2021 সাল পেরোনোর আগে Reliance Jio, Airtel এবং Vodafone Idea তাদের গ্ৰাহকদের হতবাক করেছিল। এই তিনটি প্রাইভেট কোম্পানির পক্ষ থেকেই তাদের Mobile Recharge Plans এর দাম বাড়িয়ে গ্ৰাহকদের দুশ্চিন্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। এই মূল্যবৃদ্ধির ফলে ইউজারদের এখন একই বেনিফিট উপভোগের জন্য আগের চেয়ে বেশি দাম দিতে হচ্ছে। কিন্তু দাম বাড়ানোর দৌড় এখানেই শেষ নয়। দেশের দ্বিতীয় সবচেয়ে বড় টেলিকম কোম্পানি এয়ারটেলের CEO Gopal Vittal স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই বছর অর্থাৎ 2022 সালেও আবার মোবাইল রিচার্জ প্ল্যানের দাম বাড়তে চলেছে।
এয়ারটেলের চীফ এক্জিকিউটিভ অফিসার গোপাল বিট্টল তাঁর বয়ানে জানিয়েছেন 2022 সালেও টেলিকম ট্যারিফের দাম বাড়ানো হতে পারে। তাঁর বক্তব্য থেকে জানা গেছে গত বছর বিভিন্ন প্ল্যানের দাম বাড়ানোর পর এই বছরও আবার তাদের প্ল্যানের দাম বাড়তে পারে। তিনি আরও জানিয়েছেন প্রয়োজন মনে করলে এয়ারটেল এবিষয়ে এগিয়ে থাকবে অর্থাৎ রিলায়েন্স জিও এবং ভোডাফোন আইডিয়ার জন্য অপেক্ষা না করেই কোম্পানি তাদের প্ল্যানের দাম বাড়াবে।
জুলাইয়ের পর বাড়বে দাম
গোপাল বিট্টল জানিয়েছেন মোবাইল ট্যারিফের দাম বাড়লেও আগামী 3-4 মাসের আগে তা হচ্ছে না। এই বছরের দ্বিতীয়ার্ধে অর্থাৎ জুলাই মাসের পর রিচার্জ প্ল্যানের দাম বাড়ানো হতে পারে। তিনি আরও জানিয়েছেন এই মুহুর্তে দাঁড়িয়ে ভারতে ডেটা রেট গোটা বিশ্বে সবচেয়ে কম এবং অধিকাংশ দেশে টেলিকম ট্যারিফের দাম ভারতের তুলনায় অনেকটাই বেশি। তিনি বলেন মার্কেটে প্রতিযোগিতার কথা মাথায় রেখেই এই মূল্যবৃদ্ধি ঘটানো হবে।
লাভের চেষ্টায় কোম্পানি
Airtel CEO স্পষ্ট জানিয়েছেন কোম্পানি তাদের ARPU অর্থাৎ অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার বাড়ানোর প্রচেষ্টায় আছে। তিনি জানিয়েছেন খুব তাড়াতাড়ি কোম্পানির ARPU 200 টাকায় পৌঁছে যাবে এবং এরপর এটি বাড়িয়ে 300 টাকা পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। সহজ ভাষায় বলতে গেলে গড়ে একজন গ্ৰাহক এক মাসে তাঁর ফোনের টেলিকম বাবদ যে টাকা খরচ করেন তাকেই ARPU বলা হয়। এর থেকে ধরে নেওয়াই যায় এয়ারটেলের কাছে গ্ৰাহক সংখ্যা কমে যাওয়ায় থেকেও বেশি গুরুত্বপূর্ণ তাদের গ্ৰাহকরা যেন বেশি দাম দিয়ে রিচার্জ করেন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন