4 জিবি র‍্যাম ও 6.1 ইঞ্চির বড় ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল এলজি কিউ9 ওয়ান, পড়লেও ভাঙ্গবে না এই মিলিটারি গ্ৰেড ফোন

এলজি সম্পর্কে কিছু দিন আগে শোনা গেছিল কোম্পানি এক দিকে যেমন তাদের প্রথম 5জি ফোন ও ভি40 থিঙ্কের ওপর কাজ করছে তেমনই আবার এই দুটি স্মার্টফোনের সঙ্গেই একটি লো বাজেট স্মার্টফোন কে12প্লাস‌ও খুব তাড়াতাড়ি টেক মঞ্চে পেশ করার প্রস্তুতি নিচ্ছে। এলজি 24 ফেব্রুয়ারি এমডব্লিউসির মঞ্চে তাদের এই নতুন স্মার্টফোন পেশ করতে পারে। আবার এমডব্লিউসির আগেই কোম্পানি তাদের অন‍্য একটি স্মার্টফোন কিউ9 ওয়ান অফিসিয়াল করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি কোযিয়ান বাজারে লঞ্চ করা হয়েছে যা আগামী দিনে অন‍্যান‍্য বাজারেও পা রাখবে।

ভিভো ভি15 প্রো আমাজনে হল লিস্টেড, 20 ফেব্রুয়ারি লঞ্চ হবে এই দুর্দান্ত স্মার্টফোন

এলজি কিউ9 ওয়ানের নাম থেকেই বোঝা যায় কোম্পানি এই ফোনটি অ্যান্ড্রয়েড ওয়ান ভার্সনের সঙ্গে পেশ করা হয়েছে। অ্যান্ড্রয়েড ওয়ান থাকার দরুণ এতে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এছাড়াও ফোনটি আগামী দুই বছর অ্যান্ড্রয়েডের সমস্ত লেটেস্ট আপডেট পেতে থাকবে। অর্থাৎ অ্যান্ড্রয়েড 10 সেল আউট হ‌ওয়ামাত্র এলজি কিউ9 ওয়ান অ্যান্ড্রয়েডের নতুন ওএসে আপডেট হয়ে যাবে। চলুন ফোনটির স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক:

ডিজাইন ও ডিসপ্লে:
কোম্পানি এলজি কিউ9 ওয়ান ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে। এই ফোনে 6.1 ইঞ্চির বড় ফুল ভিশন সুপার ব্রাইট আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে যা 3120 × 1440 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করে। ফোনের ফ্রন্ট প‍্যানেলে রেগুলার নচ দেওয়া হয়েছে। কিউ9 ওয়ানের ব‍্যাক প‍্যানেলে মাঝখানে এল‌ইডি ফ্ল‍্যাশযুক্ত সিঙ্গেল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ক‍্যামেরা সেট‌আপের ঠিক নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

এলজি কিউ9 ওয়ান ফোনটি আইপি68 রেটেড যা একে জল ও ধূলো প্রতিরোধক বানায়। কোম্পানির দাবি অনুযায়ী ফোনটিকে মিলিটারি লেভেলের মজবুতি দেওয়া হয়েছে। অর্থাৎ ফোনটি অন‍্যান‍্য স্মার্টফোনের তুলনায় বেশি শক্ত হবে যার ফলে ফোনটি পড়ে গেলে বা কোনো জিনিসের সঙ্গে ধাক্কা লাগলেও ভাঙ্গবে না।

আবার কমল স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 এর দাম, পাওয়া যাচ্ছে লঞ্চ প্রাইসের থেকে 6,500 টাকা সস্তায়

র‍্যাম ও প্রসেসর:
কোম্পানি এলজি কিউ9 ওয়ানে 4 জিবি র‍্যাম দিয়েছে। এতে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 2 টিবি পর্যন্ত বাড়ানো যাবে। কিউ9 ওয়ান অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 835 চিপসেটে রান করে। গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 540 জিপিইউ আছে।

ক‍্যামেরা:
এলজি কিউ9 ওয়ানের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.6 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে এফ/1.9 অ্যাপার্চারের 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই দুটি ক‍্যামেরা সেট‌আপ‌ই ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ক্ষমতাসম্পন্ন।

কানেক্টিভিটি ও ব‍্যাটারী:
এলজি কিউ9 ওয়ান বেসিক কানেক্টিভিটির সঙ্গে 4জি ভোএলটিই সাপোর্ট করে। এতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে কুইক চার্জ 3.0 টেকনিকযুক্ত 3,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে।

এলজি কিউ9 ওয়ান মরোক্কান ব্লু কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। কোরিয়ায় এই ফোনটির দাম ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 37,900 টাকা। ভারতে ফোনটি কবে লঞ্চ হবে সেবিষয়ে কিছু বলা হয়নি তবে আশা করা হচ্ছে ভারতে ফোনটির দাম কোরিয়ার থেকে কম‌ই হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here