12 হাজার টাকা বাজেট রেঞ্জে আসতে পারে AI সহ স্মার্টফোন! প্রকাশ্যে এল ভারতীয় লঞ্চ টাইমলাইন এবং ডিটেইলস

সস্তা স্মার্টফোন তৈরি জন্য জনপ্রিয় টেক ব্র্যান্ড itel এবার ভারতে তাদের আরও একটি লো বাজেট স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং ফোন সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। সম্প্রতি টেক ওয়েবসাইট মাই স্মার্ট প্রাইসের একটি এক্সক্লুসিভ রিপোর্টের মাধ্যমে ফোনের ডিটেইলস প্রকাশ্যে এসেছে। আপকামিং ফোনটি 12 হাজার টাকা বাজেট রেঞ্জে AI ফিচার সহ লঞ্চ করা হবে।

আপকামিং আইটেল স্মার্টফোন

মাই স্মার্ট প্রাইস ইন্ডাস্ট্রির সোর্সের উপর ভিত্তি করে জানিয়েছে ভারতে itel আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ তাদের নতুন একটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। রিপোর্টের মাধ্যমে ফোনটির নাম না জানা গেলেও, এটি itel budget phone হবে বলে জানা গেছে। এই ফোনটি আগামী মাসে অর্থাৎ এপ্রিল মাসে ভারতীয় বাজারে পেশ করা হবে।

সস্তা হবে দাম

রিপোর্ট অনুযায়ী আপকামিং itel ফোনটি 10 হাজার টাকা থেকে 12 হাজার টাকা লো বাজেট রেঞ্জে লঞ্চ করা হতে পারে। কোম্পানির এই AI ফিচার সহ itel ফোনের ভ্যানিলা মডেল অফার এবং ডিল সহ 9,999 টাকা দামে সেল করতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বর্তমানে আপকামিং ফোনের দাম জানার জন্য অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করতে হবে।

এইরকম হবে স্পেসিফিকেশন

লিক রিপোর্ট অনুযায়ী itel ফোনটিতে 6ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হতে পারে। শেয়ার করা টিজার ইমেজের মাধ্যমে জানা গেছে আইটেইল ফোনটির থিকনেস শুধুমাত্র 7.8mm হবে।

itel তাদের নতুন ফোনটি 100 দিনের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টটি সহ পেশ করবে। ফোনটির ফ্রন্টে পাঞ্চ-হোল ডিসপ্লে থাকবে। AI features হিসেবে ফোনটিতে রিয়াল-টাইম ট্রান্সলেশন, টেক্সট জেনারেশন এবং কন্টেন্ট ডিসকভারির মতো ফিচার থাকতে পারে। এই ফোনের অফিসিয়াল তথ্য প্রকাশ্যে এলে আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here