মাত্র 8499 টাকা দামে লঞ্চ হল 50MP Camera এবং 8GB+8GB RAM সহ itel S23 স্মার্টফোন, জেনে নিন ফিচার, স্পেসিফিকেশন এবং সেল ডিটেইলস

Highlights

  • এই ফোনে 8GB ভার্চুয়াল RAM রয়েছে।
  • কোম্পানির পক্ষ থেকে ফোনটির সঙ্গে ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট দেওয়া হচ্ছে।
  • আগামী 14 জুন থেকে এই ফোনের সেল শুরু হবে।

গতকাল ভারতে স্মার্টফোন ব্র্যান্ড আইটেল তাদের নতুন লো বাজেট স্মার্টফোন হিসাবে itel S23 লঞ্চ করেছে। 50MP Camera এবং 16GB RAM এর ক্ষমতাসম্পন্ন এই ফোনটি মাত্র 8,799 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনের ফিচার ও স্পেসিফিকেশন থেকে শুরু করে ফোনটির দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে নিচে আলোচনা করা হল। আরও পড়ুন: অনলাইন গেমের নেশায় মায়ের 52 লাখ টাকা উড়িয়ে দিল এক স্কুল ছাত্রী! জেনে নিন ডিটেইলস

আইটেল এস23 এর দাম এবং সেল

ভারতে itel S23 ফোনটি 8,799 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 8GB RAM + 128GB স্টোরেজ যোগ করা হয়েছে। এতে memory fusion টেকনোলজির মাধ্যমে 8GB virtual RAM বেহার করা যায় ফলে এই ফোনে মোট 16GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যায়। আগামীকাল অর্থাৎ 14 জুনে থেকে শপিং সাইট আমাজনের মধ্যমে এই ফোনটি Starry Black এবং Mystery White কালারে সেল করা হবে।

কোম্পানি তাদের এই লেটেস্ট ফোনটির 8GB RAM ভেরিয়েন্ট ছাড়া 4GB RAM ভেরিয়েন্টও লঞ্চ করেছে এবং এই ভেরিয়েন্টটি 4GB virtual RAM সাপোর্ট করে। এতেও 128জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। জানিয়ে রাখি ফোনটির 8GB RAM ভেরিয়েন্ট যেমন আমাজনের মাধ্যমে সেল করা হবে তেমনই এর 4GB RAM মডেলটি অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে কেনা যাবে। আরও পড়ুন: মোবাইল থেকে ভিডিও বানাতে চান? জেনে নিন সেরা 5টি ভিডিও এডিটিং অ্যাপের ডিটেইলস

আইটেল এস23 এর ফিচার এবং স্পেসিফিকেশন

  • 6.6″ HD+ 90Hz display
  • Unisoc T606 Processor
  • 8GB Virtual RAM
  • 50MP Rear camera
  • 8MP Front camera
  • 10W 5,000mAh Battery

ডিসপ্লে: আইটেল এস23 তে 6.6 ইঞ্চির এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনটি আইপিএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং এটি 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।

প্রসেসর: itel S23 ফোনটি অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 1.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত ইউনিসক টি606 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়া গ্রাফিক্সের জন্য এতে মালী-জি57 জিপিইউ রয়েছে। আরও পড়ুন: 15 হাজার টাকা দামে পাবেন 108MP ক্যামেরা এবং 16GB RAM পাওয়ারসহ Infinix Note 30 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

RAM + মেমরি: আইটেল এস23 ফোনটি ভারতের মার্কেটে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস মডেলে 4GB RAM এবং বড় ভেরিয়েন্টে 8GB RAM যোগ করা হয়েছে। এর উভয় ভেরিয়েন্টে 128জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে এবং এতে UFS 2.2 স্টোরেজ ব্যাবহার করা হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 50 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে এতে সেলফি এবং ভিডিও কলের জন্য 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। আরও পড়ুন: কমানো হয়েছে 8GB RAM সহ Vivo Y35 ফোনের দাম, জেনে নিন নতুন দাম, অফার এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য itel S23 তে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনটি 10 ওয়াট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।

অন্যান্য ফিচার: সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম, ডুয়েল 4জি ভোএলটিই, 3.5 এমএম জ্যাক, এফএম রেডিও, ইউএসবি টাইপ সি পোর্টসহ এতে ব্লুটুথ, জিপিএস এবং ওয়াইফাই এর মতো প্রয়োজনীয় ফিচার রয়েছে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে TECNO PHANTOM V FLIP ফোল্ডেবল ফোন, জেনে নিন স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here