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে যা 88 শতাংশ স্ক্রিন টু বডি রেশিওযুক্ত এবং 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত। এই ফোনের ডিসপ্লেও Lenovo K10 Note এর মতো ওয়াটারড্রপ নচের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে কোম্পানি মিডিয়াটেক হেলিও পি22 চিপসেট যোগ করেছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

সিকিউরিটির জন্য Lenovo A6 Note এর ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং এতে ফেস আনলক ফিচার‌ও আছে। এর সঙ্গে ডুয়েল সিম ও আলাদা মাইক্রোএসডি কার্ড স্লটের সঙ্গে এটি একটি ডুয়েল ক‍্যামেরা ফোন। ফোনটির ব‍্যাক প‍্যানেলে দুটি 13 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Lenovo A6 Note এ 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে যা 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

লঞ্চ হলো ভারতের সবচেয়ে সস্তা 5000 এম‌এএইচ ব‍্যাটারী এবং 4 জিবি র‍্যাম‌ওয়ালা ফোন Infinix Hot 8, Xiaomi-Realme কে কড়া টক্কর

দাম
কোম্পানির নতুন নোট ডিভাইসগুলির মধ্যে Lenovo K10 Note এর 4 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 13,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং ফোনটির 6 জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 15,999 টাকা। এই স্মার্টফোনটি 16 সেপ্টেম্বর থেকে ভারতে সেল করা হবে।

এক‌ই ভাবে Lenovo A6 Note ফোনটি 7,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং এতে 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি মেমরি আছে। ভারতে আগামী 11 সেপ্টেম্বর থেকে Lenovo A6 Note সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here