অদৃশ্য সেলফি ক‍্যামেরা ও ইনভিজিবল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে লেনোভো জেড5 প্রো লঞ্চ

লেনোভোর স্লাইডার বডিওয়ালা জেড প্রোর অপেক্ষা দীর্ঘদিন ধরেই করা হচ্ছিল। কিছু দিন আগে শাওমি ও অনার‌ও এই ধরনের ডিজাইনের মি মিক্স 3 ও ম‍্যাজিক 2 লঞ্চ করেছে। আজ লেনোভোও এই সেগমেন্টে এন্ট্রি নিয়ে তাদের লেটেস্ট হাইএন্ড ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন জেড5 প্রো লঞ্চ করে দিয়েছে। লেনোভোর পক্ষ থেকে জেড5 প্রো চীনে লঞ্চ করা হয়েছে। জেড5 প্রো লুক ও ডিজাইনের দিক থেকে যত সুন্দর স্পেসিফিকেশনের দিক থেকেও ততই শক্তিশালী।

6 জিবি র‍্যাম ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে 15ই নভেম্বর লঞ্চ হবে ভিভো এক্স21এস

লেনোভো জেড5 প্রোর সবচেয়ে বড় বিশেষত্ব এর স্লাইডার প‍্যানেল। এই স্লাইডার প‍্যানেলে ডুয়েল সেলফি ক‍্যামেরা ও স্পীকার গ্ৰিল দেওয়া হয়েছে। এই সেলফি ক‍্যামেরা ফোন বডির ভেতরে থাকে এবং ক‍্যামেরা থেকে সেলফির কম‍্যান্ড দেওয়া মাত্র ফোন বডির বাইরে বেরিয়ে এসে সেলফি ক্লিক করে। জেড5 প্রোর স্ক্রিন টু বডি রেশিও 95.06 শতাংশ দেওয়া হয়েছে। ফোনটির চারদিক বেজল লেস এবং এর ফ্রন্ট প‍্যানেলে কোনো নচ, সেন্সর‌ বা ফিজিক্যাল বাটন দেওয়া হয়নি।

জেড5 প্রোর স্পেসিফিকেশন সম্পর্কে বলতে গেলে বলতে হয় এতে 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.39 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে কোম্পানি জেন‌ইউআই 10.0 সহ পেশ করা হয়েছে যা কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 710 চিপসেটে রান করে। কোম্পানি এই ফোনে 6 জিবি র‍্যাম দিয়েছে। চীনে জেড5 প্রোর 64 জিবি ও 128 জিবির দুটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 এর ফোটো এল সামনে, সবচেয়ে আলাদা হবে ডিজাইন, ডিসপ্লের ভেতরে হবে সেলফি ক‍্যামেরা

ফোটোগ্ৰাফির জন্য লেনোভো জেড5 প্রোতে ডুয়েল রেয়ার ক‍্যামেরা ও ডুয়েল সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে 24 মেগাপিক্সেলের প্রাইমারি ও 16 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর‌ দেওয়া হয়েছে। ফোনের স্লাইডার প‍্যানেলে দেওয়া সেলফি ক‍্যামেরা সেন্সরদুটির মধ্যে একটি 16 মেগাপিক্সেলের ও অপরটি 8 মেগাপিক্সেলের। ভালো ফোটোর জন্য উভয় ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে এল‌ইডি ফ্ল‍্যাশ দেওয়া হয়েছে।

লেনোভো জেড5 প্রো একটি 4জি এলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। এই ফোনটি সিকিউরিটির জন্য ফেস আনলক ফিচার ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত। বেসিক কানেক্টিভিটির সঙ্গে এতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 3,350 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। চীনে লেনোভো জেড5 প্রোর 64 জিবি ভেরিয়েন্ট 1,998 ইউয়ান ও 128 জিবি ভেরিয়েন্ট 2,998 ইউয়ান দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় টাকায় এই দাম প্রায় 21,100 টাকা ও 31,700 টাকার সমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here