ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও 4,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে পেশ করা হলো LG K50s, সঙ্গে এলো LG K40s

LG আন্তর্জাতিক মঞ্চে তাদের “K” সিরিজের ফোনের সংখ্যা বাড়ানোর জন্য এই মাসে তাদের নতুন ফোন K20 লঞ্চ করেছিল যা এখন ইউরোপ ও ইউকেতে সেল করা হচ্ছে। কোম্পানি এই সিরিজটি আরও বড়ো করতে চলেছে। LG জানিয়েছে 6 সেপ্টেম্বর বার্লিনে আয়োজিত IFA 2019 ইভেন্টে কোম্পানি অংশগ্রহণ করবে এবং এই ইভেন্টের মঞ্চেই কোম্পানি তাদের K সিরিজের দুটি নতুন স্মার্টফোন LG K40s এবং LG K50s লঞ্চ করবে। কোম্পানি লঞ্চের আগেই এই দুটি স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানানোর সময় বলেছে যে কোম্পানি এবার K সিরিজে প্রিমিয়াম দামে দুর্দান্ত ডিভাইস পেশ করতে তলেছে।

OnePlus TV এক্সক্লুসিভ লঞ্চ হবে ভারতে, জেনে নিন সব ডিটেইলস

LG K50s
কোম্পানি LG K50s ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে যা 6.5 ইঞ্চির এইচডি+ ফুল ভিশন ওয়াটারড্রপ ডিসপ্লে সাপোর্ট করবে। LG এর এই নতুন ফোন অ্যান্ড্রয়েড 9.0 পাইযুক্ত হবে এবং 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কাজ করবে। এই ফোনে কোন চিপসেট রান করবে সেবিষয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য কোম্পানির পক্ষ পাওয়া যায়নি।

LG K50s ফোনটিতে 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 2 টিবি পর্যন্ত বাড়ানো যাবে। তবে ফোনটি একাধিক ভেরিয়েন্টেও লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। কোম্পানি জানিয়েছে LG K50s এর ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা দেওয়া হবে। এই ফোনটির ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে যার সঙ্গে 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং 5 মেগাপিক্সেলের সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে।

Realme 5 vs Xiaomi Mi A3, চার কদম এগিয়ে দুই কদম পিছিয়ে

সেলফি ও ভিডিও কলের জন্য LG K50s এ 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা থাকবে। কোম্পানি জানিয়েছে LG K50s এ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও গুগল অ্যাসিসট‍্যান্ট বাটনের সঙ্গে 4জি এলটিই সাপোর্ট করবে। ফোনটি মজবুত ক‍রার জন্য একে MIL-STD 810G সার্টিফায়েড করাহয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য LG K50s এ 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে। কোম্পানির পক্ষ থে তাদের এই নতুন ফোনটি অরোরা ব্ল‌্যাক ও মরোক্কো ব্লু কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হবে।

LG K40s
এই ফোনটি LG K50s এর‌ই ছোট ভার্সন। এই ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.1 ইঞ্চির এইচডি+ ফুল ভিশন ওয়াটারড্রপ ডিসপ্লে সাপোর্ট করবে। এই ফোনেও অ্যান্ড্রয়েড 9.0 পাইযুক্ত হবে এবং 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর দেখা যাবে। কোম্পানির পক্ষ থেকে LG K40s ফোনটি 2 জিবি ও 3 জিবি র‍্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এই ফোনটি বিভিন্ন মার্কেটে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ ও বিভিন্ন মার্কেটে 2 টিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্টের সঙ্গে লঞ্চ করা হবে।

Oppo শেয়ার করলো Reno 2 এর স্পেসিফিকেশন, 8 জিবি র‍্যাম ও 4000 এম‌এএইচের এতে থাকবে 48 মেগাপিক্সেলের কোয়াড ক‍্যামেরা

LG K40s এ ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে যার মধ্যে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ও 5 মেগাপিক্সেলের সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে। সেলফির জন্য এই ফোনেও 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হবে। LG K40s তে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 3,500 এম‌এএইচের ব‍্যাটারী থাকবে। এই ফোনটিও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও গুগল অ্যাসিসট‍্যান্ট বাটনের সঙ্গে MIL-STD 810G মিলিটারি গ্ৰেড দেওয়া হয়েছে এবং বাজারে এই ফোনটিও অরোরা ব্ল‌্যাক ও মরোক্কো ব্লু কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here