8 জিবি র‍্যাম ও ₹512 জিবি মেমরির সঙ্গে লঞ্চ হবে স‍্যামসাং গ‍্যালাক্সি নোট 9, লিক হল খবর

এটা স্বাভাবিক যে প্রতি বছর স‍্যামসাং তাদের একটি করে নোট সিরিজের স্মার্টফোন লঞ্চ করে। এখনও পর্যন্ত নোট সিরিজের 8টি স্মার্টফোন লঞ্চ করেছে। গত বছর কোম্পানির পক্ষ থেকে নোট 8 লঞ্চ হয়েছিল। এই বছর নোট 9 আসতে চলেছে এবং এই ফোন সম্পর্কে নানারকম খবর আসতে শুরু করেছে। কিছু দিন আগে নোট 9 সার্টিফিকেশন সাইটে গীকরেঞ্চে দেখা গেছে যেখানে জানা গেছে যে ফোনটিতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 845 চিপসেট রান করবে। এবং এতে 6 জিবি র‍্যাম থাকবে।

আজ আইস ইউনিভার্সের নিজস্ব টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে স‍্যামসাং গ‍্যালাক্সি নোট 9 এ 8 জিবি র‍্যাম থাকবে। এর সঙ্গে থাকবে 512 জিবি ইন্টারনাল মেমরি। আইস ইউনিভার্স এর আগেও স‍্যামসাং সম্পর্কে বেশ কিছু টুইট করেন এবং তা সত্যি প্রমাণিত হয়েছে। এরপর আশা করা যায় গ‍্যালাক্সি নোট 9 এর হাত ধরে কোম্পানির তরফ থেকে 8 জিবি র‍্যামের ভেরিয়েন্ট চালু হবে। 6 জিবি র‍্যাম, আলট্রাপিক্সেল ডুয়েল ক‍্যামেরা ও স্ন‍্যাপড্রাগন 845 এর সঙ্গে লঞ্চ হল এইচটিসি ইউ12 প্লাস, জেনে নিন স্পেসিফিকেশন

আপাতত এই টুইটে অন্য কোন মডেল সম্পর্কে কোন তথ্যের নেই কিন্তু এখনও পর্যন্ত যা খবর পাওয়া গেছে সেই তথ্য অনুযায়ী 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি/128 জিবি/256 জিবি মেমরির ভেরিয়েন্ট দেখতে পাওয়া যাবে।

এটি যদিও প্রথম লিক নয়। এর আগেও নোট 9 সম্পর্কে কিছু তথ্য সামনে এসেছে। হয়ত র‍্যাম ও মেমরির সঙ্গে সঙ্গে অন‍্যান‍্য কিছু ফিচারের‌ও অত‍্যাধুনিক ভার্সন এই ফোনে থাকতে পারে। মার্চে খবর পাওয়া গেছে যে স‍্যামসাং গ‍্যালাক্সি নোট 9 এর স্ক্রিনেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। বর্তমানে কোম্পানি ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কাজ করছে।

যতদূর স‍্যামসাং গ‍্যালাক্সি নোট 9 ঐর স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে এতেও নোট 8 এর মতোই ডুয়েল রেয়ার ক‍্যামেরা দেখা যাবে। এস9 এর মতো ভেরিয়েবল অ্যাপার্চারের ব‍্যবহার করা হতো পারে। স‍্যামসাং গ‍্যালাক্সি নোট 9 এ কোয়ালকম 845 এবং এক্সনোট 9810 চিপসেট থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here