অত্যন্ত সস্তা হল শাওমি মি এল‌ইডি টিভি 4সি প্রো 32 ইঞ্চি, মাত্র 12,999 টাকায় পাওয়া যাচ্ছে স্মার্ট টিভি

শাওমি ভারতীয় স্মার্টফোন মার্কেটে রাজত্ব করে চলেছে। দেশের স্মার্টফোন মার্কেটের একটি বড় অংশে কবজা করে রাখার সঙ্গে সঙ্গে কোম্পানি ভারতের টেলিভিশন মার্কেটেও নিজের আধিপত্য বিস্তার করতে চাইছে। শাওমি গত বছর লঞ্চ করা মি এল‌ইডি টিভি 4সি প্রো (32) এর দাম 1,000 টাকা কমিয়ে দিয়েছে। এই ফোনটি এমনিতেই যথেষ্ট কম দামে লঞ্চ করা হয়েছিল।

জিওকে টক্কর দিতে বিএস‌এন‌এল পেশ করল 599 টাকার প্ল‍্যান, জেনে নিন নতুন অফারের সব বেনিফিট

নতুন দাম
কোম্পানি মি এলইডি টিভি 4সি প্রো (32) 13,999 টাকা দামে লঞ্চ করেছিল। এবার 1,000 টাকা কমানোর পর এর স্মার্ট টিভির দাম 12,999 টাকা হয়ে গেছে। এই নতুন দামে টিভিটি কোম্পানির ওয়েবসাইটে লিস্টেড করা হয়েছে। কোম্পানি অফিসিয়ালি টিভির দাম কমার বিষয়ে কিছু জানায়নি। 91মোবাইলস টিভির দাম কমার কথা রিটেইল স্টোরের মাধ্যমে জানতে পেরেছে।

মি এলইডি টিভি 4সি প্রো (32) এর স্পেসিফিকেশন
মি এলইডি টিভি 4সি প্রো (32) টিভিটি শাওমির পক্ষ থেকে 1368 × 768 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 32 ইঞ্চির এইচডি ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই টিভিতে 1 জিবি র‍্যামের সঙ্গে 8 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে। মি এলইডি টিভি 4এ প্রো (49) এর মতোই এই টিভিটিও 64 বিট অ্যামলজিক চিপসেটে রান করে এবং গ্ৰাফিক্সের জন্য এতেও মালী-টি450 জিপিইউ দেওয়া হয়েছে। আগের টিভিটির মতো এতেও ওয়াইফাই, ব্লুটুথের সঙ্গে 3 এইচডিএমআই পোর্ট ও 2 ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে। এর সঙ্গে মিউজিক উপভোগ করার জন্য এতে ডিটিএইচ-এইচডি সারাউন্ড সাউন্ড সাপোর্টেড 20 ভোল্টের স্টেরিও স্পীকার দেওয়া হয়েছে।

শাওমি মি এ2 এর দাম কমল 2,000 টাকা এবং রেডমি নোট 6 প্রোও হল অত‍্যন্ত সস্তা

শাওমির এই স্মার্ট টিভি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে শাওমির প‍্যাচ‌ওয়ালে কাজ করে। এই টিভিতে গুগল প্লে স্টোরের সাহায্যে অ্যাপ ইনস্টল করা যায় এবং ইউটিউব ও গুগল প্লের আনন্দ উপভোগ করা যায়। প্রো সিরিজে লঞ্চ করা এই টিভিটি ক্রোমকস্টযুক্ত এবং এর সঙ্গেই এতে নেটফ্লিক্স, আমাজন প্রাইম, ভুট, জি5, হটস্টার হাঙ্গামার মতো 14টি কন্টেন্ট প্ল‍্যাটফর্ম অ্যাকসেস করা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here