শাওমিকে টক্কর দিতে মীজু আনছে ডুয়েল ক‍্যামেরাসহ বেজল লেস স্মার্টফোন, 3 রকম রঙে লঞ্চ হবে

টেক কোম্পানি মীজু সম্পর্কে একটি খবর অনেক দিন ধরে শোনা যাচ্ছিল যে কোম্পানি তাদের প্রথম স্মার্টফোনের ওপর কাজ করছে এবং খুব তাড়াতাড়ি তা বাজারে আসতে চলেছে। আজ একটি চীনের সার্টিফিকেশন ওয়েবসাইটে মীজুর একটি ফোন দেখা যায়। এই ওয়েবসাইটে ফোটোসহ ফোনের পুরো স্পেসিফিকেশন দেওয়া আছে।

সাইটে মীজুর আসন্ন ফোনটি এম811কিউ মডেল নম্বর দিয়ে আপলোড করা হয়েছে। তথ্য অনুযায়ী এই।ফোনটি আসছে বেজল লেস ডিসপ্লের সঙ্গে। ফোনে পাওয়া যাবে 1440×720 পিক্সেল রেজোলিউশনযুক্ত 5.7 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে। এটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 7.0 নোগাট ভার্সন এবং 1.5 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর দিয়ে চলে।

শাওমির সবচেয়ে শক্তিশালী ফোন এম‌আই 7 লঞ্চ হতে চলেছে 23শে মে

মীজু এই ফোনটি 3 প্রকার ভেরিয়েন্টে লঞ্চ করবে, যথা 2 জিবি র‍্যাম ও 16 জিবি মেমরী, 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরী এবং 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরী। তিনটি ফোনেই 256 জিবি পর্যন্ত মেমরী কার্ড লাগানো যাবে। ফোনটির পেছনদিকে এল‌ইডি ফ্ল্যাশসহ 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক‍্যামেরা এবং সেলফির জন্য 2 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরা আছে।

মোবাইল ফোনের সিমের জন্য আধার কার্ড জরুরী নয় : টেলিকম সচিব

ফোনটি 4জি ভোলটিই সাপোর্টেড। এর পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ফোনটিতে পাওয়ার ব‍্যক‌আপের জন্য 3230 এম‌এএইচ ব‍্যাটারী আছে। ফোনটি ব্ল‍্যাক, ব্লু,।গোল্ড আর রেড কালার ভেরিয়েশনে পাওয়া যাবে। সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম এখনো কোম্পানি জানায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here