ভিভো ভি15 প্রো আমাজনে হল লিস্টেড, 20 ফেব্রুয়ারি লঞ্চ হবে এই দুর্দান্ত স্মার্টফোন

আগামী 20 ফেব্রুয়ারি ভিভো ভারতে একটি ইভেন্টের আয়োজন করতে চলেছে এবং এই ইভেন্টের মঞ্চেই কোম্পানি তাদের “ভি” স্মার্টফোন সিরিজের ফোনের সংখ্যা বাড়াবে। ভিভো ওই দিন ভি15 প্রো ও ভি15 ফোনদুটি লঞ্চ করতে পারে। কোম্পানির পক্ষ থেকে জানানোর আগেই 91মোবাইলস ভিভো ভি15 প্রোর ফোটো ও স্পেসিফিকেশন শেয়ার করেছে। আজ শপিং সাইট আমাজন ইন্ডিয়াতে ভিভোর ভি সিরিজের এই আগেই ডিভাইস লিস্টেড করে দেওয়া হয়েছে।

আবার কমল স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 এর দাম, পাওয়া যাচ্ছে লঞ্চ প্রাইসের থেকে 6,500 টাকা সস্তায়

আমাজন ইন্ডিয়াতে আপাতত ভিভো ভি15 প্রো লিস্টেড করা হয়েছে। আমাজন ইন্ডিয়ার এই লিস্টিং থেকে একদিকে স্পষ্ট হয়ে গেছে ঐই ফোনটি অনলাইনে শুধুমাত্র আমাজন ইন্ডিয়াতে বিক্রি করা হবে এবং আমাজন তাদের এই লিস্টিঙে ভি15 প্রোর লুক‌ও অফিসিয়ালি জারি করে দিয়েছে। আমাজনে ইন্ডিয়ার ওয়েবপেজে ভিভো ভি15 প্রোর পপ আপ সেলফি ক‍্যামেরার সঙ্গে ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ঝলক‌ও দেখানো হয়েছে।

এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব এর ক‍্যামেরা সেগমেন্ট হবে। প্রসঙ্গত এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা থাকবে যা ফোন বডির ভেতরে থাকবে। সেলফির কম‍্যান্ড দিলে এই সেন্সর পপ আপ ক‍্যামেরা হিসেবে বেরিয়ে আসবে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেটআপে 48 মেগাপিক্সেল (12 × 4) এর প্রাইমারি ক‍্যামেরা সেন্সর, 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি ও তৃতীয় সেন্সরটি 5 মেগাপিক্সেলের হবে।

6 জিবি র‍্যাম ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত হবে 3 রেয়ার ক‍্যামেরাওয়ালা স‍্যামসাং গ‍্যালাক্সি এম30, লিক হল স্পেসিফিকেশন

ভিভো ভি15 প্রোতে ফুল ভিউ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লের নিচের দিকে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। আজ এমএসপি তাদের রিপোর্টে বলেছে এই ডিভাইসে 6.39 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে। আগেই জানা গেছে ভিভো ভি15 প্রো ফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হবে এবং এতে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 675 চিপসেটে রান করবে

ভিভো ভি15 প্রো সম্পর্কে নতুন রিপোর্টে এর ব‍্যাটারীর কথাও বলা হয়েছে। এমএসপির তথ্য অনুযায়ী এই ফোনে 3,700 এমএএইচের ব‍্যাটারী দেওয়া হবে যা ডুয়েল ইঞ্জিন ফাস্ট চার্জিং টেকনিক সাপোর্ট করবে। ভিভো আগামী 20 ফেব্রুয়ারি ভারতে ভি15 প্রো লঞ্চ করতে চলেছে। এই ফোনটির দাম 30 হাজার টাকা থেকে 35 হাজার টাকার মধ্যে হতে পারে। জানা গেছে আগামী 15 ফেেব্রুয়ারি থেকে ভিভো ভি15 প্রোর প্রিবুকিং চালু হয়ে যাবে। তবে ফোনটির সেল কবে থেকে শুরু হবে তা জানতে 20 ফেব্রুয়ারির অপেক্ষা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here