+92 নম্বর থেকে Whatsapp কল আসলে সাবধান! মেনে চলুন এইসব নিয়ম

ভারতে যেভাবে দ্রুত গতিতে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে সেটা কিন্তু বিশ্বের অন্য কোনও দেশের সঙ্গে তুলনা করা যায় না। গত 2-3 বছরে ভারতীয়দের দ্বারা পরিচালিত ইন্টারনেট কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। ভারত সরকারও ডিজিটাল ইন্ডিয়ার প্রচার করছেন। ইন্টারনেটের জন্য আজ WhatsApp এর মতো ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপগুলি প্রায় প্রতিটি মানুষই ব্যবহার করছে। পরিবারের সকল সদস্যের ফোনেই WhatsApp রয়েছে। সেখানে শুধু মেসেজই নয়, ভিডিও এবং ভয়েস কলিং এর সুবিধাও পাওয়া যায়। তবে এই WhatsApp কল কিন্তু আপনার জন্য বিপদজনকও হতে পারে। বিশেষ করে যদি এই WhatsApp কলটি +92 কোড সহ একটি অজানা নম্বর থেকে আসে।

+92 কোন দেশের কান্ট্রি কোড?

সূত্র অনুযায়ী WhatsApp এ বেশ কিছুদিন ধরেই অনেকে +92 কোড নম্বর থেকে কল পাচ্ছেন। প্রথমত, আমরা আপনাকে জানিয়ে রাখি যে +92 হল পাকিস্তানের কান্ট্রি কোড। অর্থাৎ, এই কোড সহ নম্বর থেকে আসা সমস্ত কল শুধুমাত্র পাকিস্তান থেকে আসছে। WhatsApp এ এই ধরনের নম্বর থেকে আসা কল ক্রমাগত বাড়ছে। আমাদের কাছেও এই কোড সহ একটি WhatsApp ভয়েস কল এসেছিল, সেই নম্বরটি ছিল +92 3127513766। পাকিস্তান থেকে আসা এই ফোন কলগুলি কোনও বড় বিপদের সংকেতও হতে পারে। তাই কয়েক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের অবশ্যই মনে রাখা প্রয়োজন।

+92 নম্বর থেকে ফোন আসলে কী করবেন?

কল রিসিভ করবেন না

আপনি যদি +92 কোড সহ একটি নম্বর থেকে ফোন পান এবং সেই নম্বরটি আপনার অজানা হয়, তাহলে প্রথমে আপনাকে সেই কলটি এড়িয়ে যেতে হবে। এই ধরনের নম্বর থেকে আসা কল একেবারেই রিসিভ করবেন না। আপনি যদি চান, রিং বেজে যেতে দিন বা ফোনটি কেটেও দিতে পারেন। কিন্তু কোনও মতেই ফোনটি রিসিভ করবেন না।

সেই নম্বরে মেসেজ বা কল ব্যাক করবেন না

কিছু কৌতূহলী মানুষ তাদের ফোনে কোন অজানা নম্বর থেকে ফোন আসতে দেখলে সেই নম্বরে কল ব্যাক করে। তবে এই নম্বরটি যদি +92 কোডের হয় তাহলে এই কাজটি একেবারেই করবেন না। যে নম্বর থেকে কল এসেছে তাকে টেক্সট করে ‘Who are you?’ জিজ্ঞেস করবেন না। সেই নম্বরের প্রোফাইল সুন্দর প্রোফাইল পিকচার থাকলেও মেসেজ বা কল ব্যাক করবেন না।

নম্বর ব্লক করুন

আপনি ফোনটি রিসিভ না করায় আপনার কাছে আবার ওই নম্বর থেকে ফোন আসতে পারে বা আপনি সেই +92 কোড নম্বর থেকে একটি মেসেজ পেতে পারেন৷ তাই সেই নম্বরটি WhatsApp এ ব্লক করলে ঠিক হবে। ব্লক করলে সেই নম্বর থেকে আর আপনার সাথে যোগাযোগ করা যাবে না।

রিপোর্ট করুন

Whatsapp এর তরফে ব্লকের পাশাপাশি রিপোর্ট ফিচারও প্রকাশ করা হয়েছে। WhatsApp এ +92 কোড থেকে ফোন বা মেসেজ আসলে সেই পাকিস্তানি নম্বরগুলি অবশ্যই রিপোর্ট করুন৷ রিপোর্ট করলে WhatsApp জানবে যে সেই নম্বর থেকে কিছু বেআইনি কার্যকলাপ হয়েছে এবং WhatsApp সেই নম্বরটি ট্রেস করা শুরু করবে।

Whatsapp এ মেইল ​​করুন

আপনি যদি পাকিস্তানি নম্বর থেকে আসা এই ধরনের ভয়েস কলের বিপদ সম্পর্কে বুঝতে পারেন, তাহলে একজন সচেতন ভারতীয় নাগরিক হিসেবে WhatsApp এ ইমেল করে এই পুরো বিষয়টি জানাবেন। WhatsApp এর ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার সাথে ঘটে যাওয়া বিষয়টির সম্পূর্ণ ডিটেইলস জানাতে পারেন। আপনি সজাগ থাকলে এবং বাকিদের এই বিষয়ে জানালে অন্য মানুষের উপর ঘোরাফেরা করা বিপদ অবশ্যই কিছুটা হ্রাস পাবে।

আইফোন ইউজার: iphone_web@support.whatsapp.com
অ্যান্ড্রয়েড ইউজার: android_web@support.whatsapp.com

এইসব আন্তর্জাতিক নাম্বার থেকেও সাবধান

+92 পাকিস্তানের Country code এটা স্পষ্ট, কিন্তু এছাড়াও আরও কিছু দেশ থেকে মাঝে মধ্যেই ভারতীয়দের কল করে স্ক্যামের শিকার করা হয়। বিগত সময়ের বিভিন্ন কেস এবং রিপোর্টের ওপর ভিত্তি করে কোন কোন কান্ট্রি কোডযুক্ত নাম্বার থেকে আমাদের সতর্ক থাকা উচিৎ সেই লিস্ট নিচে শেয়ার করা হল। জানিয়ে রাখি Zone 9 অর্থাৎ 9 নাম্বার দিয়ে শুরু হওয়া ফোন নাম্বার বেশিরভাগ ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলির হয়ে থাকে। আবা এমন বেশ কিছু দেশ রয়েছে যাদের নাম্বারের আগে +99 প্রি-ফিক্স থাকে।

  • +992 – Tajikistan
  • +993 – Turkmenistan
  • +994 – Azerbaijan
  • +995 – Georgia
  • +995 34 – South Ossetia
  • +995 44 – Abkhazia
  • +996 – Kyrgyzstan
  • +998 – Uzbekistan

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here