5 সেপ্টেম্বর শুরু হয়ে গেছে Jio Fiber সার্ভিস, 10টি সহজ স্টেপে জেনে নিন কিভাবে বুক করবেন

Reliance Jio তাদের 42তম অ্যানুয়াল জেনারেল মিটিং (AGM) এর মঞ্চে Jio Fiber এর ঘোষণা করে ভারতীয় ব্রডব্যান্ড সেক্টরে এক নতুন পথ উম্মোচন করেছে। সার্ভিস শুরু হ‌ওয়ার আগে শুধুমাত্র ঘোষণা হ‌ওয়ামাত্র অন‍্যান‍্য টেলিকম সার্ভিস প্রোভাইডার কোম্পানি এবং ব্রডব্যান্ড নেটওয়ার্ক প্রোভাইডারদের মধ্যে হ‌ইচ‌ই পড়ে গেছে। Jio Fiber এর জন্য দেশের প্রায় সর্বত্র অপেক্ষা করা হয়েছে এবং এই সপ্তাহের 5 সেপ্টেম্বর থেকে এই সার্ভিস শুরু হয়ে গেছে। যদি আপনিও Jio Fiber এর কানেকশন পেতে ইচ্ছুক হোন তবে এই আর্টিকলটি আপনার জন্য, আজ আমরা কিভাবে Jio Fiber এর কানেকশন পাওয়া যাবে সেবিষয়ে কথা বলব।

Jio Fiber বুকিং

1. সবার আগে আপনার ফোন বা কম্পিউটার থেকে jio.com এ যান।

2. ওয়েবসাইটের হোম পেজে Jio Fiber এর প্রোডাক্ট পেজ দেখতে পাবেন, এতে ক্লিক করুন।

3. এখানে Jio Fiber কানেকশনের জন্য আপনার অ্যাড্রেস জানতে চাওয়া হবে, আপনার পুরো ঠিকানা লিখুন।

লঞ্চ হলো ভারতের সবচেয়ে সস্তা 5000 এম‌এএইচ ব‍্যাটারী এবং 4 জিবি র‍্যাম‌ওয়ালা ফোন Infinix Hot 8, Xiaomi-Realme কে কড়া টক্কর

4. ঠিকানা লেখার সঙ্গে সঙ্গে কোম্পানির পক্ষ থেকে ম‍্যাপের সুবিধাও দেওয়া হয়েছে। এখানে আপনি সরাসরি ম‍্যাপে আপনার লোকেশন মার্ক করতে পারবেন।

5. যেই ঠিকানায় আপনি Jio Fiber কানেকশন চান সেটি সিলেক্ট করে Confirm বাটনে ক্লিক করুন।

6. কনফার্ম হ‌ওয়ার পর কিছু ব‍্যাক্তিগত তথ্য চাওয়া হবে। যেমন- নাম, মোবাইল নাম্বার, ইমেইল আইডি। সঠিক স্থানে তথ্য ভরে দিন।

7. এখানে লেখা নিয়ম ও শর্তাবলী পড়ে “Agree” তে টিক করে “Generate OTP” তে ক্লিক করুন।

রিলিজ হলো Android 10, জেনে নিন ফিচার

8. আপনার দেওয়া ইমেইল আইডি এবং ফোন নাম্বারে ওটিপি পাঠানো হবে, সেগুলি লিখে দিন।

9. Jio Fiber কানেকশনের জন্য আপনার অনুরোধ Reliance Jio এর পক্ষ থেকে অ্যাক্সেপ্ট করে নেওয়া হয়েছে।

10. রেজিস্টার হয়ে গেলে আপনার থেকে এমন কিছু লোকের কথা জানতে চাওয়া হবে যাদের আপনি মনে করেন যে তারা Jio Fiber কানেকশন নিতে ইচ্ছুক।

Exclusive: দেখে নিন Vivo V17 Pro এর রিয়েল ইমেজ, এতে থাকবে ডুয়েল পপ-আপ ক‍্যামেরার সঙ্গে কোয়াড রেয়ার ক‍্যামেরা

জানিয়ে রাখি এখানে আপনি আপনার এলাকার যত বেশি মানুষের কথা উল্লেখ করবেন ততই ভালো। আসলে Jio Fiber একটি ব্রডব্যান্ড সার্ভিস যা ফাইবার কেবলের মাধ্যমে বাড়ি বাড়ি পৌছায়। তাই একটি এলাকা থেকে যত বেশি কানেকশন রিকোয়েস্ট জমা পড়বে কোম্পানি সেই এলাকার কাজ তত তাড়াতাড়ি শুরু করার চেষ্টা করবে। এছাড়া আপনি আপনার নিকটতম Jio স্টোরে গিয়ে আপনার এলাকার Jio Fiber কানেকশনের ব‍্যাপারে জানতে পারবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here