মাত্র 3 লক্ষ টাকায় কিনুন এই ব্যাটারিওয়ালা গাড়ি, 1KM চালাতে খরচ হবে মাত্র 70 পয়সা

ভারতে ক্রমশ ইলেকট্রিক গাড়ির ব্যাবহার বেড়ে চললেও সস্তা ইলেকট্রিক গাড়ির যথেষ্ট অভাব রয়েছে। সস্তা বলতে মূলত 10 লক্ষ টাকার কম দামের গাড়ির কথা বলা হচ্ছে। বর্তমানে ভারতের মার্কেটে এই রেঞ্জের কোনও ব্যাটারিচালিত গাড়ি নেই। তবে রিপোর্ট অনুযায়ী দেশের Sabse sasti electric car (সবচেয়ে সস্তা ইলেকট্রিক গাড়ি) হিসাবে TATA Tiago EV লঞ্চ করা হবে। যদি এই আপকামিং গারিটির জন্য অপেক্ষা করতে না পারেন তবে এই পোস্টে এমন একটি গাড়ি সম্পর্কে জানাতে চলেছি যার দাম মাত্র 3 লক্ষ টাকা। আজ্ঞে হ্যাঁ, মাত্র 3 লক্ষ টাকার বিনিময়ে এই 4 door electric car আপনি নিজের করে নিতে পারেন।

Mahindra Electric Car

আপনাদের জানিয়ে রাখি কয়েক দিন আগে তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি হিসাবে Electric SUV XUV 400 লঞ্চ করা কোম্পানি Mahindra এর কাছে আগে আরেকটি কম্প্যাক্ট ইলেকট্রিক গাড়ি Mahindra E2O Plus City Smart Car ছিল, যা কয়েকদিন আগে ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে। তবে কিছু পুরনো জিনিস বেচা ওয়েবসাইটে এখনও পর্যন্ত এই গাড়ি রিসেল করা হচ্ছে। এখান থেকেই আপনিও সস্তায় এই ইলেকট্রিক গাড়ি কিনতে পারেন।

OLX-এ পাওয়া যাবে 3 লক্ষ টাকার ইলেকট্রিক গাড়ি

OLX ওয়েবসাইটে Pune cars নামক এক ইউজার Mahindra E2o (2015) গাড়ি সেলের জন্য লিস্টেড করেছেন। এখানে গাড়িটির T2 Model সেল করা হচ্ছে। ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী এটি একটি অটোমেটিক গাড়ি এবং এটি 43,000KM পথ চলেছে। এই লিঙ্কে ক্লিক করে এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।

নোট : আপনাদের সতর্ক করার জন্য জানিয়ে রাখি OLX ওয়েবসাইটে এর আগে অনেক ধরনের জোচ্চুরির ঘটনা সামনে এসেছে। তাই এই সাইট থেকে যে কোনো জিনিস কেনার আগে ভালো করে খোঁজ খবর নিয়ে নেবেন।

Mahindra E2O Plus City Smart Car

এই Mahindra E2O Plus City Smart Car গাড়িটি একবার ফুল চার্জ করলে 140 কিলোমিটার পথ যাত্রা করতে পারে। এই গাড়ির সর্বোচ্চ স্পীড 85 কিলোমিটার প্রতি ঘণ্টা। এটি 48 ভোল্টের ব্যাটারি এবং 25.5 BHP পাওয়ার যা 70 ন্যানোমিটার টর্ক জেনারেট করবে। এছাড়াও এই গাড়ি 72 ভোল্টের ব্যাটারি এবং 40 BHP পাওয়ার যা 91 ন্যানোমিটার টর্ক জেনারেট করতে সক্ষম।

এই গাড়িতে স্মার্টফোনের সঙ্গে কানেক্টিভিটি, অ্যাডভান্স ইনফোটেইনমেন্ট সিস্টেম, পাহাড়ি এলাকায় চালানোর জন্য কন্ট্রোল এবং রিভার্স চার্জিং এর মতো বেশ কিছু অ্যাডভান্স ফিচার আছে। লঞ্চের সময় কোম্পানি জানিয়েছিল এই গাড়ি চালানোর খরচা পড়বে মাত্র 70 পয়সা প্রতি কিলোমিটার।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here