আমরা কিছু দিন আগে জানিয়েছিলাম টেক কোম্পানি LG ভারতে একটি নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। LG এর এই নতুন সিরিজ মূলত স্যামসাঙের Galaxy M ও Galaxy A সিরিজ এবং Xiaomi ও Realme এর মতো ব্র্যান্ডগুলিকে টেক্কা দেওয়ার জন্য আনা হচ্ছে। আমাদের এই তথ্যের সত্যতা নিশ্চিত করে স্বয়ং LG তাদের নতুন সিরিজ সম্পর্কে ঘোষণা করেছে। কোম্পানি তাদের ভারতীয় ওয়েবসাইটে একটি প্রোডাক্ট পেজ বানিয়ে বুঝিয়ে দিয়েছে এই নতুন সিরিজ LG W নামে পেশ করা হবে।
দেখুন Samsung Galaxy Note 10 এর এক্সক্লুসিভ 5K রেন্ডার ও 360 ডিগ্রি ভিডিও
LG India তাদের ওয়েবসাইটে কোম্পানির আগামী স্মার্টফোন সিরিজের প্রোডাক্ট পেজ বানিয়েছে। এই পেজে ফোনের ফোটোও দেখানো হয়েছে যার থেকে ডিজাইন ও কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। কোম্পানি এই প্রোডাক্ট পেজে “W” অক্ষরটি ব্যবহার করেছে, যার থেকে আন্দাজ করা হচ্ছে এই নতুন স্মার্টফোন সিরিজ LG W নামে লঞ্চ করা হবে। এই ফোনের কালার ভেরিয়েন্ট সম্পর্কেও বলা হয়েছে।
আমাজনে হবে সেল
ওয়েবসাইটে W এর সঙ্গে “For The Win” লেখা হয়েছে। কোম্পানি প্রোডাক্ট পেজে কামিং সুনের সঙ্গে আরও লিখেছে “অপেক্ষা করলে লাভই হবে”। কোম্পানি LG W কে শপিং সাইট আমাজনের পেজে রিডাইরেক্ট করে দিয়েছে এবং সেখানেও LG W এর আমাজন পেজ বানানো আছে। এই পেজে “Notify Me” অপশন আছে। শপিং সাইটে LG W পেজে আমাজন স্পেশাল লেখা আছে। এর থেকে বোঝা যায় কোম্পানির এই আগামী স্মার্টফোন সিরিজ এক্সক্লুসিভ আমাজনে বিক্রি করা হবে।
কম দামে পাওয়া যাবে দুর্দান্ত স্পেসিফিকেশন
আমরা আগেই জানিয়েছিলাম কোম্পানি তাদের আগামী স্মার্টফোন সিরিজ LG W তে সস্তা স্মার্টফোন লঞ্চ করবে। এবার কোম্পানি তাদের অফিসিয়াল প্রোডাক্ট পেজে স্পষ্ট বলেছে “এতো সস্তা দাম আগে হয়তো দেখেননি”। স্বয়ং কোম্পানির এই মন্তব্য থেকে খুব পরিস্কার ভাবে বোঝা যাচ্ছে LG তাদের W সিরিজের স্মার্টফোন অত্যন্ত অ্যাগ্ৰেসিভ দামে লঞ্চ করবে। দামের দিক থেকে কোম্পানি Pocket-Worthy Price Tag উল্লেখ করেছে। ধারণা করা হচ্ছে কোম্পানির এই আগামী স্মার্টফোন দামের দিক থেকে Samsung, Xiaomi ও Realme এর মতো কোম্পানিগুলির থেকেও এগিয়ে থাকবে।
ডিজাইন
LG W সিরিজের আগামী স্মার্টফোন ট্রেন্ডের ওয়াটারড্রপ নচ ডিজাইনের সঙ্গে পেশ করা হবে। ফোটোয় ফোনটির বেজল লেস ডিসপ্লে দেখা গেছে যার ওপরের দিকে অবস্থিত নচে ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই নচের ঠিক ওপরে স্পীকার অবস্থিত। LG W সিরিজের এই ফোনটি অ্যান্টেনা ব্যান্ড ডিজাইনে তৈরি করা হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে।
Xiaomi Redmi Y3 এর অপেক্ষা হলো শেষ, আজ থেকে শুরু ওপেন সেল
ফোনটির ব্যাক প্যানেলে ওপরের দিকে বাঁদিক ঘেঁষে ভার্টিক্যাল শেপে তিনটি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপের নিচে ফ্ল্যাশ লাইট অবস্থিত। ফোনের ব্যাক প্যানেলে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনটির ওপরের প্যানেলে 3.5 এমএম অডিও জ্যাক দিয়েছে। ফোনটির ডানদিকের প্যানেলে ভলিউম রকার বাটনের সঙ্গে পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং বাঁদিকের প্যানেলে সিম স্লট অবস্থিত।
ট্রিপল ক্যামেরা
LG W সিরিজের এই ফোনের সবচেয়ে বড়ো বিশেষত্ব এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপকেই মনে করা হচ্ছে। কোম্পানি তাদের নতুন সিরিজে অত্যন্ত কম দামে ট্রিপল রেয়ার ক্যামেরা আনতে চলেছে। এই ক্যামেরা সেটআপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনিকযুক্ত হবে। ফোনের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও টেলিফোটো লেন্স দেওয়া হবে। এই ক্যামেরা সেটআপ পোর্ট্রেট মোড ও নাইট মোডের মতো ফিচার সাপোর্ট করবে।
ভারতে লঞ্চ হবে Moto E6 Plus, 20 জুন Motorola One Vision এর সঙ্গেই হতে পারে লঞ্চ
LG তাদের আগামী W সিরিজে একাধিক স্মার্টফোন লঞ্চ করতে পারে। ফোনগুলির নাম জানা না গেলেও ওয়েবসাইট থেকে ফোনটির গ্ৰিন, ব্লু ও ব্ল্যাক কালারের কথা জানা গেছে। প্রসঙ্গত LG W সিরিজ মূলত ভারতীয় গ্ৰাহকদের কথা মাথায় রেখে বানানো হয়েছে। স্যামসাং যেমন তাদের Galaxy M সিরিজ শুধুমাত্র ভারতে সেল করে তেমনই LG তাদের W সিরিজ ভারতের জন্য বিশেষ ভাবে আনছে। একটু দুটি সিরিজের নামে চোখ রাখুন, M ও W! কিছু বুঝলেন?
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন