সুখবর! 64MP ক‍্যামেরা ও 5000mAh ব‍্যাটারীযুক্ত Mi 10T এখন আরও সস্তা, জেনে নিন নতুন দাম

Xiaomi গত বছর অক্টোবর মাসে ভারতে তাদের 64 মেগাপিক্সেল রেয়ার ক‍্যামেরা সেট‌আপসহ Mi 10T লঞ্চ করেছিল। বর্তমানে যারা এই ফোনটি কেনার কথা চিন্তাভাবনা করছেন তাদের জন্য একটি নতুন খবর আছে, এই আকর্ষণীয় ফোনটির দাম কোম্পানি 3,000 টাকা কমিয়ে দিয়েছে। লঞ্চের সময় Mi 10T এর প্রাথমিক দাম ছিল 35,999 টাকা। চলুন জেনে নেওয়া যাক প্রাইস কাটের পর ফোনটির নতুন দাম।

নতুন দাম

আগেই জানিয়েছি কোম্পানি তাদের Mi 10T এর দাম লঞ্চ প্রাইস থেকে 3,000 টাকা কমিয়ে দিয়েছে। ফোনটির 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 35,999 টাকা দামে লঞ্চ করেছিল। এখন এই মডেলটি 32,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এক‌ইভাবে ফোনটির 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 37,999 টাকার বদলে 34,999 টাকা দামে সেল করা হচ্ছে।

কোথা থেকে ফোন কিনবেন?

জানিয়ে রাখি ফোনটির প্রাইস কাট সম্পর্কে কোম্পানি অফিসিয়ালি কোনো ঘোষণা করেনি, তবে ফোনটি নতুন দামে Flipkart ও Mi.com এ সেল করা হচ্ছে। মি 10টি ফোনটি কসমিক ব্ল‍্যাক ও লুনার সিলভার কালার ভেরিয়েন্টে বেচা হয়।

স্পেসিফিকেশন

Xiaomi Mi 10T তে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুল এইচডি+ ডট ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 144 হার্টস রিফ্রেশরেটে কাজ করে এবং ট্রিপল কর্নিং গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড। প্রসেসিঙের জন্য এতে 2.84 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

ফোটোগ্রাফির জন্য Xiaomi Mi 10T তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.89 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি Sony IMX682 সেন্সরের সঙ্গে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের সেকেন্ডারি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারের‌ই ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেলের আল্ট্রা ক্লিয়ার পাঞ্চ হোল ক‍্যামেরা দেওয়া হয়েছে।

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। Xiaomi Mi 10T এর বেস ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে এবং এর বড় ভেরিয়েন্টে 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি যোগ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here