সারা বিশ্বে বেজে উঠলো Made in India স্মার্টফোনে‌র শোরগোল, কোরোনা মহামারীতে দেশি ফোনের প্রভাব এভাবেই দেখা গেছে

সারা বিশ্বে ভারত নির্মিত স্মার্টফোন‌কে পছন্দ করা হচ্ছে। এর কারন ঘরোয়া স্মার্টফোন ম‍্যানুফাকচারিঙে অনেকটাই বৃদ্ধি লক্ষ করা গেছে। এই বছর এপ্রিল-জুন তিনমাসে ভারচের স্মার্টফোন তৈরি তিন গুন বেড়ে 4,300 কোটি টাকা হয়ে গেছে, যা ইন্ডাস্ট্রিতে বদল আর বিকাসের প্রতি ইঙ্গিত দেখাচ্ছে। এই কথার পর্দাফাস ইন্ডিয়ান সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন (ICEA) এর রিপোর্টে হয়েছে। যদি গত তিনমাসে‌র তুলনা করা হয় তাহলে এই বছর এপ্রিল থেকে জুনের তিনমাসে ভারতে মোবাইল এক্সপোর্টে 250 শতাংশের বৃদ্ধি হয়েছে। আসুন আগে আপনাকে এই রিপোর্ট সম্পর্কে জানাই।

ইন্ডিয়ান সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন (ICEA) এর রিপোর্ট ছাড়া আপনাকে বলে দিই যে গত তিনমাসে প্রায় 1,300 কোটি টাকা ছিল। আবার এই রিপোর্ট আসার সাথেই ICEA এর চেয়ারম্যান পঙ্কজ মোহিন্দ্র বলেছেন যে মোবাইল হ‍্যান্ডসেট ম‍্যানুফাকচারিং ইন্ডাস্ট্রিতে প্রায় বৃদ্ধি দেখা যাচ্ছে।

এছাড়া মোহিন্দ্রো বলেছেন যে কোভিড-19 মহামারীর দ্বিতীয় ঢেউয়ের সময় ভারত সরকার প্রোডাকশন লিঙ্কড ইনিশিয়েটিভ (PLI) স্কিমের মাধ্যমে ম‍্যানুফাকচারিং ইন্ডাস্ট্রির সাহায্যের কারনে ইলেকট্রনিক্স গুডস এক্সপোর্টের মামলায় গত বছরের তুলনায় 2021-22 এ 100 শতাংশ গ্রোথ করেছে।

অথচ স্মার্টফোন ছাড়া ভারতে আমদানি হ‌ওয়া ল‍্যাপটপ আর ট‍্যাবলেটে বছরের শেষ তিনমাসে 50 শতাংশ বৃদ্ধি দেখা গেছে। 2020-21 এর তুলনায় 2021-22 এ এই অংকটি 6,000 কোটি টাকা থেকে বেড়ে 10,000 কোটি টাকা হয়ে গেছে। ICEA এর অনুযায়ী প্রত‍্যেক সরকারের সাথে মিলে ল‍্যাপটপ আর ট‍্যাবলেটের আমদানি‌তে কম করার পলিসিতে কাজ করছে, যার থেকে ঘরোয়া স্তরে ল‍্যাপটপ আর ট‍্যাবলেট তৈরি করা যায় যাতে।

মার্কেট রিসার্চ ফার্ম Counterpoint Research এর বিগত দিনের রিপোর্টে দাবি করা হয়েছিল যে OPPO― যার মধ্যে OPPO এর সাব ব্র‍্যান্ড OnePlus আর Realme মে 2021 এ স্মার্টফোন মার্কেটে 16 শতাংশের অংশিদারি ছিল। এমতাবস্থায় ওপ্পো স‍্যামসাং এর পরে দ্বিতীয় নাম্বারে সবচেয়ে বড়ো স্মার্টফোন কোম্পানি হয়ে গেছে। OPPO 2013 তে OnePlus এর শুরু করেছিল। এর পরে ওপ্পো 2018 তে শাওমির সাব ব্র‍্যান্ড রেডমিকে টক্কর দিতে Realme নামের ব্র‍্যান্ড পেশ করেছিল। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী গ্লোবাল মার্কেটে Oppo এর মার্কেটে অংশিদারি 10 শতাংশের। এর সাথেই Realme এর মার্কেটে অংশিদারি 5 শতাংশ আর ওয়ানপ্লাসের মার্কেটে অংশিদারি 1 শতাংশের।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here