23 এপ্রিল লঞ্চ হবে 100 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা লেনোভো জেড6;প্রো, জেনে নিন এর ফিচার

লেনোভো জেড6 প্রো ফোনটি সম্পর্কে দীর্ঘদিন ধরে একাধিক তথ্য সামনে আসছে। স্বয়ং কোম্পানি সোশ্যাল মিডিয়ায় একাধিক টিজার পেশ করেছে। যার থেকে জানা গেছে ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855 প্রসেসরে চলবে। এবার ফোনটির লঞ্চ ডেট জানা গেল।

ওয়ানপ্লাস 7 প্রোর ব‍্যাপারে কয়েকটি বড় খবর এল সামনে, দুর্দান্ত এর ফিচার

লেনোভোর ভাইস প্রেসিডেন্ট চ‍্যাং চিং অফিসিয়ালি ঘোষণা করেছেন লেনোভো জেড6 প্রো আগামী 23 এপ্রিল লঞ্চ করা হবে। এই ডিভাইসটি চীনের বেজিঙে পেশ করা হবে। কিছু দিন আগে চ‍্যাং চিং ওয়েইবোতে ইশারা করে বলেছিলেন এই ফোনটি 100 মেগাপিক্সেলের ফোটো তুলতে পারবেন। আশা করা হচ্ছে এই ফোনটি গত বছর নভেম্বরে লঞ্চ করা লেনোভো জেড5 প্রোর আপগ্ৰেডেড ভার্সন হবে।

কয়েক দিন আগে লেনোভো চীনের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ওয়েইবোতে ঘোষণা করেছিল লেনোভো জেড6 প্রো এই মাসেই লঞ্চ করা হবে, তবে সেখানে কোনো তারিখের উল্লেখ করা হয়নি। এবার ফোনটির লঞ্চ ডেট সামনে আসায় গোটা টেক জগত 23 এপ্রিলের অপেক্ষায় বসে।

8 জিবি র‍্যাম ও স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটের সঙ্গে লঞ্চ হল এই বিশেষ ফোন, ফোটো দেখে অবাক হতে হয়

প্রসঙ্গত কোম্পানি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2019 এর মঞ্চে জানিয়েছিল লেনোভো জেড6 প্রোতে নতুন “হাইপারভিশন” ক‍্যামেরা থাকবে। কোম্পানি আরও বলেছিল এই ক‍্যামেরা হাইপার ভিডিও শুট করতে সক্ষম হবে।

কোম্পানি আগেই বলে দিয়েছে এই ডিভাইসে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855 চিপসেট থাকবে। তবে এখনও র‍্যাম ও স্টোরেজ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন লিকের তথ্য যদি সত্যি হয়ে থাকে তবে এই ফোনে 12 জিবি পর্যন্ত র‍্যাম ও 512 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।

একদম নতুন ধরনের সেলফি ক‍্যামেরা ডিজাইনের সঙ্গে লঞ্চ হল ওপ্পো রেনো স্ট‍্যান্ডার্ড ভার্সন, স্টাইল দেখে অবাক হতে হয়

প্রসঙ্গত এর আগে লেনোভো মার্চ মাসে লেনোভো জেড6 প্রো লঞ্চের কথা জানিয়েছিল। কিন্তু এটা হয়নি। এবার দেখা হবে কোম্পানি আবার না আগের বারের মতো লঞ্চ ডেট আরও পিছিয়ে দেয়। এছাড়া ফোনটির ভারতে লঞ্চ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here