11 সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত হবে Nokia এর বড়ো ইভেন্ট, লঞ্চ হতে পারে Nokia 8.2, Nokia 7.2 এবং Nokia 6.2

Nokia খুব তাড়াতাড়ি ভারতে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়াতে চলেছে। কোম্পানি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে আগামী 11 সেপ্টেম্বর ভারতে HMD Global একটি ইভেন্টের আয়োজন করবে এবং এইদিন Nokia ব্র‍্যান্ডের নতুন স্মার্টফোন লঞ্চ করা হবে। আপাতত কোম্পানি এটা জানায়নি যে ওই দিন কোন স্মার্টফোন লঞ্চ করা হবে তবে আশা করা হচ্ছে সেদিন একাধিক স্মার্টফোন পেশ করা হবে এবং এক‌ই সঙ্গে Nokia 5.2, Nokia 6.2, Nokia 7.2 এর সঙ্গে Nokia 8.2 ও লঞ্চ হতে দেখা যেতে পারে।

রিলিজ হলো Android 10, জেনে নিন ফিচার

Nokia 8.2
এই ফোনটি সম্পর্কে লিকে বলা হয়েছে Nokia 8.2 ফোনটি 32 মেগাপিক্সেলের পপ আপ সেলফি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ করা হবে। রিপোর্টে ফোনটি সম্পর্কে খুব বেশি তথ্য দেওয়া না হলেও জানিয়ে দেওয়া হয়েছে যে Nokia 8.2 তে অ্যান্ড্রয়েডের সবচেয়ে লেটেস্ট অপারেটিং সিস্টেম অর্থাৎ অ্যান্ড্রয়েড 10 দেওয়া হবে। এই ফোনটি কোম্পানির একটি ফ্ল‍্যাগশিপ ডিভাইস হতে চলেছে যা 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজসহ পেশ করা হবে।

মনে করা হচ্ছে 8 জিবি র‍্যাম Nokia 8.2 এর সবচেয়ে বড়ো ভেরিয়েন্টে থাকবে। কোম্পানি এই ফোনটির 6 জিবি র‍্যাম ভেরিয়েন্ট‌ও লঞ্চ করতে পারে। লিক অনুযায়ী প্রসেসিঙের জন্য Nokia 8.2 তে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 735 চিপসেট দেওয়া হতে পারে।

Exclusive: দেখে নিন Vivo V17 Pro এর রিয়েল ইমেজ, এতে থাকবে ডুয়েল পপ-আপ ক‍্যামেরার সঙ্গে কোয়াড রেয়ার ক‍্যামেরা

Nokia 7.2
এই ফোনটির সবচেয়ে বড়ো বিশেষত্ব এই ফোনের রেয়ার ক‍্যামেরা সেট‌আপ যা রাউন্ড রিং শেপে দেওয়া হবে এবং এর মধ্যে তিনটি ক‍্যামেরা লেন্স এবং একটি ফ্ল‍্যাশ লাইট থাকবে। এই ফোনটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী এই ফোনে 6.3 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। Nokia 7.2 ফোনটি কোম্পানির পক্ষ থেকে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 600 সিরিজের চিপসেটের সঙ্গে পেশ করা হতে পারে এবং এই ফোনে 3 জিবি র‍্যাম দেওয়া হতে পারে। লিক অনুযায়ী কোম্পানি Nokia 7.2 তে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 3,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে।

Nokia 6.2
এখনও পর্যন্ত পাওয়া লিক অনুযায়ী Nokia 6.2 ফোনটি গত বছর লঞ্চ হ‌ওয়া Nokia 6.1 এর আপগ্ৰেডেড ভার্সন হবে। এই স্মার্টফোনে 6.39 ইঞ্চির ফুল এইচডি+ পিওর ডিসপ্লে দেওয়া হতে পারে। শোনা যাচ্ছে যে Nokia 6.2 ফোনটি পাঞ্চহোল ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে। Nokia 6.2 তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারে। সেলফির জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হতে পারে।

Exclusive: দীপাবলির আগেই ভারতে লঞ্চ হবে Vivo Nex, প্রতিযোগিতায় পড়বে OnePlus 7T

এর সঙ্গে Nokia 6.2 তে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 প্রসেসর দেখা যেতে পারে। লিকে বলা হয়েছে যে Nokia 6.2 ফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হতে পারে এবং এর সঙ্গে এই ফোনে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Nokia 6.2 তে কোয়ালকম কুইক চার্জ সাপোর্টেড 3,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়ার কথা লিক থেকে জানা গেছে।

যেমনটা আমরা আগেই বলেছি Nokia এর পক্ষ থেকে 11 সেপ্টেম্বর লঞ্চ হতে চলা স্মার্টফোনের নাম বা সে সম্পর্কে অন্য কোনো তথ্য দেওয়া হয়নি। তাই লিক থেকে জানা ফোনের স্পেসিফিকেশন সঠিক বলে ধরে নেওয়া যায় না। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা Nokia এর আগামী স্মার্টফোনের নাম জানিয়ে দেব।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here