6 জিবি র‍্যাম ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে 15ই নভেম্বর লঞ্চ হবে ভিভো এক্স21এস

ভিভো এক্স21 এর হাত ধরে স্মার্টফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের টেকনিক বদলে দিয়েছে। আগে ফোনের হোম বাটনে বা ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌ দেওয়া হতো কিন্তু ভিভো এক্স21 ফোনটিতে প্রথম বারের জন্য আন্তর্জাতিক মঞ্চে অদৃশ্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব‍্যবহার করা হয়। এক্স21 এর মাধ্যমে নতুন কির্তী স্থাপন করা ভিভো খুব তাড়াতাড়ি এই ফোনটির একটি নতুন ভার্সন আনতে চলেছে। নতুন খবর থেকে জানা গেছে আগামী 15ই নভেম্বর ভিভো এক্স21এস ফোনটি অফিসিয়ালি লঞ্চ করবে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 এর ফোটো এল সামনে, সবচেয়ে আলাদা হবে ডিজাইন, ডিসপ্লের ভেতরে হবে সেলফি ক‍্যামেরা

চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো থেকে ভিভো এক্স21এসের কথা জানা গেছে। একটি পোস্টে ভিভো এক্স21এসের লঞ্চ ডেটের সঙ্গে এর স্পেসিফিকেশন ও দাম‌ও শেয়ার করা হয়েছে। ওয়েইবোর তথ্য অনুযায়ী আগামী 15ই নভেম্বর ভিভো চীনে তাদের নতুন ফোন এক্স21এস লঞ্চ করবে। ওয়েইবোতে বলা হয়েছে ভিভো এক্স21এস মিলেনিয়াম পিঙ্ক ও স্ট্ররী নাইট ব্ল‍্যাক কালারে লঞ্চ করা হবে এবং এর দাম 2,798 ইউয়ান রাখা হবে। এই দাম ভারতীয় টাকায় প্রায় 30,000 টাকার সমান।

ভিভো এক্স21এসের স্পেসিফিকেশন সম্পর্কে লিকে বলা হয়েছে এই ফোনটি পলিকার্বনেট বডিতে তৈরি হবে এবং 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.28 ইঞ্চির ওএল‌ইডি ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে। তবে এই ফোনে কি ধরনের নচ দেওয়া হবে তা এখন‌ও বলা হয়নি। লিক অনুযায়ী এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে ফনটাচ ওএস সহ পেশ করা হতে পারে যায সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 চিপসেটে রান করবে।

ডুয়েল ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল এই বিশেষ স্মার্টফোন, ব‍্যাক প‍্যানেলেও থাকবে স্ক্রিন ও রেয়ার ক‍্যামেরা দিয়ে তোলা যাবে সেলফি

কোম্পানির পক্ষ থেকে ভিভো এক্স21এস ফোনটিতে 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি দেওয়া হতে পারে। লিকে বলা হয়েছে এতে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌‌আপ দেওয়া হবে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 12 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের দূটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হতে পারে এবং সেলফির জন্য এতে 25 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেখা যেতে পারে।

ভিভোর এই ফোনটি একটি ডুয়েল সিম ফোন হবে যা 4জি ভোএলটিই সাপোর্ট করবে। ভিভো এক্স21এস ফোনটিও ভিভো এক্স21 এর মতো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে পেশ করা হতে পারে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে ফাস্ট চার্জিং সাপোর্টেড 3,330 এম‌এএইচ ব‍্যাটারী দেখা যেতে পারে। আশা করা হচ্ছে আগামী 15ই নভেম্বর ফোনটি চীনে লঞ্চ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here