আবার কমল স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 এর দাম, পাওয়া যাচ্ছে লঞ্চ প্রাইসের থেকে 6,500 টাকা সস্তায়

স‍্যামসাং এবছর অর্থাৎ 2019 সালের শুরুতে একটু অ্যাগ্ৰেসিভ ভাবেই এগিয়ে চলেছে। স‍্যামসাং ভারতে গ‍্যালাক্সি এম সিরিজের সূচনা করে গ‍্যালাক্সি এম10 ও গ‍্যালাক্সি এম20 লঞ্চ করেছে এবং ফোনদুটি টেক জগতে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। এবার ফ‍্যানদের জন্য উপহারস্বরূপ স‍্যামসাং ইন্ডিয়া তাদের হিট স্মার্টফোন গ‍্যালাক্সি এ6 এর দাম যথেষ্ট কমিয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে গ‍্যালাক্সি এ6 এর দাম 4,500 টাকা কমানো হয়েছে এবং আজ থেকেই এই দামে ফোনটি কেনা যাবে।

6 জিবি র‍্যাম ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত হবে 3 রেয়ার ক‍্যামেরাওয়ালা স‍্যামসাং গ‍্যালাক্সি এম30, লিক হল স্পেসিফিকেশন

স‍্যামসাঙের পক্ষ থেকে গ‍্যালাক্সি এ6 এর দাম সরাসরি 4,500 টাকা কমানো হয়েছে। সবচেয়ে বড় এই নিয়ে দ্বিতীয় বার কোম্পানি স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 এর দাম কমালো। এর আগে গ‍্যালাক্সি এ6 এর দাম 2,000 টাকা কমানো হয়েছে। এই প্রাইস কাটের পর ফোনটির 21,990 টাকা দামে লঞ্চ হ‌ওয়া 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এখন থেকে 15,490 টাকা দামে কেনা যাবে। এক‌ই ভাবে 22,990 টাকা দামে লঞ্চ হ‌ওয়া গ‍্যালাক্সি এ6 এর 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 4,000 টাকা কমানো হয়েছে এবং এখন ফোনটি 16,990 টাকা দামে কেনা যাবে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 ইনফিনিটি ডিসপ্লের সঙ্গে মেটাল ইউনিবডি ডিজাইনের সঙ্গে পেশ করা হবে। এই ফোনে 5.6 ইঞ্চির এইচডি+ সুপার এমোলেড স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে স‍্যামসাঙের এক্সনস 7 সিরিজের চিপসেটে কাজ করে। এতে কোম্পানির পক্ষ থেকে 4 জিবি র‍্যাম দেওয়া হয়েছে এবং দুটি ভেরিয়েন্টের‌ই স্টোরেজ মেমরি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে।

সোনী এক্সপেরিয়া এক্স‌এ3 এর ফোটো হল লিক, 25 ফেব্রুয়ারি লঞ্চ হবে এই অসাধারণ স্মার্টফোন

ফোটোগ্ৰাফির জন্য গ‍্যালাক্সি এ6 এর ফ্রন্ট ও রেয়ার উভয় প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 16 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে 3,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে আমাজন ইন্ডিয়া, পেটিএম, স‍্যামসাং শপ ও স‍্যামসাং স্টোর থেকে নতুন দামের বিনিময়ে কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here