32MP Selfie Camera, 16GB RAM এবং 5,400mAh Battery সহ চীনে লঞ্চ হল X100 Pro

অফিসিয়ালি লঞ্চ হল Vivo X100 সিরিজ। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে চীনে Vivo X100 এবং Vivo X100 Pro নামের দুটি ফোন পেশ করা হয়েছে। এই দুটি ফোনেই শক্তিশালী ব্যাটারি ও চার্জিং, 16GB RAM এবং অ্যাডভান্স ক্যামেরা যোগ করা হয়েছে। নিচে এই দুটি ফোনের ডিটেইলস সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: WhatsApp-এ কিভাবে করবেন Auto Reply? জেনে নিন পদ্ধতি

Vivo X100 এবং X100 Pro দাম

Vivo X100 এর দাম

ভেরিয়েন্ট লঞ্চ প্রাইস ভারতীয় দাম (প্রায়)
12GB RAM + 256GB Storage CNY 3,999 ₹45,600
16GB RAM + 256GB Storage CNY 4,299 ₹49,100
16GB RAM + 512GB Storage CNY 4,599 ₹52,500
16GB RAM + 1TB Storage CNY 4,999 ₹57,000
16GB (LPDDR5T RAM) + 1TB Storage CNY 5,099 ₹58,200

 

Vivo X100 Pro এর দাম

ভেরিয়েন্ট লঞ্চ প্রাইস ভারতীয় দাম (প্রায়)
12GB RAM + 256GB Storage CNY 4,999 ₹57,000
16GB RAM + 256GB Storage CNY 5,299 ₹60,500
16GB RAM + 512GB Storage CNY 5,499 ₹63,800
16GB RAM + 1TB Storage CNY 5,999 ₹69,500

 

Vivo X100 এবং X100 Pro এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Vivo X100 এবং X100 Pro ফোনদুটিতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 2800 × 1260 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির 1.5কে ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফ্ল্যাট স্ক্রিন এলটিপিও এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশরেট, 2160 হার্টস পিডব্লিউএম ডিমিং এবং 3000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই দুটি ফোনেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

প্রসেসর: চীনে এই সিরিজের ফোন দুটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং অরিজিন ওএস 4 এর সঙ্গে লঞ্চ করা হয়েছে, তবে গ্লোবাল মার্কেটে ফানটাচ ওএস 14 এর সঙ্গে পেশ করা হবে। প্রসেসিঙের জন্য এতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 9300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।

স্টোরেজ: Vivo X100 এবং Vivo X100 Pro ফোনদুটি চীনে 12GB RAM এবং 16GB RAM সহ দুটি RAM ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনদুটি 256GB, 512GB এবং 1TB স্টোরেজ অপশনে সেল করা হবে।

রেয়ার ক্যামেরা: Vivo X100 ফোনের ব্যাক প্যানেলে এফ/1.57 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.57 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেল টেলিফটো লেন্স রয়েছে।

Vivo X100 Pro এর রেয়ার ক্যামেরা সেটআপে এফ/1.75 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.5 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স যোগ করা হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য Vivo X100 এবং Vivo X100 Pro উভয় ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X100 ফোনে 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে।

একইভাবে সিরিজের Vivo X100 Pro ফোনটিতে 5,400 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটি 100 ওয়াট ফাস্ট চার্জিং এবং 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এছাড়াও এই ফোনটি রিভার্স চার্জিং করতে সক্ষম।

কানেক্টিভিটি: Vivo X100 এবং X100 Pro দুটিই 5জি ফোন যা এসএ/এনএসএ সাপোর্ট করে। এতে ডুয়েল 4জি এলটিই সহ ওয়াইফাই 7, ব্লুটুথ 5.4, এনএফসি এবং নাভিকের মতো প্রয়োজনীয় এবং অ্যাডভান্স ফিচার দেওয়া হয়েছে।

অন্যান্য: Vivo X100 এবং X100 Pro উভয় ফোনকে জন এবং ধুলো থেকে বাঁচানোর জন্য আইপি68 রেটিং দেওয়া হয়েছে। এর মধ্যে X100 মডেলের থিকনেস 8.49 এমএম এবং X100 Pro ফোনটি 8.91 এমএম চওড়া। এতে স্টেরিও স্পিকার এবং ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here