অর্ডার করা হয় 46 হাজার টাকা দামের Mobile, প্যাকেটে করে বাড়ি এল বাসন মাজার সাবান

আজকের দিনে দাঁড়িয়ে বহু মানুষ শপিং সাইটের মাধ্যমে কেনাকাটা করতে অভ্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু প্রায়ই কোনো সেলের সময় ভুল প্রোডাক্ট দেলিভার হতে দেখা যায়। বিগত কয়েক বছরে এমন বহু ঘটনার কথা শোনা গেছে যেখানে ফোন অর্ডার করে হাতে এসেছে ইট বা সাবান। আবারও এই ধরনের একটি ঘটনার কথা সামনে এসেছে, যেখানে এক ব্যাক্তি শপিং সাইটের মাধ্যমে একটি ফোন অর্ডার কেন অথচ বক্সে ভরে পাঠানো হয় অন্য কিছু। আরও পড়ুন: 32MP Selfie Camera, 16GB RAM এবং 5,400mAh Battery সহ চীনে লঞ্চ হল X100 Pro

এনডিটিভির রিপোর্ট অনুযায়ী, মহারাষ্ট্রের থানে জেলার এক ব্যাক্তি অনলাইন প্ল্যাটফর্ম ব্যাবহার করে 46,000 টাকা দামের একটি ফোন অর্ডার করেন, অথচ বক্স খুলে তিনি হাতে প্যান তিনটি বাসন মাজার সাবান।

বক্স ওপেন করে এই অভাবনীয় ঘটনার শিকার হয়ে তিনি গত সোমবার পুলিশে অভিযোগ দায়ের করেন। ভয়ন্দর থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন ডেলিভারির সময় এই ফোনের বক্স খোলা হয়েছে। তিনি আরও জানিয়েছেন ইউজার অনলাইন শপিং সাইট থেকে 46,000 টাকার বিনিময়ে Apple iPhone অর্ডার করেছিলেন। আরও পড়ুন: WhatsApp-এ কিভাবে করবেন Auto Reply? জেনে নিন পদ্ধতি

আপাতত পুলিশের পক্ষ থেকে অভিযোগ জমা নেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। পুলিশের তরফে অজ্ঞাত অপরাধীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অর্থাৎ IPC এর ধারা 420 (জোচ্চুরি) এর ভিত্তিতে মামলা করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here