ওয়ানপ্লাস 7 প্রোর ব‍্যাপারে কয়েকটি বড় খবর এল সামনে, দুর্দান্ত এর ফিচার

ওয়ানপ্লাসের আগামী স্মার্টফোন ওয়ানপ্লাস 7 সম্পর্কে দীর্ঘদিন ধরে একাধিক লিক সামনে আসছে। এই ডিভাইসটি আগামী কয়েক মাসের মধ্যে লঞ্চ হয়ে যাবে। কিন্তু একটি নতুন খড়র থেকে জানা গেছে কোম্পানি ওয়ানপ্লাস 7 এর সঙ্গে এই ফোনটির আরেকটি ভেরিয়েন্ট ওয়ানপ্লাস 7 প্রো লঞ্চ করতে পারে।

8 জিবি র‍্যাম ও স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটের সঙ্গে লঞ্চ হল এই বিশেষ ফোন, ফোটো দেখে অবাক হতে হয়

কিছু দিন আগে চীনা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ওয়েইবোতে ওয়ানপ্লাস 7 ফোনটি দেখা গেছে, যেখান থেকে ফোনটির ডিজাইন ও স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। এই তথ্য থেকে জানা গেছে এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে এবং এতে একটি 48 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর থাকবে। এবার ওয়ানপ্লাস 7 প্রোর ফোটো প্রথমবার লিক হল। এই ফোনটি চীনের সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্ম ওয়েইবোতে দেখা গেছে।

লিকে ফোনের ফ্রন্ট ও ব‍্যাক প‍্যানেল দেখানো হয়েছে। লিকে দেখানো ফোটোয় ফোনটির ফ্রন্ট প‍্যানেলে কোনো বেজল নেই, এমনকি নচ পর্যন্ত নেই। অর্থাৎ এতে পপ আপ সেলফি ক‍্যামেরা দেওয়া হতে পারে।

একদম নতুন ধরনের সেলফি ক‍্যামেরা ডিজাইনের সঙ্গে লঞ্চ হল ওপ্পো রেনো স্ট‍্যান্ডার্ড ভার্সন, স্টাইল দেখে অবাক হতে হয়

প্রসঙ্গত গত বছর অর্থাৎ 2018 সালের ডিসেম্বরে ওয়ানপ্লাসের মূখ্য কার্যকরী আধিকারিক পেটে লাউ জানিয়েছিলেন ওয়ানপ্লাসের আগামী ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855 চিপসেট প্রসেসরে চলবে। এর থেকে বোঝা যায় ফোনটি 5জি সাপোর্ট করবে।

ওয়ানপ্লাস 7 প্রোর ক‍্যামেরা ফিচার সম্পর্কে এই ফোটো থেকে জানা গেছে এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। যার প্রাইমারি ক‍্যামেরা সেন্সর 48 মেগাপিক্সেলের। অন‍্য ক‍্যামেরা সেন্সরদুটি যথাক্রমে 16 মেগাপিক্সেল ও 8 মেগাপিক্সেলের হবে। এছাড়া এই ফোনে 8 জিবি র‍্যাম ও 256 জিবি ইন্টারনাল মেমরি থাকবে।

বিএস‌এন‌এল জারি করল দুটি নতুন অসাধারণ প্ল‍্যান, প্রিপেইড ইউজারদের সোনায় সোহাগা

ওয়ানপ্লাস 7 প্রো লেটেস্ট অ্যান্ড্রয়েড 9 পাই অপারেটিং সিস্টেমে চলবে। এই ফোনে 6.67 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ইমেজ ছাড়া ভারতের বিখ্যাত লিকস্টার ঈশান অগ্ৰেওয়াল একটি টুইটের মাধ্যমে ওয়ানপ্লাস 7 প্রো সম্পর্কে তথ্য দিয়েছেন। টুইট অনুযায়ী ওয়ানপ্লাস 7 প্রো ফ্ল‍্যাগশিপ ভেরিয়েন্টের সবচেয়ে দামী হ‍্যান্ডসেট হবে, যা মে মাসের মধ্যে লঞ্চ করা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here