লঞ্চ হল 5টি ক‍্যামেরাসহ নন-চাইনিজ LG Q52, জেনে নিন বিশেষত্ব

দক্ষিণ কোরিয়ার কোম্পানি এলজি বিগত কিছু সময় ধরে বিভিন্ন রেঞ্জে নতুন নতুন ফোন লঞ্চ করে গ্ৰাহকদের আকর্ষণ করতে চাইছে। এবার কোম্পানি তাদের ‘Q’ সিরিজে LG Q52 নামে নতুন মিড রেঞ্জ স্মার্টফোন পেশ করেছে। কোম্পানি এই নতুন ফোনের মাধ্যমে মার্কেটে নিজের আলাদা স্থান গড়ে তুলতে চাইছে। বর্তমানে মিড রেঞ্জ সেগমেন্টে সম্পূর্ণ ভাবে চাইনিজ ফোনের আধিপত্য। কিছু সময় যাবৎ এলজি স্মার্টফোন মার্কেটে কিছুটা পিছিয়ে পড়েছে বলা যায়। এবার কোম্পানি তাদের এই নতুন ফোনে বেশ কিছু আকর্ষণীয় ফিচার যোগ করেছে। চলুন জেনে নেওয়া যাক LG Q52 এর বিশেষত্ব সম্পর্কে।

ডিজাইন

LG Q52 ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির স্ক্রিনের তিন দিকের বেজল অত‍্যন্ত পাতলা। তবে নিচের দিকে মোটা চিন পার্ট আছে। ফোনটির বা‍ঁদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও ডানদিকের প‍্যানেলে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অবস্থিত। ফোনটির ব‍্যাক প‍্যানেলে স্কোয়ার শেপে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে এবং এর নিচে ফ্ল‍্যাশ লাইট আছে।

দুর্দান্ত ক‍্যামেরা

ফোটোগ্ৰাফির জন্য LG Q52 এর ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 5 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে LG Q52 তে 6.6 ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি MT6765 Helio P35 চিপসেটে রান করে। এছাড়া এতে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।

কানেক্টিভিটির জন্য এই ফোনে ব্লুটুথ ও ওয়াইফাই আছে। LG Q52 ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমে কাজ করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। আপাতত এই ফোনটি সাউথ কোরিয়াতে লঞ্চ করা হয়েছে এবং আশা করা হচ্ছে শীঘ্রই বিশ্বের অন‍্যান‍্য মার্কেটে ফোনটি পেশ করা হবে। ফোনটি রেড ও হোয়াইট কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

দাম

LG Q52 এর দাম রাখা হয়েছে 290 ডলার (21,000 টাকা)। ভারতসহ বিশ্বের অন‍্যান‍্য মার্কেটে ফোনটি কবে আসবে সেবিষয়ে এখনই সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here