এলজি মোবাইল এখন থেকে শুধু মানুষের স্মৃতিতে থাকবে। অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল কোম্পানি গোটা বিশ্বে তাদের মোবাইলের ব্যাবসা চিরতরে বন্ধ করে দিতে চলেছে। এবার কোম্পানি এই কথা নিশ্চিত করে দিয়েছে। সোমবার অর্থাৎ আজ এলজি ঘোষণা করেছে তারা তাদের ফোনের ব্যাবসার ইউনিট বন্ধ করে দিচ্ছে। জানা গেছে মোবাইল ফোন বিজনেস ইউনিট বন্ধ করে কোম্পানি ইলেকট্রিক ভেহিকল কম্পোনেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কানেক্টেড ডিভাইস এবং বিজনেস টু বিজনেস সলিউশন এর মতো ক্ষেত্রে ফোকাস করতে পারবেন।
চাইনিজ কোম্পানির কাছে কি হেরে গেছে এলজি?
বর্তমানে ভারতসহ গোটা বিশ্বে চীনা ফোনের রমরমা চলছে। মনে করা হচ্ছে চাইনিজ স্মার্টফোন কোম্পানিগুলির জন্য বিগত কয়েক বছর ধরে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এমনকি নতুন নতুন টেকনোলজিযুক্ত এলজি প্রোডাক্ট পেশ করা সত্ত্বেও। কিন্তু চাইনিজ ব্র্যান্ডগুলির দামের দিক থেকে ব্যাবসায়িক ভাবে টিকতে না পারাটাও স্বাভাবিক।
31 জুলাইয়ের মধ্যে বন্ধ হবে ব্যাবসা
এলজি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে কোম্পানি আগামী 31 জুলাই পর্যন্ত তাদের মোবাইল ফোনের ব্যাবসা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। জানা গেছে এর পরেও মার্কেটে ফোনের কিছু স্টক থাকতে পারে।
কতদিন পর্যন্ত পাওয়া যাবে LG স্মার্টফোন?
এলজি জানিয়েছে তাদের সমস্ত ফোনের স্টক শেষ করার জন্য সব ফোন মার্কেটে সেল করা হবে। কোম্পানি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সার্ভিস সাপোর্ট এবং সফটওয়্যার আপডেট পর্যন্ত দেবে বলে জানিয়েছে। রিপোর্ট অনুযায়ী এলজি ইতিমধ্যে কিছু কর্মচারীদের ফোন ডিভিশন থেকে বিজনেস ইউনিটে শিফট করা শুরু করে দিয়েছে।
ক্ষতিগ্রস্ত হতে হয়েছে LG কে
কাউন্টারপয়েন্ট রিসার্চ ফার্মের একটি রিপোর্ট অনুযায়ী, এলজি 2020 তে মোট 6.5 মিলিয়ন ইউনিট শিপ করেছিল এবং 2020 এরতৃতীয় কোয়ার্টার পর্যন্ত কোম্পানির গ্লোবাল শেয়ার ছিল মোট 2 শতাংশ। কিন্তু সস্তা চাইনিজ ফোনের সামনে এলজি খুব একটা সফলতা লাভ করেনি। এই বছরের প্রথম দিকে কোম্পানি জানিয়েছিল তারা স্মার্টফোন বিজনেস নতুন করে সাজাবে। কোম্পানি বেশ কিছু অপশন যেমন স্মার্টফোন ইউনিট বিক্রির কথাও ভেবেছিল।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন